Dhaka রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ছয় বছরের নতুন চুক্তিতে বার্সায় থাকছেন ইয়ামাল

স্পোর্টস ডেস্ক : 

রিলিজ ক্লজ ১০০ কোটি ইউরো। আনসু ফাতি ক্লাব ছেড়ে গেল ১০ নম্বর জার্সি গায়ে চাপানোর সুযোগ। পারফরম্যান্স ভালো হলে ১৮ বছর বয়সেই সর্বোচ্চ পারিশ্রমিকের হাতছানি। এমন চোখধাঁধানো অনেক প্রণোদনা রাখা হয়েছে বার্সেলোনায় লামিনে ইয়ামালের নতুন চুক্তিতে।

১৭ বছর বয়সী বিস্ময়-বালকের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৬ সালে। তবে এই মৌসুমে তার যে পারফরম্যান্স, তাতে নতুন দীর্ঘমেয়াদি চুক্তি অবধারিতই ছিল। গত কয়েকদিন এটা নিয়ে অনেক আলোচনাও শোনা গেছে। অবশেষে মঙ্গলবার বার্সেলোনা জানায়, নতুন চুক্তি হয়ে গেছে।

তিনটি ঘরোয়া শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার পর বার্সেলোনার সঙ্গে ছয় বছরের নতুন চুক্তি করেছেন তিনি। ১৭ বছর বয়সী এই স্প্যানিশ উইঙ্গারের নতুন চুক্তি অনুযায়ী ২০৩১ সাল পর্যন্ত কাতালান ক্লাবেই থাকছেন তিনি।

অসাধারণ ফুটবল উপহার দিয়ে এই মৌসুমে ১৮টি গোল করেছেন ইয়ামাল, সহায়তা করেছেন ২৫ গোলে। লা লিগা ও কোপা দেল রে জয়ে রেখেছেন বড় অবদান। রবের্ত লেভানদোভস্কি ও রাফিনিয়ার সঙ্গে মিলে গড়ে তুলেছেন দুর্দান্ত এক আক্রমণভাগ, যা মৌসুমজুড়ে আতঙ্ক ছড়িয়েছে প্রতিপক্ষের রক্ষণে। প্রতিভা ও স্কিল দিয়ে চোখধাঁধিয়ে দিয়েছেন ফুটবলবিশ্বের। এই ১৭ বছর বয়সেই তাকে বিশ্বের সেরা ফুটবলার মনে করছেন অনেকে। এবার ব্যালন দ’র জয়ের লড়াইয়েও তিনি থাকবেন তীব্রভাবেই। এমন একজনকে তো ক্লাব ধরে রাখতে চাইবেই।

ক্লাবের ওয়েবসাইটে নতুন চুক্তির ঘোষণা দেওয়া হয়েছে। সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে ক্যাপশন দেওয়া হয়েছে ‘লেট’স ডান্স আনটিল ২০৩১।’ তবে প্রথাগতভাবে আনুষ্ঠানিক চুক্তির কোনো ছবি প্রকাশ করা হয়নি।

আগেই অবশ্য ধারণা করা হয়েছিল, আগামী ১৩ জুলাই তার ১৮ বছর পূর্তির দিনে চুক্তির আনুষ্ঠানিক রূপ দেখা প্রকাশ্য হতে পারে। তবে চুক্তি স্বাক্ষর হওয়ার পর স্থানীয় সংবাদমাধ্যমে আরেকটি ব্যাপারও উঠে এসেছে। ইয়ামালের দাদি এ দিন উপস্থিত থাকতে পারেননি বলে আনুষ্ঠানিক কোনো ছবি তোলা হয়নি। তরুণ এই তারকার কাছে দাদির অবস্থান অনেক উঁচুতে। ১৩ জুলাই দাদি উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে।

চুক্তির বিস্তারিত অনেক কিছুও স্বাভাবিকভাবেই প্রকাশ করা হয়নি এখনও। তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে এসেছে সংবাদমাধ্যমে। ব্যালন দ’র জিততে পারলে বিশেষ বোনাসের ব্যবস্থা আছে চুক্তিতে। এছাড়াও সুনির্দিষ্ট পারফরম্যান্সভিত্তিক কিছু বোনাসও আছে চুক্তিতে, যেগুলো পূরণ করতে পারলে এই বয়সেই তিনি হবেন ক্লাবের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার।

আনসু ফাতি যদি ক্লাব ছেড়ে যান, তাহলে ১০ নম্বর জার্সিও উঠবে ইয়ামালের গায়েই। ১০০ কোটি ইউরো রিলিজ ক্লজ রাখা হচ্ছে, এটা অবশ্য সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল আগেই। সব মিলিয়ে আরও অনেক আকর্ষণীয় ধারা আছে চুক্তিতে, যা সামনের কদিনে প্রকাশ হতে পারে একটু একটু করে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশে-অনলাইনে পরে থাকতে হবে : তারেককে ইঙ্গিত করে পাটওয়ারী

