বিনোদন ডেস্ক :
চিত্রনায়িকা শবনম বুবলী ও শাকিব খানের সন্তান শেহজাদ খান বীরের জন্মদিন ছিল বৃহস্পতিবার (২১ মার্চ)। আর সেদিনই শাকিবের গুলশানের বাসায় দেখা গেল বুবলীকে। এর আগে, দিনটি উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন এক বার্তা দিয়েছেন অভিনেত্রী। ছেলেকে উদ্দেশ করে ভিডিও জুড়ে মা ও সন্তানের ভালোবাসা, টান এবং অনুভূতির কথা তুলে ধরেছেন বুবলী। এ সময় সন্তান বীরের জন্মের সময়কার এবং পরবর্তী সময়ের ছবি-ভিডিও দিয়েছেন নায়িকা।
এদিকে, ছেলের জন্মদিন উপলক্ষে শাকিব খান নিজের বাসায় দোয়া মাহফিল ও কোরআন খানির আয়োজন করেছিলেন। বুবলীর পোস্ট করা ছবিতে সেসব দেখা যায়। শুধু তাই না, শাকিব খানের মায়ের সঙ্গে অর্থাৎ দাদীর সঙ্গে কেক কাটেন বীর, পাশে ছিলেন বুবলী। হয়তো শাকিবও ছিলেন, কিন্তু বুবলীর ফ্রেমে আসেননি তিনি। আরেকটি ছবিতে দেখা যায়, শাকিবের গুলশানের বাসার বাবার চেয়ারে বসে আছেন শেহজাদ খান বীর। টেবিলে রাখা কেক।
অন্যদিকে বুবলীর বাসাতে আয়োজন করা হয় দোয়া অনুষ্ঠান। এছাড়াও খাওয়া-দাওয়ার আয়োজন। সেসব ছবিও প্রকাশ করেছেন নায়িকা।
ছবিগুলোর সঙ্গে ক্যাপশনে জুড়ে দিয়েছেন, আজকের (গতকাল বৃহস্পতিবার) বাপজানের জন্মদিনের ব্যস্ততায় সবচেয়ে মিষ্টি কিছু মুহূর্ত। আমি আপনাদের সবার কাছে অনেক বেশি কৃতজ্ঞ যেভাবে আপনারা শেহ্জাদকে ভালোবাসা দিয়ে সারাক্ষণ জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। অসংখ্য ধন্যবাদ। এভাবেই শেহজাদ বাবাকে সবসময় আপনাদের দোয়ায় রাখবেন।
অনেকেই এই ছবির নিচে শেহজাদ খান বীরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। একইসঙ্গে বুবলীকে শুভ কামনাও জানিয়েছেন। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে শাকিব খান লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার ছোট্ট রাজকুমার’।
আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে বুবলীর ‘দেওয়ালের দেশ’ ও ‘মায়া’ নামের দুটি সিনেমা। আর ঈদে মুক্তি পাবে শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাজকুমার’। যদিও শাকিবের সিনেমা নিয়ে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন বুবলী।