Dhaka বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

চোট কাটিয়ে নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলে ফিরলেন উইলিয়ামসন

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:৩৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩
  • ২০০ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

চলতি বছর ভারতের মাটিতে বসতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। এদিকে বিশ্বকাপের আগে আইপিএল খেলতে যেয়ে চোটে পরে নিউজিল্যান্ডের তারকা ব্যাটার কেন উইলিয়ামসন। ফলে ২০১৯ বিশ্বকাপে কিইউদের রানার্সআপ করার অন্যতম এই কারিগর এবারের আসরে খেলতে পারবেন কিনা সেটা নিয়ে ছিলো ধোয়াশা। তবে ব্ল্যাক ক্যাপসদের পরপর দুটি বিশ্বকাপের ফাইনালে তোলা উইলিয়ামসন শঙ্কা কাটিয়ে ফিরলেন কিউই শিবিরে।

গত সপ্তাহে এক বিবৃতিতে স্টেড জানিয়েছিল দুই সপ্তাহের মধ্যে জানা যাবে উইলিয়ামসনের বিশ্বকাপ খেলা না খেলার বিষয়টি। বেঁধে দেওয়া দুই সপ্তাহের মধ্যেই সুখবর দিয়ে নতুন করে এক বিবৃতিতে কিউই সমর্থকদের সুখবর দিয়ে স্টেড বলেন, উইলিয়ামসন পুনর্বাসনের জন্য নিজের সর্বোচ্চ উৎসর্গ করেছে। এবং তার চারপাশের বিশেষজ্ঞদের একটি শক্তিশালী দল দ্বারা সমর্থিত হয়েছে। সর্বোচ্চ স্তরে ক্রিকেট খেলায় ফিরে আসার চেষ্টায় তিনি কোনো ছাড় দেননি। বিশ্বকাপের ১৫ সদস্যের দলে তাকে বাছাই করতে পেরে আমরা আনন্দিত।

তবে সম্পূর্ণ ফিট হতে তাড়াহুড়ো করেননি উইলিয়ামস। এর আগে স্টেড জানিয়েছিলেন লম্বা সময়ের জন্য উইলিয়ামসনকে চান তিনি। সেটি স্মরণ করিয়ে দেন আবারও, শেষ কয়েকদিন সে তার পুনরুদ্ধারের বিষয়ে মনোযোগী ছিল। সে কোনো তাড়াহুড়ো করেননি। আমি আগেও বলেছি, তাকে লম্বা সময়ের জন্য দলে চাই।

এদিকে বিশ্বকাপ খেলতে পেরে আনন্দিত কেন উইলিয়ামসন নিজেও। এই দিয়ে চারটি ওয়ানডে বিশ্বকাপে খেলবেন উইলিয়ামসন। অবিশ্বাস্য কামব্যাকের গল্প শুনিয়ে উইলিয়ামসন বলেন, পুরো সময়ে আমি প্রক্রিয়ার মধ্যে ছিলাম। আমি কবে ক্রিকেটে ফিরতে পারব বা কত তারিখে মাঠে নামব এ বিষয়ে না ভেবে সবসময় নিজেকে শান্ত রেখেছি। দলে নির্বাচিত হয়ে নিজের মধ্যে তেমন পরিবর্তন আনতে চাই না, আমি জানি এখনও অনেক কাজ বাকি। দলের হয়ে মাঠে ফেরার জন্য ধাপে ধাপে লক্ষ্য পূরণ করতে চাই।

জানা গেছে, আগামী ১১ সেপ্টেম্বর ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করবে নিউজিল্যান্ড ক্রিকেট দল।

উল্লেখ্য, আইপিএলের গত আসরে গুজরাট টাইটান্সের হয়ে খেলেছিলেন উইলিয়ামসন। তবে উদ্বোধনী ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে ছিটকে যান টুর্নামেন্ট থেকেই। এরপর নিউজিল্যান্ডে ফিরে অস্ত্রোপচার করান তিনি।

 

