স্পোর্টস ডেস্ক :
আইপিএল শুরুর আগেই বদলে গেল চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। মহেন্দ্র সিংহ ধোনি এ বার আর অধিনায়ক থাকছেন না। নতুন অধিনায়ক বেছে নিয়েছে চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের নতুন অধিনায়ক হলেন রুতুরাজ গায়কোয়াড়। আইপিএল শুরু হওয়ার ২৪ ঘণ্টা আগে এই ঘোষণা করা হল। এ দিন চেন্নাইয়ে অধিনায়কদের যে ফটোশুট হয়েছে, সেখানেও ধোনির বদলে দেখা গিয়েছে রুতুরাজকে।
বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে চমক দিল চেন্নাই সুপার কিংস। নিজেদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে ক্লাব জানিয়ে দিয়েছেন, এমএস ধোনি আর থাকছেন না দলের অধিনায়ক। সুপার কিংসের অধিনায়ক করা হয়েছে তরুণ এক ভারতীয় ব্যাটারকে। তিনি রুতুরাজ গায়কোয়াড। এবারের আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড।
সীমিত ওভারের ক্রিকেটে রুতুরাজ গায়কোয়াড অন্যতম উঠতি ক্রিকেটার। সীমিত ওভারের ক্রিকেটে তাঁর খেলার ধরণ অনেকের মনে ধরেছে। সম্প্রতি খেলেছেন একদিনের ক্রিকেট ফরম্যাটে। চার ম্যাচে ২৬.৫০ গড়ে করেছেন ১০৬ রান। টি২০ ক্রিকেটে তাঁর গড় আরও একটু বেশি। ৩৮.১৭ গড়ে ১৭ ম্যাচে করেছেন ৪৫৮ রান। প্রথম শ্রেণীর ক্রিকেটে গড় রান ৪২.১৯। ২৮ ম্যাচে করেছেন ১ হাজার ৯৪১ রান।
কিছু দিন মহেন্দ্র সিং ধোনির একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ক্রিকেট প্রেমীদের নজর কেড়েছিল। ধোনি নিজে জানিয়েছিলেন খুব তাড়াতাড়ি তাঁকে দেখা যাবে নতুন ভূমিকায়। তবে তিনি যে চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়াবেন সেটা কেউই হয়তো আশা করেননি। রুতুরাজকে অধিনায়ক করার সিদ্ধান্তটিও বড় চমক।
এর আগেও এক বার চেন্নাইয়ের অধিনায়ক বদল করা হয়েছিল। ২০২২ সালের প্রতিযোগিতা শুরুর ঠিক আগে এ ভাবেই রবীন্দ্র জাডেজাকে আচমকা অধিনায়ক করা হয়েছিল। তখনও ধোনি নিজেই তাঁর হাতে দায়িত্ব তুলে দিয়েছিলেন। কিন্তু সেই পরিকল্পনা শুরুতেই মুখ থুবড়ে পড়ে। জাডেজার অধীনে চেন্নাই একের পর এক ম্যাচে হারতে থাকে। মাত্র আটটি ম্যাচের পরেই জাডেজাকে সরিয়ে আবার দায়িত্বে ফেরেন ধোনি। কিন্তু দলকে বিপদ থেকে উদ্ধার করতে পারেননি। চেন্নাই পয়েন্ট তালিকায় নয় নম্বরে শেষ করে।
কিন্তু গত বছর আবার পুরনো মেজাজে দেখা যায় চেন্নাইকে। শুরু থেকেই দাপটের সঙ্গে খেলতে থাকে তারা। শেষ পর্যন্ত ফাইনালে ওঠে এবং গুজরাত টাইটান্সকে তাদেরই মাঠে হারিয়ে পঞ্চম ট্রফি জিতে নেয়।
এ বার শুরু থেকেই ‘অন্য’ ধোনিকে দেখতে পেয়েছিলেন সমর্থকেরা। গত কয়েক বছরে ধোনি ছোট করে চুল কাটলেও এ বার তাঁকে অনুশীলনে দেখা যাচ্ছিল বড় চুলে। সমর্থকদের মনে ফিরে এসেছিল ২০০৭ বিশ্বকাপ, ২০১১ বিশ্বকাপের স্মৃতি। বড় চুলের ধোনিকে ঘিরে যে নস্ট্যালজিয়া, সেটা ফিরে এসেছিল সমর্থকদের মনে। অনেকে স্বপ্নও দেখতে শুরু করেছিলেন যে বড় চুলের ধোনি ষষ্ঠ আইপিএল ট্রফি হাতে তুলছেন। কিন্তু সেটা আর দেখা যাবে না।
সর্বশেষ আসর দিয়ে চেন্নাই ধোনির নেতৃত্বে যৌথভাবে সর্বোচ্চ পাঁচবার আইপিএলের শিরোপা জিতেছে। সমান সংখ্যকবার চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সও। সব প্রতিযোগিতা মিলিয়ে চেন্নাই ২৪৯ ম্যাচের মধ্যে ধোনির নেতৃত্বে খেলেছে ২৩৫ ম্যাচ। মাঝে ২০১৬ ও ২০১৭ আসরে চেন্নাই নিষিদ্ধ থাকায়, ১৪ ম্যাচ রাইজিং পুনে সুপারজায়ান্টসের অধিনায়কত্ব করেন তিনি। সবমিলিয়ে আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজিকে সর্বাধিক ২২৬ ম্যাচে নেতৃত্ব দেওয়ার রেকর্ডও এই উইকেটরক্ষক ব্যাটারের দখলে। দ্বিতীয় সর্বোচ্চ ১৫৮ ম্যাচে অধিনায়কত্ব করেছেন রোহিত শর্মা।