Dhaka বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ছক দ্য মেজ-এ ভিন্ন রুপে আসছেন তাহসান

ভিন্ন রুপে তাহসান

‘ছক-দ্য মেজ’ নামের একটি ওয়েব ফিল্মে কাজ করেছেন তাহসান। এটি পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। ছবিটিতে প্রথম জুটি হয়ে অভিনয় করেছেন তাহসান খান ও অর্চিতা স্পর্শিয়া। সম্প্রতি এর পোস্টার প্রকাশ করেছেন পরিচালক।

নাটক, টেলিছবি কিংবা সিনেমা, প্রতিটি ক্ষেত্রেই তাহসানকে দেখা গেছে রোমান্টিক ব্যক্তিত্ববান পুরুষের চরিত্রে। এমন ইমেজে দারুণভাবে তার ভক্তরা গ্রহণও করেছেন তাকে। এবার এই অভিনেতা ও গায়ক একেবারেই নতুন রূপে হাজির হচ্ছেন। আর তার ইঙ্গিতই মিলেছে সমপ্রতিপোস্টারেই চমক তৈরি করেছে ছবিটি।

ছক দ্য মেজ-এ ভিন্ন রুপে আসছেন তাহসান
তাহসানের নায়িকা

বিশেষ করে তাহসানের লুক দেখে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছেন, এ কোন তাহসান! থ্রিলারধর্মী গল্প নিয়ে নির্মিত এ ওয়েব ফিল্মের পোস্টারে দেখা গেছে পিস্তল হাতে মুচকি হাসি দিয়ে সোফায় বসে আছেন তাহসান।

অন্যরকম ছক আঁকার পরিকল্পনা যেন ঘুরপাক খাচ্ছে তার মাথায়। তার সামনে শাড়ি পরে দাঁড়িয়ে স্পর্শিয়া। তার কোমরে রয়েছে পিস্তল।

তাহসান জানান, ‘ছক’ ওয়েব ফিল্মে অন্য এক তাহসানকে সবাই আবিষ্কার করতে পারবেন। তার ইঙ্গিত নিশ্চয়ই পোস্টারে মিলেছে। তবে এর বেশি বলতে চাই না।

শিগগিরই ওটিটি প্ল্যাটফরমে মুক্তি পাবে ‘ছক-দ্য মেজ’ সিনেমাটি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০

ছক দ্য মেজ-এ ভিন্ন রুপে আসছেন তাহসান

প্রকাশের সময় : ০৬:১১:১১ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১

‘ছক-দ্য মেজ’ নামের একটি ওয়েব ফিল্মে কাজ করেছেন তাহসান। এটি পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। ছবিটিতে প্রথম জুটি হয়ে অভিনয় করেছেন তাহসান খান ও অর্চিতা স্পর্শিয়া। সম্প্রতি এর পোস্টার প্রকাশ করেছেন পরিচালক।

নাটক, টেলিছবি কিংবা সিনেমা, প্রতিটি ক্ষেত্রেই তাহসানকে দেখা গেছে রোমান্টিক ব্যক্তিত্ববান পুরুষের চরিত্রে। এমন ইমেজে দারুণভাবে তার ভক্তরা গ্রহণও করেছেন তাকে। এবার এই অভিনেতা ও গায়ক একেবারেই নতুন রূপে হাজির হচ্ছেন। আর তার ইঙ্গিতই মিলেছে সমপ্রতিপোস্টারেই চমক তৈরি করেছে ছবিটি।

ছক দ্য মেজ-এ ভিন্ন রুপে আসছেন তাহসান
তাহসানের নায়িকা

বিশেষ করে তাহসানের লুক দেখে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছেন, এ কোন তাহসান! থ্রিলারধর্মী গল্প নিয়ে নির্মিত এ ওয়েব ফিল্মের পোস্টারে দেখা গেছে পিস্তল হাতে মুচকি হাসি দিয়ে সোফায় বসে আছেন তাহসান।

অন্যরকম ছক আঁকার পরিকল্পনা যেন ঘুরপাক খাচ্ছে তার মাথায়। তার সামনে শাড়ি পরে দাঁড়িয়ে স্পর্শিয়া। তার কোমরে রয়েছে পিস্তল।

তাহসান জানান, ‘ছক’ ওয়েব ফিল্মে অন্য এক তাহসানকে সবাই আবিষ্কার করতে পারবেন। তার ইঙ্গিত নিশ্চয়ই পোস্টারে মিলেছে। তবে এর বেশি বলতে চাই না।

শিগগিরই ওটিটি প্ল্যাটফরমে মুক্তি পাবে ‘ছক-দ্য মেজ’ সিনেমাটি।