Dhaka শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

চেলসিকে হারিয়ে শিরোপা উদযাপন সিটির

স্পোর্টস ডেস্ক : 

শনিবার (২০ মে) রাতে নটিংহ্যাম ফরেস্টের কাছে আর্সেনালের হারের পরই ম্যানচেস্টার সিটির ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয় নিশ্চিত হয়েছিল। গত ছয় মৌসুমে এটি সিটির পঞ্চম লিগ শিরোপা। ট্রেবলের দৌড়ে থাকা সিটির এটা মৌসুমের প্রথম শিরোপা। এখন এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জিতলে ইতিহাস গড়বে পেপ গার্দিওলার দল।

একদিন আগে চ্যাম্পিয়ন হলেও সিটি তাদের শিরোপা উদযাপন করেছে রোববার (২১ মে) রাতে। চেলসিকে ১-০ গোলে হারিয়ে টানা তৃতীয় ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের পরের মুহূতটা স্মরণীয় করে রাখলো পেপ গার্দিওলার দল। স্প্যানিশ এই কোচের অধীনে টানা তিন ও ছয় বছরে পাঁচবার লিগে চ্যাম্পিয়ন হয় ম্যানচেস্টারের দলটি।

ইতিহাদের ঘরের মাঠে শুরু থেকেই ফুরফুরে ছিল চ্যাম্পিয়ন সিটি। শিরোপা নিশ্চিত করায় চেলসির বিপক্ষে দ্বিতীয় সারির দল নামিয়েছেন গার্দিওলা। শুরুর একাদশে ছিলেন না গোল মেশিন আর্লিং হল্যান্ড। দ্বাদশ মিনিটে গোল পেয়ে যায় সিটি। ২১ বছর বয়সী মিডফিল্ডার কোল পালমারের দারুণ পাস ধরে বক্সে ঢুকে কোনাকুনি শটে দলকে এগিয়ে নেন আলভারেস। সিটির জার্সিতে অভিষেক মৌসুমে প্রিমিয়ার লিগে এই নিয়ে ৯ গোল করলেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন স্ট্রাইকার।

দুই মিনিট পর ব্যবধান আরও বাড়াতে পারত সিটি। ফিল ফোডেনের পাস থেকে বল নিয়ে বক্সে পাঠান পালমার। সেখান থেকে আলভারেসের শট অবশ্য ঠেকিয়ে দেয় চেলসি ডিফেন্ডার। ৩১তম মিনিটে সুযোগ পায় চেলসি। বক্সে স্টার্লিংকে খুঁজে নেন এনসো ফের্নান্দেস। ভলিতে বল জালে পাঠানোর চেষ্টা করে ব্যর্থ হন চেলসি ফরোয়ার্ড।

বিরতির পর আগের মতোই খেলতে থাকে সিটি। ৫৮তম মিনিটে মাহরেজের ফ্রিকিক থেকে হেড নেন ফিলিপস। তবে বল বারে লেগে ফিরে আসে। ৭১তম মিনিটে মাহরেজ বল টেনে নিয়ে পাস দেন আলভারেসকে। সুযোগ পেয়ে জাল খুঁজে নিতে ভুলেননি আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। তবে ভিএআর দেখে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। শেষদিকে আরও কয়েকটি আক্রমণ করে সিটি। তবে আর গোল হয়নি; জয় নিয়ে মাঠ ছাড়ে গার্দিওলার শিষ্যরা।

পুরো ম্যাচই ছিল উৎসবে মুখর। আগেই শিরোপা জেতায় ম্যাচের শুরুতে সিটিকে ‘গার্ড অব অনার’ দেয় চেলসি। আর শেষ বাঁশি বাজার পর তো হাজারখানিক দর্শকের উপচে পড়া ভিড়। সবারই লক্ষ্য শিরোপা উৎসবে শামিল হওয়া।

এই জয়ের পর ৩৬ ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে সিটি। এক ম্যাচ বেশি খেলা আর্সেনাল ৮১ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে। ৩৬ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে চেলসি আছে ১২ নম্বরে। ক্লাবটির সব মনোযোগ এখন জুনের দুটি ফাইনালে। আগামী ৩ জুন এফএ কাপের শিরোপা লড়াইয়ে তারা নামবে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। এরপর ১০ জুন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তাদের প্রতিপক্ষ ইন্টার মিলান।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সুনামগঞ্জে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

