Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি : 

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বাড়াদি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ীকে নিহত হয়েছেন।

শনিবার (১৬ ডিসেম্বর) রাতে বাড়াদি এলাকায় বাংলাদেশ-ভারত সীমান্তের ৮২ নম্বর প্রধান খুঁটির কাছাকাছি ভারতের অভ্যন্তরের বিজয়পুর সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন দামুড়হুদা উপজেলার ছয়ঘড়িয়া গ্রামের শফিউল্লাহর ছেলে খাঁজা মইনুদ্দিন (২২) ও একই গ্রামের হায়দার আলীর ছেলে সাজেদুল হক (২৪)।

দামুড়হুদা পারকৃষ্টপুর-মদনা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ইউপি সদস্য আব্দুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রোববার সকালে ভারতীয় বিএসএফ তাদের লাশ উদ্ধার করে ক্যাম্পে নিয়ে গেছে বলে জানিয়েছেন তিনি।

স্থানীয়রা জানান, শনিবার রাত ১০টার দিকে খাজা মইনুদ্দিন ও সাজিদুর হকসহ একদল গরু চোরাচালানিরা দামুড়হুদা বারাদি সীমান্ত দিয়ে গরু আনতে ভারতের প্রবেশ করেন। এ সময় নদীয়া জেলার ভারতীয় গোবিন্দ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ করে ১৫-১৬ রাউন্ড গুলিবর্ষণ করে। এতে ঘটনাস্থলেই খাজা মইনুদ্দিন ও সাজিদুল হক নিহত হন। পরে রোববার সকালে বিএসএফ সদস্যরা তাদের লাশ উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, নিহত দুজনের পরিবার ও প্রতিবেশীদের কাছ থেকে জানা গেছে, ভারত থেকে অবৈধভাবে গরু আনতে গেলে বিএসএফ তাদের গুলি করে হত্যা করে। বিজিবি-বিএসএফ পর্যায়ে আলোচনা ও আইনগত প্রক্রিয়া মেনে নিহত ব্যক্তিদের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

বিষয়টি জানতে চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমানের সরকারি ফোন নম্বরে কল দিলেও তিনি রিসিভ করেননি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ফরিদপুর-বরিশাল মহাসড়ক চার লেন দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন 

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

প্রকাশের সময় : ০৫:২৯:৩০ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি : 

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বাড়াদি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ীকে নিহত হয়েছেন।

শনিবার (১৬ ডিসেম্বর) রাতে বাড়াদি এলাকায় বাংলাদেশ-ভারত সীমান্তের ৮২ নম্বর প্রধান খুঁটির কাছাকাছি ভারতের অভ্যন্তরের বিজয়পুর সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন দামুড়হুদা উপজেলার ছয়ঘড়িয়া গ্রামের শফিউল্লাহর ছেলে খাঁজা মইনুদ্দিন (২২) ও একই গ্রামের হায়দার আলীর ছেলে সাজেদুল হক (২৪)।

দামুড়হুদা পারকৃষ্টপুর-মদনা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ইউপি সদস্য আব্দুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রোববার সকালে ভারতীয় বিএসএফ তাদের লাশ উদ্ধার করে ক্যাম্পে নিয়ে গেছে বলে জানিয়েছেন তিনি।

স্থানীয়রা জানান, শনিবার রাত ১০টার দিকে খাজা মইনুদ্দিন ও সাজিদুর হকসহ একদল গরু চোরাচালানিরা দামুড়হুদা বারাদি সীমান্ত দিয়ে গরু আনতে ভারতের প্রবেশ করেন। এ সময় নদীয়া জেলার ভারতীয় গোবিন্দ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ করে ১৫-১৬ রাউন্ড গুলিবর্ষণ করে। এতে ঘটনাস্থলেই খাজা মইনুদ্দিন ও সাজিদুল হক নিহত হন। পরে রোববার সকালে বিএসএফ সদস্যরা তাদের লাশ উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, নিহত দুজনের পরিবার ও প্রতিবেশীদের কাছ থেকে জানা গেছে, ভারত থেকে অবৈধভাবে গরু আনতে গেলে বিএসএফ তাদের গুলি করে হত্যা করে। বিজিবি-বিএসএফ পর্যায়ে আলোচনা ও আইনগত প্রক্রিয়া মেনে নিহত ব্যক্তিদের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

বিষয়টি জানতে চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমানের সরকারি ফোন নম্বরে কল দিলেও তিনি রিসিভ করেননি।