Dhaka শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন তামিম

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:২১:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩
  • ১৯৮ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

লন্ডনে মেরুদণ্ড বিশেষজ্ঞ টনি হ্যামন্ডের কাছে দুই দফা ব্যথানাশক ইনজেকশন নিয়ে সোমবার (৩১ জুলাই) বিকেল সাড়ে ৫টায় ঢাকায় ফিরেছেন জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল।

তামিম সোমবার (৩১ জুলাই) সন্ধ্যা ৬টার কিছুক্ষণ আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেছেন। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা সেরে এরপর নিজের গাড়িতে করে বেরিয়ে গেছেন। বিমানবন্দরে গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করলেও তাদের সঙ্গে কথা বলেননি দেশ সেরা এই ওপেনার। গণমাধ্যম কর্মীরা তামিমের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলে কেবল ‘হাই’ বলে বিমান বন্দর থেকে বিদায় নিয়েছেন।

দেশে ফেরার সাথেই দলের ক্যাম্পে যোগ দিতে পারছেন না টাইগার ওয়ানডে অধিনায়ক। এক সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ চিকিৎসকের। এরপর হালকা ফিটনেস ট্রনিং শুরু করতে পারবেন এই বাঁহাতি ওপেনার। বিশ্রাম-পরবর্তী কয়েক দিন তামিম ব্যথামুক্ত থাকলে আশা করা যায় আগামী ১২ থেকে ১৪ দিন পর তিনি পুরোপুরি অনুশীলনে ফিরতে পারবেন।

দীর্ঘদিন ধরেই তামিম মেরুদণ্ডের কোমরের দিকের অংশের সমস্যায় ভুগছেন। অস্ত্রোপচার করালে তাকে তিন-চার মাস মাঠের বাইরে থাকতে হবে। এশিয়া কাপ এবং বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের কারণে ব্যথানাশক ইনজেকশন নিয়ে ফিরছেন তামিম।

লম্বা সময় ধরে পিঠের ইনজুরির সঙ্গে লড়াই করছেন তামিম। তাতে বেশ কিছু সিরিজেও খেলা হয়নি। যেসব ম্যাচ খেলেছেন, সেখানেও অস্বস্তি নিয়ে ব্যাটিং করতে দেখা গেছে। এরই মধ্যে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডের পর আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরেরর ঘোষণা দিয়েছিলেন। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন। তার পর শারীরিক ও মানসিকভাবে সুস্থ হওয়ার জন্য দেড় মাসের ছুটি দেওয়া হয় তামিমকে।

তামিম ছুটি কাটাতে প্রথমে পরিবারের সঙ্গে দুবাই গিয়েছিলেন। সেখান থেকে ২৫ জুলাই যান লন্ডনে। বাংলাদেশ থেকে লন্ডনে গিয়ে তার সঙ্গে যোগ দেন বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরীও। বিসিবি আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, তামিমের পিঠের ব্যথার জন্য ইনভেসিব প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। যেটা প্রচলিতভাবে ইনজেকশন।

তামিমের পিঠের নিচের দিকের দুটি অংশে ইনজেকশন দেওয়া হয়েছে। ইনজেকশনের পার্শ্বপ্রতিক্রিয়া পর্যবেক্ষণের জন্য দুই দিন ছিলেন সেখানে। এ বছরই আরেকটি ইনজেকশন নিতে হবে তার। সেটা কিছুদিন পর নিলেও সমস্যা নেই। তবে এক বছরে তিনবারের বেশি ইনজেকশন নিতে পারবেন না। জানা গেছে, বিশ্বকাপের আগে তামিমকে আরেকবার লন্ডন যেতে হবে। তৃতীয় ইনজেকশন তখনই নেবেন।

এই ধরনের ইনজেকশন পুশ করার পর দ্রুত সময়ের মধ্যেই ম্যাচে ফেরা সম্ভব। জানা গেছে, তামিমের ক্ষতিগ্রস্ত হওয়া দুই ডিস্ক ঘিরে তিন থেকে চারটি ইনজেকশন দেওয়া হয়েছে। এই ইনজেকশন সাধারণত একটি নির্দিষ্ট সময় পর্যন্ত স্নায়ুকে নিস্তেজ করে রাখে। কিন্তু সেটি কতদিন, তার স্পষ্ট ধারণা দিতে পারেন না চিকিৎসকরাও। আগেরবার ঠিক এমন ইনজেকশন নিয়ে তামিম তিন মাস পুরোপুরি ব্যথামুক্ত হয়ে খেলেছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন তামিম

