Dhaka সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

চীনে যুক্তরাষ্ট্রের ৪ শিক্ষককে ছুরিকাঘাত

আন্তর্জাতিক ডেস্ক : 

চীনের একটি পার্কে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন যুক্তরাষ্ট্রের চার বিশ্ববিদ্যালয়শিক্ষক। তাঁরা সবাই যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের কর্নেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তাঁদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১০ জুন) চীনের উত্তরে জিলিন প্রদেশের বেইশান পার্কে এ ঘটনা ঘটেছে বলে তাদের নিয়োগকর্তা ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে।

মার্কিন গণমাধ্যম ও দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার চীনের উত্তরাঞ্চলীয় প্রদেশ জিলিনের একটি সরকারি পার্কে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। মার্কিন হাউস অব রিপ্রেজেনটেটিভসের আইওয়া থেকে নির্বাচিত সদস্য অ্যাডাম জাবনার জানিয়েছেন, ছুরিকাঘাতে আহতদের মধ্যে একজন তাঁর ভাই ডেভিড।

অ্যাডাম জাবনার বলেন, সোমবার তাঁর ভাইসহ অন্য শিক্ষকেরা স্থানীয় একটি প্যাগোডা পরিদর্শন করতে গেলে এক লোক এসে তাঁদের ছুরিকাঘাত করেন। হামলায় তাঁর ভাই হাতে আঘাত পেয়েছেন। তাঁকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি সুস্থ হয়ে উঠছেন।

কর্নেল বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ওই শিক্ষকেরা দিনের বেলায় পার্কটিতে ঘুরতে গিয়েছিলেন। হামলাটিকে ‘গুরুতর ঘটনা’ বলে অভিহিত করেছেন তারা। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছেন, ঘটনাটি তারা অবহিত। তবে আর বেশি কিছু জানাননি তিনি।

গভর্নর কিম রেনল্ডস বলেছেন, আমরা এই ভয়াবহ হামলাার প্রতিক্রিয়ায় আইওয়ার ফেডারেল প্রতিনিধিদল ও পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করছি। অনুগ্রহ করে আহতদের সম্পূর্ণ সুস্থতার ও তাদের পরিবারের জন্য প্রার্থনা করুন।’

কর্নেল বিশ্ববিদ্যালয় জানিয়েছে, চীনের একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশীদারত্বের অংশ হিসেবে সেখানে শিক্ষকতা করছিলেন আহতরা। পার্কটিতে বেড়ানোর সময় চীনের বেইউয়া বিশ্ববিদ্যালয়ের এক সদস্য তাঁদের সঙ্গে ছিলেন।

এ ঘটনায় চীনের কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। হামলার পরপরই ঘটনার ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেগুলোতে দেখা গেছে, অন্তত তিন ব্যক্তি রক্তাক্ত হয়ে আহত অবস্থায় মাটিতে পড়ে আছেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ভিপি নুরের মাথায় আঘাতের ঘটনায় শর্ট মেমোরি লস হয়নি : ঢামেক পরিচালক

চীনে যুক্তরাষ্ট্রের ৪ শিক্ষককে ছুরিকাঘাত

প্রকাশের সময় : ০২:১৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : 

চীনের একটি পার্কে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন যুক্তরাষ্ট্রের চার বিশ্ববিদ্যালয়শিক্ষক। তাঁরা সবাই যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের কর্নেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তাঁদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১০ জুন) চীনের উত্তরে জিলিন প্রদেশের বেইশান পার্কে এ ঘটনা ঘটেছে বলে তাদের নিয়োগকর্তা ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে।

মার্কিন গণমাধ্যম ও দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার চীনের উত্তরাঞ্চলীয় প্রদেশ জিলিনের একটি সরকারি পার্কে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। মার্কিন হাউস অব রিপ্রেজেনটেটিভসের আইওয়া থেকে নির্বাচিত সদস্য অ্যাডাম জাবনার জানিয়েছেন, ছুরিকাঘাতে আহতদের মধ্যে একজন তাঁর ভাই ডেভিড।

অ্যাডাম জাবনার বলেন, সোমবার তাঁর ভাইসহ অন্য শিক্ষকেরা স্থানীয় একটি প্যাগোডা পরিদর্শন করতে গেলে এক লোক এসে তাঁদের ছুরিকাঘাত করেন। হামলায় তাঁর ভাই হাতে আঘাত পেয়েছেন। তাঁকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি সুস্থ হয়ে উঠছেন।

কর্নেল বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ওই শিক্ষকেরা দিনের বেলায় পার্কটিতে ঘুরতে গিয়েছিলেন। হামলাটিকে ‘গুরুতর ঘটনা’ বলে অভিহিত করেছেন তারা। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছেন, ঘটনাটি তারা অবহিত। তবে আর বেশি কিছু জানাননি তিনি।

গভর্নর কিম রেনল্ডস বলেছেন, আমরা এই ভয়াবহ হামলাার প্রতিক্রিয়ায় আইওয়ার ফেডারেল প্রতিনিধিদল ও পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করছি। অনুগ্রহ করে আহতদের সম্পূর্ণ সুস্থতার ও তাদের পরিবারের জন্য প্রার্থনা করুন।’

কর্নেল বিশ্ববিদ্যালয় জানিয়েছে, চীনের একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশীদারত্বের অংশ হিসেবে সেখানে শিক্ষকতা করছিলেন আহতরা। পার্কটিতে বেড়ানোর সময় চীনের বেইউয়া বিশ্ববিদ্যালয়ের এক সদস্য তাঁদের সঙ্গে ছিলেন।

এ ঘটনায় চীনের কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। হামলার পরপরই ঘটনার ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেগুলোতে দেখা গেছে, অন্তত তিন ব্যক্তি রক্তাক্ত হয়ে আহত অবস্থায় মাটিতে পড়ে আছেন।