Dhaka শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে ট্রেনে কাটায় যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : 

দিনাজপুর চিরিরবন্দরের কানে হেডফোন লাগিয়ে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে রশিদুল ইসলাম (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ মার্চ) সকাল সাড়ে ৮টায় উপজেলার মহিষমারি গ্রামের নবীপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন রেলগেট মোড়ে এ ঘটনা ঘটে।

রাশেদুল চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের মহিষমারী গ্রামের মুন্সিপাড়ার আবুল কালামের ছেলে। তিনি দিনাজপুর শিকদার এলাকার একটি বেকারিতে কাজ করতেন।

স্থানীয়রা জানায়, রশিদুল কানে হেডফোন লাগিয়ে নবীপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন রেলগেট মোড়ে রেললাইন পার হচ্ছিলেন। এমন সময় পেছন দিক থেকে পঞ্চগড়গামী কাঞ্চন ট্রেনটি আসছিল। ট্রেন হুইসেল দিলেও কানে হেডফোন থাকায় শুনতে পাননি রশিদুল। ট্রেনটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রশিদ বলেন, খবর পেয়ে পুলিশ ফোর্স পাঠানো হয়। দিনাজপুর রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মোহাম্মদপুরের সহকারী পুলিশ কমিশনারসহ ৩ কর্মকর্তা প্রত্যাহার

চিরিরবন্দরে ট্রেনে কাটায় যুবকের মৃত্যু

প্রকাশের সময় : ০৭:৪৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

দিনাজপুর চিরিরবন্দরের কানে হেডফোন লাগিয়ে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে রশিদুল ইসলাম (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ মার্চ) সকাল সাড়ে ৮টায় উপজেলার মহিষমারি গ্রামের নবীপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন রেলগেট মোড়ে এ ঘটনা ঘটে।

রাশেদুল চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের মহিষমারী গ্রামের মুন্সিপাড়ার আবুল কালামের ছেলে। তিনি দিনাজপুর শিকদার এলাকার একটি বেকারিতে কাজ করতেন।

স্থানীয়রা জানায়, রশিদুল কানে হেডফোন লাগিয়ে নবীপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন রেলগেট মোড়ে রেললাইন পার হচ্ছিলেন। এমন সময় পেছন দিক থেকে পঞ্চগড়গামী কাঞ্চন ট্রেনটি আসছিল। ট্রেন হুইসেল দিলেও কানে হেডফোন থাকায় শুনতে পাননি রশিদুল। ট্রেনটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রশিদ বলেন, খবর পেয়ে পুলিশ ফোর্স পাঠানো হয়। দিনাজপুর রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।