স্পোর্টস ডেস্ক :
চলমান আইপিএলে হ্যাটট্রিক জয়ের পর অবশেষে থামল চেন্নাই সুপার কিংসের জয়রথ। জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে আইপিএলের সর্বোচ্চ দলগত ইনিংস গড়ার রাতে মহেন্দ্র সিং ধোনির দলকে ৩২ রানে হারিয়েছে শীর্ষস্থানটি দখলে নিলো সঞ্জু স্যামসনের রাজস্থান, মহেন্দ্র সিং ধোনির চেন্নাই নেমে গেলো তিনে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) চলতি আইপিএলের ৩৭ তম ম্যাচে জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজস্থানের অধিনায়ক সাঞ্জু স্যামসন। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০২ রানের বড় সংগ্রহ পায় রাজস্থান। সোয়াই মানসিং স্টেডিয়ামে এটিই আইপিএলের সর্বোচ্চ দলগত ইনিংসের রেকর্ড। এর আগে এই মাঠে কখনও কোনও দল ২০০ রানের গণ্ডি পেরোতে পারেনি।
বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি চেন্নাইয়ের। যার ধারাবাহিকতায় পাওয়ার প্লের সুবিধা কাজে লাগাতে পারেননি ঋতুরাজ গায়কোয়াড ও ডেভন কনওয়ে। ওপেনার ডেভন কনওয়ে ১৬ বল খেলে করেন ৮ রান। ১৩ বলে ১৫ করে আউট আজিঙ্কা রাহানে।
রুতুরাজ গাইকদের ২৯ বলে ৪৭ রানের পরও ৭৩ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে চেন্নাই। তখন চলে গেছে ১০.৪ ওভার। এরপর মঈন আলির ১২ বলে ২৩ আর রবীন্দ্র জাদেজার ১৫ বলে ২৩ রানে পরাজয়ের ব্যবধানই যা একটু কমেছে।
শিভাম দুবে ইনিংসের শেষ বল পর্যন্ত উইকেটে ছিলেন। তবে তার ৩৩ বলে ৫২ রানের ইনিংসে দলের কোনো উপকার হয়নি। ৬ উইকেটে ১৭০ রানে থামে চেন্নাই। অ্যাডাম জাম্পা ২২ রানে নেন ৩টি উইকেট।
এর আগে জসশ্বী জ্যাসওয়েলের ঝোড়ো ফিফটিতে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেটে ২০২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছিল রাজস্থান রয়্যালস।
ঘরের মাঠে টস জিতে ব্যাটিং বেছে নেয় রাজস্থান। ৫০ বলে ৮৬ রানের উদ্বোধনী জুটি গড়েন জ্যাসওয়েল আর জস বাটলার। বাটলার ঠিক নিজের মতো খেলতে পারেননি। ২১ বলে ২৭ করে আউট হয়ে যান। অধিনায়ক সঞ্জু স্যামসন ফেরেন ১৭ বলে ১৭ করে।
তবে ঝোড়ো হাফসেঞ্চুরি তুলে নেন জ্যাসওয়েল। ৪৩ বলে ৮ চার আর ৪ ছক্কায় এই ওপেনার খেলেন ৭৭ রানের ইনিংস। সিমরন হেটমায়ার সুবিধা করতে পারেননি। ১০ বল খেলে করেন ৮।
এরপর জুরেল আর পাডিক্কেল মিলে দলকে বড় সংগ্রহে নিয়ে গেছেন। জুরেল ইনিংসের ৩ বল বাকি থাকতে আউট হন ১৫ বলে ৩৪ করে। পাডিক্কেল অপরাজিত থাকেন ১৩ বলে ২৭ রানে। চেন্নাইয়ের তুষার দেশপান্ডে ২ উইকেট নিলেও ৪ ওভারে খরচ করেন ৪২ রান।
আট ম্যাচে চেন্নাই ও রাজস্থান দুই দলই জিতেছে সমান পাঁচটি ম্যাচে। তবে রান রেটে এগিয়ে আছে রাজস্থান। সাঞ্জু স্যামসনের দলের বিপক্ষে এই হারের পর এক থেকে চেন্নাই নেমে গেছে তিন নম্বরে। আর গুজরাট আছে টেবিলের দুই নম্বর অবস্থানে।
উল্লেখ্য, চেন্নাই-রাজস্থান লড়াইয়ের মধ্য দিয়ে জয়পুরে মোট ৪৯টি আইপিএল ম্যাচ খেলা হয়। যার মধ্যে ৩২টি ম্যাচ জিতেছে রান তাড়া করা দল। বাকি ১৭টি ম্যাচ জেতে শুরুতে ব্যাট করা দল।