প্রকাশের সময় : ০৮:২১:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

লন্ডনে মেরুদণ্ড বিশেষজ্ঞ টনি হ্যামন্ডের কাছে দুই দফা ব্যথানাশক ইনজেকশন নিয়ে সোমবার (৩১ জুলাই) বিকেল সাড়ে ৫টায় ঢাকায় ফিরেছেন জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল।

তামিম সোমবার (৩১ জুলাই) সন্ধ্যা ৬টার কিছুক্ষণ আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেছেন। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা সেরে এরপর নিজের গাড়িতে করে বেরিয়ে গেছেন। বিমানবন্দরে গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করলেও তাদের সঙ্গে কথা বলেননি দেশ সেরা এই ওপেনার। গণমাধ্যম কর্মীরা তামিমের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলে কেবল ‘হাই’ বলে বিমান বন্দর থেকে বিদায় নিয়েছেন।

দেশে ফেরার সাথেই দলের ক্যাম্পে যোগ দিতে পারছেন না টাইগার ওয়ানডে অধিনায়ক। এক সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ চিকিৎসকের। এরপর হালকা ফিটনেস ট্রনিং শুরু করতে পারবেন এই বাঁহাতি ওপেনার। বিশ্রাম-পরবর্তী কয়েক দিন তামিম ব্যথামুক্ত থাকলে আশা করা যায় আগামী ১২ থেকে ১৪ দিন পর তিনি পুরোপুরি অনুশীলনে ফিরতে পারবেন।

দীর্ঘদিন ধরেই তামিম মেরুদণ্ডের কোমরের দিকের অংশের সমস্যায় ভুগছেন। অস্ত্রোপচার করালে তাকে তিন-চার মাস মাঠের বাইরে থাকতে হবে। এশিয়া কাপ এবং বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের কারণে ব্যথানাশক ইনজেকশন নিয়ে ফিরছেন তামিম।

লম্বা সময় ধরে পিঠের ইনজুরির সঙ্গে লড়াই করছেন তামিম। তাতে বেশ কিছু সিরিজেও খেলা হয়নি। যেসব ম্যাচ খেলেছেন, সেখানেও অস্বস্তি নিয়ে ব্যাটিং করতে দেখা গেছে। এরই মধ্যে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডের পর আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরেরর ঘোষণা দিয়েছিলেন। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন। তার পর শারীরিক ও মানসিকভাবে সুস্থ হওয়ার জন্য দেড় মাসের ছুটি দেওয়া হয় তামিমকে।

তামিম ছুটি কাটাতে প্রথমে পরিবারের সঙ্গে দুবাই গিয়েছিলেন। সেখান থেকে ২৫ জুলাই যান লন্ডনে। বাংলাদেশ থেকে লন্ডনে গিয়ে তার সঙ্গে যোগ দেন বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরীও। বিসিবি আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, তামিমের পিঠের ব্যথার জন্য ইনভেসিব প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। যেটা প্রচলিতভাবে ইনজেকশন।

তামিমের পিঠের নিচের দিকের দুটি অংশে ইনজেকশন দেওয়া হয়েছে। ইনজেকশনের পার্শ্বপ্রতিক্রিয়া পর্যবেক্ষণের জন্য দুই দিন ছিলেন সেখানে। এ বছরই আরেকটি ইনজেকশন নিতে হবে তার। সেটা কিছুদিন পর নিলেও সমস্যা নেই। তবে এক বছরে তিনবারের বেশি ইনজেকশন নিতে পারবেন না। জানা গেছে, বিশ্বকাপের আগে তামিমকে আরেকবার লন্ডন যেতে হবে। তৃতীয় ইনজেকশন তখনই নেবেন।

এই ধরনের ইনজেকশন পুশ করার পর দ্রুত সময়ের মধ্যেই ম্যাচে ফেরা সম্ভব। জানা গেছে, তামিমের ক্ষতিগ্রস্ত হওয়া দুই ডিস্ক ঘিরে তিন থেকে চারটি ইনজেকশন দেওয়া হয়েছে। এই ইনজেকশন সাধারণত একটি নির্দিষ্ট সময় পর্যন্ত স্নায়ুকে নিস্তেজ করে রাখে। কিন্তু সেটি কতদিন, তার স্পষ্ট ধারণা দিতে পারেন না চিকিৎসকরাও। আগেরবার ঠিক এমন ইনজেকশন নিয়ে তামিম তিন মাস পুরোপুরি ব্যথামুক্ত হয়ে খেলেছিলেন।