Dhaka মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্র জনতার অভ্যুত্থানকে বিতর্কিত করার ষড়যন্ত্র চলছে : ফারুক

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানকে বিতর্কিত করার ষড়যন্ত্র চলছে। দেশে রাজনৈতিক সংকট সৃষ্টির চেষ্টা চলছে। অনতিবিলম্বে নির্বাচনী ম্যাপ দিলে অন্তর্র্বতী সরকারের উপর মানুষের আস্থা আরও বাড়বে।

রোববার (২২ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী তরুণ দলের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলেক্ষ্যে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পাহাড় অশান্ত করে বিগত সরকারের এজেন্ডা বাস্তবায়নের জন্য দেশে রাজনৈতিক সংকট সৃষ্টির চেষ্টা চলছে।

জয়নুল আবেদীন ফারুক বলেন, অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করতে আওয়ামী দোসররা নানাভাবে তৎপরতা চালাচ্ছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান তিনি। অন্তর্র্বতী সরকারকেও প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করা হচ্ছে বলে জানিয়ে দ্রুত নির্বাচনী রোড ম্যাপ দেয়ার আহ্বান জানান তিনি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ছাত্র জনতার অভ্যুত্থানকে বিতর্কিত করার ষড়যন্ত্র চলছে : ফারুক

প্রকাশের সময় : ০৪:০৪:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানকে বিতর্কিত করার ষড়যন্ত্র চলছে। দেশে রাজনৈতিক সংকট সৃষ্টির চেষ্টা চলছে। অনতিবিলম্বে নির্বাচনী ম্যাপ দিলে অন্তর্র্বতী সরকারের উপর মানুষের আস্থা আরও বাড়বে।

রোববার (২২ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী তরুণ দলের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলেক্ষ্যে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পাহাড় অশান্ত করে বিগত সরকারের এজেন্ডা বাস্তবায়নের জন্য দেশে রাজনৈতিক সংকট সৃষ্টির চেষ্টা চলছে।

জয়নুল আবেদীন ফারুক বলেন, অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করতে আওয়ামী দোসররা নানাভাবে তৎপরতা চালাচ্ছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান তিনি। অন্তর্র্বতী সরকারকেও প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করা হচ্ছে বলে জানিয়ে দ্রুত নির্বাচনী রোড ম্যাপ দেয়ার আহ্বান জানান তিনি।