Dhaka সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক : 

নাশকতার অভিযোগে রাজধানীর মতিঝিল থানায় মামলায় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লার এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৭ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন এ রিমান্ড মঞ্জুর করেন।

সোমবার (৭ আগস্ট) বিন ইয়ামিনকে কারাগার থেকে আদালতে হাজির করে রিমান্ড চায় পুলিশ। এ সময় রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করে আসামিপক্ষ। অন্যদিকে, রাষ্ট্রপক্ষ তার জামিনের বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত বিন ইয়ামিনের জামিন নামঞ্জুর করে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২ আগস্ট এ মামলায় বিন ইয়ামিনকে গ্রেপ্তার দেখানো এবং ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা, মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) খান মনিরুজ্জামান। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালত এ মামলায় ইয়ামিনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সেইসঙ্গে রিমান্ড শুনানির জন্য ৭ আগস্ট দিন ধার্য করেন।

তার আগে ১ আগস্ট দিবাগত রাতে গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের বাসায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। সেখান থেকে বিন ইয়ামিন মোল্লাকে তুলে নেওয়া হয় বলে অভিযোগ করেন নুর। পরের দিন ইয়ামিনকে গ্রেফতারের কথা জানায় ডিবি।

২০২১ সালে নাশকতার অভিযোগে রাজধানীর মতিঝিল থানায় মামলা হয়। এ মামলায় বিন ইয়ামিন এজাহারনামীয় আসামি ছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নৌকা তৈরিতেই ফিরছে আগৈলঝাড়ার অর্ধ শতাধিক পরিবারের সচ্ছলতা

ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন রিমান্ডে

প্রকাশের সময় : ০৭:৩৫:২২ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

নাশকতার অভিযোগে রাজধানীর মতিঝিল থানায় মামলায় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লার এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৭ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন এ রিমান্ড মঞ্জুর করেন।

সোমবার (৭ আগস্ট) বিন ইয়ামিনকে কারাগার থেকে আদালতে হাজির করে রিমান্ড চায় পুলিশ। এ সময় রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করে আসামিপক্ষ। অন্যদিকে, রাষ্ট্রপক্ষ তার জামিনের বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত বিন ইয়ামিনের জামিন নামঞ্জুর করে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২ আগস্ট এ মামলায় বিন ইয়ামিনকে গ্রেপ্তার দেখানো এবং ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা, মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) খান মনিরুজ্জামান। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালত এ মামলায় ইয়ামিনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সেইসঙ্গে রিমান্ড শুনানির জন্য ৭ আগস্ট দিন ধার্য করেন।

তার আগে ১ আগস্ট দিবাগত রাতে গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের বাসায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। সেখান থেকে বিন ইয়ামিন মোল্লাকে তুলে নেওয়া হয় বলে অভিযোগ করেন নুর। পরের দিন ইয়ামিনকে গ্রেফতারের কথা জানায় ডিবি।

২০২১ সালে নাশকতার অভিযোগে রাজধানীর মতিঝিল থানায় মামলা হয়। এ মামলায় বিন ইয়ামিন এজাহারনামীয় আসামি ছিলেন।