ছয় বছরের নতুন চুক্তিতে বার্সায় থাকছেন ইয়ামাল

প্রকাশের সময় : ১২:৫২:০৭ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

স্পোর্টস ডেস্ক : 

রিলিজ ক্লজ ১০০ কোটি ইউরো। আনসু ফাতি ক্লাব ছেড়ে গেল ১০ নম্বর জার্সি গায়ে চাপানোর সুযোগ। পারফরম্যান্স ভালো হলে ১৮ বছর বয়সেই সর্বোচ্চ পারিশ্রমিকের হাতছানি। এমন চোখধাঁধানো অনেক প্রণোদনা রাখা হয়েছে বার্সেলোনায় লামিনে ইয়ামালের নতুন চুক্তিতে।

১৭ বছর বয়সী বিস্ময়-বালকের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৬ সালে। তবে এই মৌসুমে তার যে পারফরম্যান্স, তাতে নতুন দীর্ঘমেয়াদি চুক্তি অবধারিতই ছিল। গত কয়েকদিন এটা নিয়ে অনেক আলোচনাও শোনা গেছে। অবশেষে মঙ্গলবার বার্সেলোনা জানায়, নতুন চুক্তি হয়ে গেছে।

তিনটি ঘরোয়া শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার পর বার্সেলোনার সঙ্গে ছয় বছরের নতুন চুক্তি করেছেন তিনি। ১৭ বছর বয়সী এই স্প্যানিশ উইঙ্গারের নতুন চুক্তি অনুযায়ী ২০৩১ সাল পর্যন্ত কাতালান ক্লাবেই থাকছেন তিনি।

অসাধারণ ফুটবল উপহার দিয়ে এই মৌসুমে ১৮টি গোল করেছেন ইয়ামাল, সহায়তা করেছেন ২৫ গোলে। লা লিগা ও কোপা দেল রে জয়ে রেখেছেন বড় অবদান। রবের্ত লেভানদোভস্কি ও রাফিনিয়ার সঙ্গে মিলে গড়ে তুলেছেন দুর্দান্ত এক আক্রমণভাগ, যা মৌসুমজুড়ে আতঙ্ক ছড়িয়েছে প্রতিপক্ষের রক্ষণে। প্রতিভা ও স্কিল দিয়ে চোখধাঁধিয়ে দিয়েছেন ফুটবলবিশ্বের। এই ১৭ বছর বয়সেই তাকে বিশ্বের সেরা ফুটবলার মনে করছেন অনেকে। এবার ব্যালন দ’র জয়ের লড়াইয়েও তিনি থাকবেন তীব্রভাবেই। এমন একজনকে তো ক্লাব ধরে রাখতে চাইবেই।

ক্লাবের ওয়েবসাইটে নতুন চুক্তির ঘোষণা দেওয়া হয়েছে। সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে ক্যাপশন দেওয়া হয়েছে ‘লেট’স ডান্স আনটিল ২০৩১।’ তবে প্রথাগতভাবে আনুষ্ঠানিক চুক্তির কোনো ছবি প্রকাশ করা হয়নি।

আগেই অবশ্য ধারণা করা হয়েছিল, আগামী ১৩ জুলাই তার ১৮ বছর পূর্তির দিনে চুক্তির আনুষ্ঠানিক রূপ দেখা প্রকাশ্য হতে পারে। তবে চুক্তি স্বাক্ষর হওয়ার পর স্থানীয় সংবাদমাধ্যমে আরেকটি ব্যাপারও উঠে এসেছে। ইয়ামালের দাদি এ দিন উপস্থিত থাকতে পারেননি বলে আনুষ্ঠানিক কোনো ছবি তোলা হয়নি। তরুণ এই তারকার কাছে দাদির অবস্থান অনেক উঁচুতে। ১৩ জুলাই দাদি উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে।

চুক্তির বিস্তারিত অনেক কিছুও স্বাভাবিকভাবেই প্রকাশ করা হয়নি এখনও। তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে এসেছে সংবাদমাধ্যমে। ব্যালন দ’র জিততে পারলে বিশেষ বোনাসের ব্যবস্থা আছে চুক্তিতে। এছাড়াও সুনির্দিষ্ট পারফরম্যান্সভিত্তিক কিছু বোনাসও আছে চুক্তিতে, যেগুলো পূরণ করতে পারলে এই বয়সেই তিনি হবেন ক্লাবের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার।

আনসু ফাতি যদি ক্লাব ছেড়ে যান, তাহলে ১০ নম্বর জার্সিও উঠবে ইয়ামালের গায়েই। ১০০ কোটি ইউরো রিলিজ ক্লজ রাখা হচ্ছে, এটা অবশ্য সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল আগেই। সব মিলিয়ে আরও অনেক আকর্ষণীয় ধারা আছে চুক্তিতে, যা সামনের কদিনে প্রকাশ হতে পারে একটু একটু করে।