Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

চোখের চিকিৎসা করাতে লন্ডন যাচ্ছেন সাকিব

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:১৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪
  • ১৯৩ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

সাকিব আল হাসান ফের চোখের সমস্যায় আক্রান্ত। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর আগে রংপুর রাইডার্সের হয়ে ব্যাটিং অনুশীলনে চোখে চশমা নিয়ে সাকিব উপস্থিত হয়েছেন। রোববার (১৪ জানুয়ারি) চোখের চিকিৎসক দেখাতে লন্ডন যাচ্ছেন তিনি। তবে বিপিএল শুরুর আগেই তার ফিরে আসার কথা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। চোখের সমস্যার কারণে বিশ্বকাপ চলাকালীন ভারতে দু’বার চিকিৎসা করিয়েছিলেন। বিপিএলের প্রস্তুতি সমস্যা দেখা দেওয়াতে এবার লন্ডনে বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে যাচ্ছেন সাকিব।

গত ওয়ানডে বিশ্বকাপের সময় থেকেই চোখের রেটিনার সমস্যায় ভুগছিলেন বাংলাদেশ অধিনায়ক। মাঝে কিছুটা সুস্থ হলেও, বিপিএল শুরুর আগে আবারও সমস্যায় পড়লেন।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি সাকিবের চোখের সমস্যার কথা একটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, সাকিবের মানসিক চাপের কারণেই মূলত এমন সমস্যা। নির্বাচনের আগে এই তথ্য সাকিবও অবশ্য জানিয়েছিলেন।

এরই মধ্যে ঢাকায় দুজন বিশেষজ্ঞ দেখিয়েছেন সাকিব। চিকিৎসাও চলছে তার। তবে তাতে খুব বেশি আশার আলো নেই। এজন্য দেশের বাইরে যেতে হচ্ছে সাকিবকে।

এবারের বিপিএলে রংপুর রাইডার্সের মাঠ মাতাবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এর আগে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজে সাকিব জানিয়েছিল, স্নায়ুচাপের কারণে চোখের রেটিনার সমস্যা হচ্ছিল সাকিবের।

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

ফরিদপুর-বরিশাল মহাসড়ক চার লেন দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন 

চোখের চিকিৎসা করাতে লন্ডন যাচ্ছেন সাকিব

প্রকাশের সময় : ০৯:১৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

সাকিব আল হাসান ফের চোখের সমস্যায় আক্রান্ত। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর আগে রংপুর রাইডার্সের হয়ে ব্যাটিং অনুশীলনে চোখে চশমা নিয়ে সাকিব উপস্থিত হয়েছেন। রোববার (১৪ জানুয়ারি) চোখের চিকিৎসক দেখাতে লন্ডন যাচ্ছেন তিনি। তবে বিপিএল শুরুর আগেই তার ফিরে আসার কথা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। চোখের সমস্যার কারণে বিশ্বকাপ চলাকালীন ভারতে দু’বার চিকিৎসা করিয়েছিলেন। বিপিএলের প্রস্তুতি সমস্যা দেখা দেওয়াতে এবার লন্ডনে বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে যাচ্ছেন সাকিব।

গত ওয়ানডে বিশ্বকাপের সময় থেকেই চোখের রেটিনার সমস্যায় ভুগছিলেন বাংলাদেশ অধিনায়ক। মাঝে কিছুটা সুস্থ হলেও, বিপিএল শুরুর আগে আবারও সমস্যায় পড়লেন।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি সাকিবের চোখের সমস্যার কথা একটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, সাকিবের মানসিক চাপের কারণেই মূলত এমন সমস্যা। নির্বাচনের আগে এই তথ্য সাকিবও অবশ্য জানিয়েছিলেন।

এরই মধ্যে ঢাকায় দুজন বিশেষজ্ঞ দেখিয়েছেন সাকিব। চিকিৎসাও চলছে তার। তবে তাতে খুব বেশি আশার আলো নেই। এজন্য দেশের বাইরে যেতে হচ্ছে সাকিবকে।

এবারের বিপিএলে রংপুর রাইডার্সের মাঠ মাতাবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এর আগে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজে সাকিব জানিয়েছিল, স্নায়ুচাপের কারণে চোখের রেটিনার সমস্যা হচ্ছিল সাকিবের।