Dhaka শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

চেন্নাইকে হারিয়ে টিকে থাকলো কেকেআর

স্পোর্টস ডেস্ক : 

কলকাতা নাইট রাইডার্সের জন্য প্রত্যেকটি ম্যাচই এখন বাঁচা-মরার লড়াই। জয়ের কোনো বিকল্প নেই, হারলেই বিদায়ের পথে এগোতে হবে আরও একধাপ। পারফরম্যান্স এই ভালো তো এই খারাপ, এভাবেই চলছে। এবার চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে হারিয়ে বাঁচিয়ে রেখেছে প্লে-অফে খেলার আশা।

Nitish Rana celebrates his fifty, Chennai Super Kings vs Kolkata Knight Riders, IPL 2023, Chennai, May 14, 2023

চেপকে ১৪৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ৯ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে কলকাতার। এবারও দলটির জয়ের নায়ক ধারাবাহিক পারফরমার রিংকু সিং। ৩৩ রানে ৩ ব্যাটারের বিদায়ের পর চতুর্থ উইকেটে ৯৯ রানের জুটি গড়েন নিতিশ ও রিংকু। দুজনেই করেন ফিফটি। রিংকু অবশ্য ম্যাচ জেতা পর্যন্ত ক্রিজে থাকতে পারেননি। লক্ষ্য থেকে ১৩ রান দূরে থাকতে রান আউট তিনি, ৪৩ বলে ৪ চার ও ৩ ছয়ে ৫৪ রান করেন।

Sunil Narine dismissed Moeen Ali and Ambati Rayudu in one over, Chennai Super Kings vs Kolkata Knight Riders, IPL 2023, Chennai, May 14, 2023

নিতিশ ৪৪ বলে ৬ চার ও ১ ছয়ে ৫৭ রানে অপরাজিত ছিলেন। তার সঙ্গে আন্দ্রে রাসেল ২ বলে ২ রানে খেলছিলেন। ১৮.৩ ওভারে ৪ উইকেটে ১৪৭ রান করে কলকাতা। চেন্নাইয়ের পক্ষে দীপক চাহার তিন উইকেট নেন।

Rinku Singh chips down the ground, Chennai Super Kings vs Kolkata Knight Riders, IPL 2023, Chennai, May 14, 2023

টস জিতে আগে ব্যাট করতে নেমে ভালো শুরু পায়নি চেন্নাই। শিভাম দুবে ছাড়া মিডল অর্ডারের বাকি ব্যাটাররা সেভাবে অবদান রাখতে পারেননি। ৩৪ বলে ১ চার ও ৩ ছক্কায় ৪৮ রান করেন দুবে। তাতে ৬ উইকেট হারিয়ে ১৪৪ রানের সংগ্রহ পায় চেন্নাই। কলকাতার হয়ে দুটি করে উইকেট নেন বরুণ চক্রবর্তী ও সুনীল নারাইন।

Ravindra Jadeja muscles the ball away, Chennai Super Kings vs Kolkata Knight Riders, IPL 2023, Chennai, May 14, 2023

এই জয়ের ফলে ১৩ ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে সাত নম্বরে উঠে এলো কলকাতার দলটি। অন্যদিকে ১৩ ম্যাচ শেষে ১৫ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানেই থাকলো চেন্নাই সুপার কিংস। রাউন্ড রবিন লিগ পর্বে এই দুই দলের আর একটি করে ম্যাচ বাকি মাত্র।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা প্রয়োজন : সালাহউদ্দিন আহমদ

চেন্নাইকে হারিয়ে টিকে থাকলো কেকেআর

প্রকাশের সময় : ০৩:০৪:০৪ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

কলকাতা নাইট রাইডার্সের জন্য প্রত্যেকটি ম্যাচই এখন বাঁচা-মরার লড়াই। জয়ের কোনো বিকল্প নেই, হারলেই বিদায়ের পথে এগোতে হবে আরও একধাপ। পারফরম্যান্স এই ভালো তো এই খারাপ, এভাবেই চলছে। এবার চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে হারিয়ে বাঁচিয়ে রেখেছে প্লে-অফে খেলার আশা।

Nitish Rana celebrates his fifty, Chennai Super Kings vs Kolkata Knight Riders, IPL 2023, Chennai, May 14, 2023

চেপকে ১৪৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ৯ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে কলকাতার। এবারও দলটির জয়ের নায়ক ধারাবাহিক পারফরমার রিংকু সিং। ৩৩ রানে ৩ ব্যাটারের বিদায়ের পর চতুর্থ উইকেটে ৯৯ রানের জুটি গড়েন নিতিশ ও রিংকু। দুজনেই করেন ফিফটি। রিংকু অবশ্য ম্যাচ জেতা পর্যন্ত ক্রিজে থাকতে পারেননি। লক্ষ্য থেকে ১৩ রান দূরে থাকতে রান আউট তিনি, ৪৩ বলে ৪ চার ও ৩ ছয়ে ৫৪ রান করেন।

Sunil Narine dismissed Moeen Ali and Ambati Rayudu in one over, Chennai Super Kings vs Kolkata Knight Riders, IPL 2023, Chennai, May 14, 2023

নিতিশ ৪৪ বলে ৬ চার ও ১ ছয়ে ৫৭ রানে অপরাজিত ছিলেন। তার সঙ্গে আন্দ্রে রাসেল ২ বলে ২ রানে খেলছিলেন। ১৮.৩ ওভারে ৪ উইকেটে ১৪৭ রান করে কলকাতা। চেন্নাইয়ের পক্ষে দীপক চাহার তিন উইকেট নেন।

Rinku Singh chips down the ground, Chennai Super Kings vs Kolkata Knight Riders, IPL 2023, Chennai, May 14, 2023

টস জিতে আগে ব্যাট করতে নেমে ভালো শুরু পায়নি চেন্নাই। শিভাম দুবে ছাড়া মিডল অর্ডারের বাকি ব্যাটাররা সেভাবে অবদান রাখতে পারেননি। ৩৪ বলে ১ চার ও ৩ ছক্কায় ৪৮ রান করেন দুবে। তাতে ৬ উইকেট হারিয়ে ১৪৪ রানের সংগ্রহ পায় চেন্নাই। কলকাতার হয়ে দুটি করে উইকেট নেন বরুণ চক্রবর্তী ও সুনীল নারাইন।

Ravindra Jadeja muscles the ball away, Chennai Super Kings vs Kolkata Knight Riders, IPL 2023, Chennai, May 14, 2023

এই জয়ের ফলে ১৩ ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে সাত নম্বরে উঠে এলো কলকাতার দলটি। অন্যদিকে ১৩ ম্যাচ শেষে ১৫ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানেই থাকলো চেন্নাই সুপার কিংস। রাউন্ড রবিন লিগ পর্বে এই দুই দলের আর একটি করে ম্যাচ বাকি মাত্র।