রাজশাহী জেলা প্রতিনিধি :
চালককে মারধরের জেরে চাঁপাইনবাবগঞ্জের সঙ্গে রাজশাহী বাস চলাচল বন্ধ করা হয়েছে।
রোববার (২৭ জুলাই) সকাল থেকে বন্ধ রয়েছে বাস। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
রোববার দুপুরে উত্তরবঙ্গ সড়ক পরিবহন ফেডারেশনের মহাসচিব ও রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বিষয়টি নিশ্চিত করেছেন।
বাসের শ্রমিকরা জানান, শনিবার (২৬ জুলাই) রাজশাহীতে চাঁপাইনবাবগঞ্জের বাস চালক ও শ্রমিকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে চাঁপাইনবাবগঞ্জের এক ড্রাইভারকে মারধর করা হয়। রাজশাহীর ড্রাইভার তাকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে। এমন খবর পেয়ে পরে চাঁপাইনবাবগঞ্জে থাকা রাজশাহীর একটি বাস ভাঙচুর করেন চাঁপাইনবাবগঞ্জের ড্রাইভাররা। ফলে উত্তেজনা চরমে ওঠে এবং পরবর্তীতে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।
তবে মালিকরা জানিয়েছেন, রাজশাহী নগরী থেকে জেলার শেষ সীমানা অর্থাৎ গোদাগাড়ী উপজেলার বালিয়াঘাটা মোড় পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের পথে বাস চলাচল করছে। তবে চাঁপাইনবাবগঞ্জ থেকে কোনো বাস ছেড়ে আসছে না।
যাত্রীরা জানান, বাস চালকদের দ্বন্দ্বে বাস বন্ধ থাকায় তারা চরম দুর্ভোগে পড়েছেন। এ ধরনের কাণ্ড কাম্য নয়।
শফিকুল নামে এক যাত্রী বলেন, রাজশাহীর রেলগেটে বাসে উঠেছি। বালিয়াঘাটা বা গোদাগাড়ী নামিয়ে দিবে বলেছে। ওখানে থেকে আবার অতিরিক্ত ভাড়া দিয়ে যেতে হবে।
ফারজানা খাতুন নামে এক নারী বলেন, বাড়তি ভাড়াও লাগবে, সময়ও বেশি লাগবে। এছাড়া বারবার গাড়িতে উঠানামা করা অতিরিক্ত দুর্ভোগ। এ অবস্থার সমাধান হওয়া উচিত।
উত্তরবঙ্গ সড়ক পরিবহন ফেডারেশনের মহাসচিব ও রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, একটু ঝামেলা হয়েছে। মারামারি করা ভাঙচুর করা এগুলো ঠিক না। আমরা কথা বলছি। সমাধান করে নেব এবং দ্রুত বাস চলাচল স্বাভাবিক হবে।