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

জাকসু নির্বাচনের দায়িত্ব ছাড়লেন বিএনপিপন্থি ৩ শিক্ষক

চোট কাটিয়ে নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলে ফিরলেন উইলিয়ামসন

প্রকাশের সময় : ১২:৩৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

চলতি বছর ভারতের মাটিতে বসতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। এদিকে বিশ্বকাপের আগে আইপিএল খেলতে যেয়ে চোটে পরে নিউজিল্যান্ডের তারকা ব্যাটার কেন উইলিয়ামসন। ফলে ২০১৯ বিশ্বকাপে কিইউদের রানার্সআপ করার অন্যতম এই কারিগর এবারের আসরে খেলতে পারবেন কিনা সেটা নিয়ে ছিলো ধোয়াশা। তবে ব্ল্যাক ক্যাপসদের পরপর দুটি বিশ্বকাপের ফাইনালে তোলা উইলিয়ামসন শঙ্কা কাটিয়ে ফিরলেন কিউই শিবিরে।

গত সপ্তাহে এক বিবৃতিতে স্টেড জানিয়েছিল দুই সপ্তাহের মধ্যে জানা যাবে উইলিয়ামসনের বিশ্বকাপ খেলা না খেলার বিষয়টি। বেঁধে দেওয়া দুই সপ্তাহের মধ্যেই সুখবর দিয়ে নতুন করে এক বিবৃতিতে কিউই সমর্থকদের সুখবর দিয়ে স্টেড বলেন, উইলিয়ামসন পুনর্বাসনের জন্য নিজের সর্বোচ্চ উৎসর্গ করেছে। এবং তার চারপাশের বিশেষজ্ঞদের একটি শক্তিশালী দল দ্বারা সমর্থিত হয়েছে। সর্বোচ্চ স্তরে ক্রিকেট খেলায় ফিরে আসার চেষ্টায় তিনি কোনো ছাড় দেননি। বিশ্বকাপের ১৫ সদস্যের দলে তাকে বাছাই করতে পেরে আমরা আনন্দিত।

তবে সম্পূর্ণ ফিট হতে তাড়াহুড়ো করেননি উইলিয়ামস। এর আগে স্টেড জানিয়েছিলেন লম্বা সময়ের জন্য উইলিয়ামসনকে চান তিনি। সেটি স্মরণ করিয়ে দেন আবারও, শেষ কয়েকদিন সে তার পুনরুদ্ধারের বিষয়ে মনোযোগী ছিল। সে কোনো তাড়াহুড়ো করেননি। আমি আগেও বলেছি, তাকে লম্বা সময়ের জন্য দলে চাই।

এদিকে বিশ্বকাপ খেলতে পেরে আনন্দিত কেন উইলিয়ামসন নিজেও। এই দিয়ে চারটি ওয়ানডে বিশ্বকাপে খেলবেন উইলিয়ামসন। অবিশ্বাস্য কামব্যাকের গল্প শুনিয়ে উইলিয়ামসন বলেন, পুরো সময়ে আমি প্রক্রিয়ার মধ্যে ছিলাম। আমি কবে ক্রিকেটে ফিরতে পারব বা কত তারিখে মাঠে নামব এ বিষয়ে না ভেবে সবসময় নিজেকে শান্ত রেখেছি। দলে নির্বাচিত হয়ে নিজের মধ্যে তেমন পরিবর্তন আনতে চাই না, আমি জানি এখনও অনেক কাজ বাকি। দলের হয়ে মাঠে ফেরার জন্য ধাপে ধাপে লক্ষ্য পূরণ করতে চাই।

জানা গেছে, আগামী ১১ সেপ্টেম্বর ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করবে নিউজিল্যান্ড ক্রিকেট দল।

উল্লেখ্য, আইপিএলের গত আসরে গুজরাট টাইটান্সের হয়ে খেলেছিলেন উইলিয়ামসন। তবে উদ্বোধনী ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে ছিটকে যান টুর্নামেন্ট থেকেই। এরপর নিউজিল্যান্ডে ফিরে অস্ত্রোপচার করান তিনি।