Dhaka মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ছেলেকে নিয়ে একসঙ্গে স্কুলে গেলেন শাকিব-বুবলী

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:২৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩
  • ২০০ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

শাকিব খানের ছেলে আব্রাম খান জয় স্কুলে অনেক আগেই যাওয়া শুরু করেছে। এখন সে বড় ক্লাসে। এবার শাকিব খান বুবলীর ছেলে শেহজাদ খান বীরও স্কুলে ভর্তি হয়েছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর অন্যতম ইংরেজি মাধ্যম ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় (আইএসডি) ভর্তি করানো হয়েছে বীরকে।

May be an image of 2 people, baby and people smiling

বিষয়টি শবনম ইয়াসমিন বুবলী নিজেই জানিয়েছেন। বীরের প্রথম দিনের স্কুলযাত্রার ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন। যেখানে শাকিব খান ও বুবলী বীরকে স্কুলে নিয়ে যাচ্ছেন এমন ছবি দেখা যাচ্ছে। শুধু তাই নয়, মা-বাবা দুজনকে এতই প্রাণোচ্ছ্ল দেখা যাচ্ছে যে মনে হচ্ছে না দুজনের মধ্যে এক অদৃশ্য সীমারেখা রয়েছে।

May be an image of 2 people, child, toy and text

বুবলী লিখেছেন, আজকের দিনটি আমার জন্য অনেক আবেগ, ভালোবাসা এবং মায়ার, কারণ আজ আমাদের শেহ্জাদ বাপজান এর স্কুল এর প্রথম দিন। এখনো মনে হয় এইতো সেদিন তুমি পৃথিবীতে এলে বাবা, হাটি হাটি পা পা করে আস্তে আস্তে বড় হচ্ছ, আজকে থেকে তুমি স্কুলে পড়ো, তোমার আবার একটি ক্লাস আইডি নম্বরও আছে। আলহামদুলিল্লাহ!

May be an image of 2 people, baby and people smiling

পুত্রের জন্য শুভকামনা ও সবার কাছে দোয়া চেয়ে বুবলী লিখেছেন, অনেক বড় হও বাবা, ভীষণ ভালোবাসি তোমাকে! সবাই আমার শেহজাদ বাবার জন্য দোয়া করবেন এবং আপনাদের ভালোবাসায় রাখবেন।

ছবিগুলো  দেখা যায়, পুত্রের সাদা পোশাকের সঙ্গে মিল রেখে শাকিব-বুবলীও সাদা রঙের পোশাক পরে স্কুলে গেছেন। জানা গেছে, আব্রাহাম খান জয় যে স্কুলে পড়ে, সেখানেই বীরকে ভর্তি করানো হয়েছে।

উল্লেখ্য, অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৮ সালে বুবলীকে বিয়ে করেন শাকিব খান। এরপর ২০২০ সালের মার্চে তাদের কোলজুড়ে আসে শেহজাদ খান বীর।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংসদ নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি হলে ব্যবস্থা নেবে দুদক : দুদক চেয়ারম্যান

ছেলেকে নিয়ে একসঙ্গে স্কুলে গেলেন শাকিব-বুবলী

প্রকাশের সময় : ০৩:২৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩

বিনোদন ডেস্ক : 

শাকিব খানের ছেলে আব্রাম খান জয় স্কুলে অনেক আগেই যাওয়া শুরু করেছে। এখন সে বড় ক্লাসে। এবার শাকিব খান বুবলীর ছেলে শেহজাদ খান বীরও স্কুলে ভর্তি হয়েছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর অন্যতম ইংরেজি মাধ্যম ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় (আইএসডি) ভর্তি করানো হয়েছে বীরকে।

May be an image of 2 people, baby and people smiling

বিষয়টি শবনম ইয়াসমিন বুবলী নিজেই জানিয়েছেন। বীরের প্রথম দিনের স্কুলযাত্রার ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন। যেখানে শাকিব খান ও বুবলী বীরকে স্কুলে নিয়ে যাচ্ছেন এমন ছবি দেখা যাচ্ছে। শুধু তাই নয়, মা-বাবা দুজনকে এতই প্রাণোচ্ছ্ল দেখা যাচ্ছে যে মনে হচ্ছে না দুজনের মধ্যে এক অদৃশ্য সীমারেখা রয়েছে।

May be an image of 2 people, child, toy and text

বুবলী লিখেছেন, আজকের দিনটি আমার জন্য অনেক আবেগ, ভালোবাসা এবং মায়ার, কারণ আজ আমাদের শেহ্জাদ বাপজান এর স্কুল এর প্রথম দিন। এখনো মনে হয় এইতো সেদিন তুমি পৃথিবীতে এলে বাবা, হাটি হাটি পা পা করে আস্তে আস্তে বড় হচ্ছ, আজকে থেকে তুমি স্কুলে পড়ো, তোমার আবার একটি ক্লাস আইডি নম্বরও আছে। আলহামদুলিল্লাহ!

May be an image of 2 people, baby and people smiling

পুত্রের জন্য শুভকামনা ও সবার কাছে দোয়া চেয়ে বুবলী লিখেছেন, অনেক বড় হও বাবা, ভীষণ ভালোবাসি তোমাকে! সবাই আমার শেহজাদ বাবার জন্য দোয়া করবেন এবং আপনাদের ভালোবাসায় রাখবেন।

ছবিগুলো  দেখা যায়, পুত্রের সাদা পোশাকের সঙ্গে মিল রেখে শাকিব-বুবলীও সাদা রঙের পোশাক পরে স্কুলে গেছেন। জানা গেছে, আব্রাহাম খান জয় যে স্কুলে পড়ে, সেখানেই বীরকে ভর্তি করানো হয়েছে।

উল্লেখ্য, অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৮ সালে বুবলীকে বিয়ে করেন শাকিব খান। এরপর ২০২০ সালের মার্চে তাদের কোলজুড়ে আসে শেহজাদ খান বীর।