চেলসিকে হারিয়ে শিরোপা উদযাপন সিটির

প্রকাশের সময় : ০১:০২:৫২ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

শনিবার (২০ মে) রাতে নটিংহ্যাম ফরেস্টের কাছে আর্সেনালের হারের পরই ম্যানচেস্টার সিটির ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয় নিশ্চিত হয়েছিল। গত ছয় মৌসুমে এটি সিটির পঞ্চম লিগ শিরোপা। ট্রেবলের দৌড়ে থাকা সিটির এটা মৌসুমের প্রথম শিরোপা। এখন এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জিতলে ইতিহাস গড়বে পেপ গার্দিওলার দল।

একদিন আগে চ্যাম্পিয়ন হলেও সিটি তাদের শিরোপা উদযাপন করেছে রোববার (২১ মে) রাতে। চেলসিকে ১-০ গোলে হারিয়ে টানা তৃতীয় ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের পরের মুহূতটা স্মরণীয় করে রাখলো পেপ গার্দিওলার দল। স্প্যানিশ এই কোচের অধীনে টানা তিন ও ছয় বছরে পাঁচবার লিগে চ্যাম্পিয়ন হয় ম্যানচেস্টারের দলটি।

ইতিহাদের ঘরের মাঠে শুরু থেকেই ফুরফুরে ছিল চ্যাম্পিয়ন সিটি। শিরোপা নিশ্চিত করায় চেলসির বিপক্ষে দ্বিতীয় সারির দল নামিয়েছেন গার্দিওলা। শুরুর একাদশে ছিলেন না গোল মেশিন আর্লিং হল্যান্ড। দ্বাদশ মিনিটে গোল পেয়ে যায় সিটি। ২১ বছর বয়সী মিডফিল্ডার কোল পালমারের দারুণ পাস ধরে বক্সে ঢুকে কোনাকুনি শটে দলকে এগিয়ে নেন আলভারেস। সিটির জার্সিতে অভিষেক মৌসুমে প্রিমিয়ার লিগে এই নিয়ে ৯ গোল করলেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন স্ট্রাইকার।

দুই মিনিট পর ব্যবধান আরও বাড়াতে পারত সিটি। ফিল ফোডেনের পাস থেকে বল নিয়ে বক্সে পাঠান পালমার। সেখান থেকে আলভারেসের শট অবশ্য ঠেকিয়ে দেয় চেলসি ডিফেন্ডার। ৩১তম মিনিটে সুযোগ পায় চেলসি। বক্সে স্টার্লিংকে খুঁজে নেন এনসো ফের্নান্দেস। ভলিতে বল জালে পাঠানোর চেষ্টা করে ব্যর্থ হন চেলসি ফরোয়ার্ড।

বিরতির পর আগের মতোই খেলতে থাকে সিটি। ৫৮তম মিনিটে মাহরেজের ফ্রিকিক থেকে হেড নেন ফিলিপস। তবে বল বারে লেগে ফিরে আসে। ৭১তম মিনিটে মাহরেজ বল টেনে নিয়ে পাস দেন আলভারেসকে। সুযোগ পেয়ে জাল খুঁজে নিতে ভুলেননি আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। তবে ভিএআর দেখে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। শেষদিকে আরও কয়েকটি আক্রমণ করে সিটি। তবে আর গোল হয়নি; জয় নিয়ে মাঠ ছাড়ে গার্দিওলার শিষ্যরা।

পুরো ম্যাচই ছিল উৎসবে মুখর। আগেই শিরোপা জেতায় ম্যাচের শুরুতে সিটিকে ‘গার্ড অব অনার’ দেয় চেলসি। আর শেষ বাঁশি বাজার পর তো হাজারখানিক দর্শকের উপচে পড়া ভিড়। সবারই লক্ষ্য শিরোপা উৎসবে শামিল হওয়া।

এই জয়ের পর ৩৬ ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে সিটি। এক ম্যাচ বেশি খেলা আর্সেনাল ৮১ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে। ৩৬ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে চেলসি আছে ১২ নম্বরে। ক্লাবটির সব মনোযোগ এখন জুনের দুটি ফাইনালে। আগামী ৩ জুন এফএ কাপের শিরোপা লড়াইয়ে তারা নামবে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। এরপর ১০ জুন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তাদের প্রতিপক্ষ ইন্টার মিলান।