আন্তর্জাতিক ডেস্ক :
চীনে ভূমিধসে ১৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আরও ৫ জন নিখোঁজ রয়েছে। স্থানীয় সময় গত শনিবার (৩ জুন) ভোরে দেশটির দক্ষিণাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের পাহাড়ি জিনকাওহে এলাকায় দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে স্থানীয় সরকার।
রোববার (৪ জুন) এক অনলাইন বিবৃতিতে বলা হয়, একটি পাহাড়ের ওপর ভূমিধস হয়েছে। জরুরিভিত্তিতে উদ্ধারকাজ চলছে এবং উদ্ধারকাজে ১৮০ জনের বেশি উদ্ধারকর্মী অংশ নিয়েছেন।
এর আগে, ২০১৭ সালে বর্ষায় প্রচুর বৃষ্টি হওয়ায় সিচুয়ান প্রদেশে বেশ কয়েকটি ভূমিধসের ঘটনা ঘটেছিল। যার ফলে শিনমো নামের একটি পাহাড়ি গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে যায়। মাটির নিচে চাপা পড়ে গ্রামটির ৬০টির বেশি বাড়ি।
পরে ২০১৯ সালেও ভারী বৃষ্টিতে পরপর বেশ কয়েকটি ভূমিধস হয়। এতে রেললাইলের বড় একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়।
চীনের সিচুয়ান প্রদেশটি ভূমিকম্পপ্রবণও। ২০০৮ সালে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে ৮৭ হাজারের বেশি মানুষ মারা যায়। সূত্র : রয়টার্স।
আন্তর্জাতিক ডেস্ক 

























