আন্তর্জাতিক ডেস্ক :
চীনের উত্তরাঞ্চলে একটি এক্সপ্রেসওয়ের টানেল ধসের ধটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন কমপক্ষে ১৪ জন। আহত হয়েছেন ৩৭ জন।
বুধবার (১৯ মার্চ) রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি এই খবর জানিয়েছে। দেশটির উত্তরাঞ্চলে এক টানেলের দেয়ালে বাসটি সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সিসিটিভির প্রতিবেদনে বলা হয়, ৫১ জন যাত্রী নিয়ে বাসটি টানেলের ভেতরের দেওয়ালে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়।
মঙ্গলবার শানসি প্রদেশে এ ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে চীনা সংবাদমাধ্যম সিসিটিভি। শানসির স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ২টা ৩৭ মিনিটে হুবেই এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাটি ঘটেছে।
খবরে বলা হয়েছে, একই দিনে ঝেজিয়াং প্রদেশের তাইজৌ শহরে একটি বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানে ভিড়ের মধ্যে চলন্ত গাড়ি ঢুকে পড়ার এক ঘটনায় তিনজন নিহত ও আরও ১৬ জন আহত হয়েছে, জানিয়েছে রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সিনহুয়া।
স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিটে তাইজৌ ভোকেশনাল এন্ড টেকনিক্যাল কলেজে ঘটনাটি ঘটে। আহতদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
এর আগে ১ মার্চ চীনের পূবাঞ্চলীয় শানডং প্রদেশের দেঝাওতে একটি আবাসিক এলাকার এক শিক্ষা প্রতিষ্ঠানে একটি গাড়ি কাত হয়ে উল্টে পড়ে দুইজন নিহত ও বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছিল।
কড়া নিরাপত্তার অভাবে চীনে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। গত বছরের ফেব্রুয়ারিতে মধ্যাঞ্চলীয় হুনান প্রদেশে একটি সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়। এর এক মাস আগে পূর্বাঞ্চলীয় জিয়াংজি প্রদেশে সড়ক দুর্ঘটনায় ১৯ জন নিহত ও ২০ জন আহত হয়।