Dhaka বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে মার্শকে পাচ্ছে না অস্ট্রেলিয়া

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:১৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
  • ২০৯ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

পাকিস্তানের আয়োজনে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফির আগে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। পিঠের ইনজুরির কারণে টুর্নামেন্ট পাচ্ছে না অলরাউন্ডার মিচেল মার্শ।

শুক্রবার (৩১ জানুয়ারি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, পিঠের নিচের দিকের ব্যথা ও শারীরিক ত্রুটির কারণে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছেন মিচেল মার্শ। পুনর্বাসন পরিকল্পনা মতো না হওয়ার কারণে জাতীয় নির্বাচক প্যানেল এবং অস্ট্রেলিয়ার পুরুষ দল মার্শকে টুর্নামেন্ট থেকে সরিয়ে নিয়েছে।

সাম্প্রতিক সময়গুলো খুব একটা ভালো কাটেনি মার্শের। ঘরের মাঠে ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ৭ ইনিংস খেলে মাত্র ৭৩ রান করেছেন তিনি। বল হাতেও তেমন ভূমিকা রাখতে পারেননি তিনি। শেষমেশ ভারতের বিপক্ষে শেষ টেস্টে মার্শের জায়গায় সুযোগ দেওয়া হয় বিউ ওয়েবস্টারকে।

লাল বলে অধারাবাহিক সময় কাটিয়ে গত ৭ জানুয়ারি অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশের একটি ম্যাচ খেলেছিলেন মার্শ। তবে বাকি তিন ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হয় যাতে তিনি চ্যাম্পিয়নস ট্রফিতে সতেজ থাকেন। তাতেও কোনে ফল এল না।

এদিকে, মার্শ ছিটকে যাওয়ায় দলে সুযোগ পেতে পারেন জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক। যদিও পাকিস্তানের বিপক্ষে সিরিজ ব্যর্থ ছিলেন তিনি। আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত যেকোনো কারণে স্কোয়াড পরিবর্তনের সুযোগ রয়েছে দলগুলোর।

আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়া তাদের গ্রুপ পর্বের ম্যাচ খেলবে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের বিপক্ষে। অজিরা টুর্নামেন্ট শুরু করবে ২২ ফেব্রুয়ারি লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে।

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অস্ট্রেলিয়ার দল:

প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, অ্যারন হার্ডি, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টোইনিস ও অ্যাডাম জাম্পা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চ্যাম্পিয়ন্স ট্রফিতে মার্শকে পাচ্ছে না অস্ট্রেলিয়া

প্রকাশের সময় : ০৩:১৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫

স্পোর্টস ডেস্ক : 

পাকিস্তানের আয়োজনে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফির আগে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। পিঠের ইনজুরির কারণে টুর্নামেন্ট পাচ্ছে না অলরাউন্ডার মিচেল মার্শ।

শুক্রবার (৩১ জানুয়ারি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, পিঠের নিচের দিকের ব্যথা ও শারীরিক ত্রুটির কারণে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছেন মিচেল মার্শ। পুনর্বাসন পরিকল্পনা মতো না হওয়ার কারণে জাতীয় নির্বাচক প্যানেল এবং অস্ট্রেলিয়ার পুরুষ দল মার্শকে টুর্নামেন্ট থেকে সরিয়ে নিয়েছে।

সাম্প্রতিক সময়গুলো খুব একটা ভালো কাটেনি মার্শের। ঘরের মাঠে ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ৭ ইনিংস খেলে মাত্র ৭৩ রান করেছেন তিনি। বল হাতেও তেমন ভূমিকা রাখতে পারেননি তিনি। শেষমেশ ভারতের বিপক্ষে শেষ টেস্টে মার্শের জায়গায় সুযোগ দেওয়া হয় বিউ ওয়েবস্টারকে।

লাল বলে অধারাবাহিক সময় কাটিয়ে গত ৭ জানুয়ারি অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশের একটি ম্যাচ খেলেছিলেন মার্শ। তবে বাকি তিন ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হয় যাতে তিনি চ্যাম্পিয়নস ট্রফিতে সতেজ থাকেন। তাতেও কোনে ফল এল না।

এদিকে, মার্শ ছিটকে যাওয়ায় দলে সুযোগ পেতে পারেন জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক। যদিও পাকিস্তানের বিপক্ষে সিরিজ ব্যর্থ ছিলেন তিনি। আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত যেকোনো কারণে স্কোয়াড পরিবর্তনের সুযোগ রয়েছে দলগুলোর।

আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়া তাদের গ্রুপ পর্বের ম্যাচ খেলবে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের বিপক্ষে। অজিরা টুর্নামেন্ট শুরু করবে ২২ ফেব্রুয়ারি লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে।

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অস্ট্রেলিয়ার দল:

প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, অ্যারন হার্ডি, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টোইনিস ও অ্যাডাম জাম্পা।