নিজস্ব প্রতিবেদক :
ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, ছাত্র রাজনীতি বন্ধের নাটক বন্ধ করতে হবে। কোন ক্যাম্পাসে যাওয়াটা মৌলিক অধিকার। অনুমতি নেয়ার দরকার নেই। কোথাও ছাত্র রাজনীতি বন্ধের নিয়ম নেই। থাকলেও তা সংবিধান বিরোধী। বুয়েটে ছাত্র রাজনীতি চালু করতে হবে। ছাত্র সংসদ নিবাচন দিতে হবে। বুয়েটে ইতিয়াজ রাব্বির সিট ফিরিয়ে দিতে হবে।
রোববার (৩১ মার্চ) বুয়েটে ছাত্র রাজনীতি ফেরাতে শহিদ মিনারে ছাত্রলীগের সমাবেশে অংশ নিয়ে তিনি এই কথা বলেন।
তিনি বলেন, বুয়েটের আন্দোলন আমাদের নাড়িয়েছে, সেটাকে আমরাও ধারণ করি। তবে এটাকে পুঁজি করে হিজবুত তাহরির ও ছাত্র শিবির ছাত্র রাজনীতি নিষিদ্ধের যে নাটক করছে তার বিরুদ্ধেও আন্দোলন করতে হবে। এসব দল তাদের রাজনীতি চালিয়ে যাচ্ছে।
ছাত্রলীগের সভাপতি বুয়েটে চলমান ইস্যুতে বলেছেন, ‘বুয়েট কি পাকিস্তান? যে ভিসা পাসপোর্ট নিয়ে বুয়েটে প্রবেশ করতে হবে?’
সাদ্দাম হোসেন বলেন, এই যে অনুপ্রবেশের অভিযোগ তোলা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ প্রবেশ করে পথ দেখায়। অনুপ্রবেশ এর রাজনীতিতে বিশ্বাস করে না।
ঘটনার দিন বুয়েটে প্রবেশ করার ব্যাপারে তিনি বলেন, সেদিন ঝুম বৃষ্টির মধ্যে আমি বুয়েটে গিয়েছিলাম। শুধু তাই নয়, আমি প্রায়ই বুয়েটে যাই। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি হওয়ার পরও আমি বহুবার বুয়েটে গিয়েছি। আমি সেদিন কোন রাজনৈতিক অনুষ্ঠানে যাইনি। আমার বন্ধু-বান্ধব, ছোট ভাই ও স্বজনদের সাথে দেখা করতে গিয়েছি। হঠাৎ বৃষ্টি আসায় আমি ক্যাফেটেরিয়ার দিকে যাই। এটার জন্যে কি পারমিশন নিতে হবে। বুয়েট কি পাকিস্তান? যে ভিসা পাসপোর্ট নিয়ে বুয়েটে প্রবেশ করতে হবে? ছাত্রসমাজের কাছে প্রশ্ন রেখে গেলাম।’
প্রসঙ্গত, সম্প্রতি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) মধ্যরাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন প্রবেশ করায় এর প্রতিবাদ জানিয়ে ছয় দফা দাবিতে আন্দোলন করছে বুয়েট শিক্ষার্থীরা।
উল্লেখ্য, এ সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা-কর্মীদের সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, মহানগর উত্তর ও দক্ষিণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল এবং সরকারি ও বেসরকারি কলেজ শাখার নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।