অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ৪ প্রভাবশালী নেতা ধানের শীষের মনোনয়ন পেতে মাঠ চষে বেড়াচ্ছেন। এদের মধ্যে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম. জহির উদ্দিন স্বপন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি’র সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগের সাংগঠনিক দায়িত্বে) আকন কুদ্দুসুর রহমান ও এ্যাড. গাজী কামরুল ইসলাম সজল। এই আসনের দলীয় নেতাকর্মীরা চার ভাগে বিভক্ত হয়ে চার নেতার পক্ষে-বিপক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরের বিরুদ্ধে অপপ্রচার করতে দেখা গেছে। ধানের শীষের সম্ভাব্য চারজন প্রার্থীই দলীয় নেতাকর্মীদের নিয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’র ৩১ দফা বাস্তবায়নের জন্য মাঠ চষে বেড়াচ্ছেন। পাশাপাশি কেন্দ্র ঘোষিত দলীয় কর্মসূচী পালন করছেন। তৃণমূল নেতাকর্মীরা স্ব স্ব প্রার্থীর পক্ষে মনোনয়ন পাওয়ার আশাবাদ ব্যক্ত করছেন।
বরিশাল জেলার ৬টি আসনের ভিতরে বরিশাল-১ আসনটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে আসছে। ভোটারদের মাঝে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে কার ভাগ্যে জুটছে পাচ্ছেন ধানের শীষ। নির্বাচনী তফসিল ঘোষণা না হলেও পাড়া-মহল্লায়-চায়ের দোকানে সর্বত্র আলোচনার মূখ্য বিষয় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। কেননা এই আসন থেকে নির্বাচিত পূর্ববর্তী অনেক সংসদ সদস্য সরকারের অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন।
দলীয়সূত্রে জানা গেছে, গত ২৭ আক্টোবর ঢাকা বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই আসন থেকে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এম. জহির উদ্দিন স্বপন, ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান, আকন কুদ্দুসুর রহমান ও এ্যাড. গাজী কামরুল ইসলাম সজলকে সাক্ষাতের জন্য ডাকা হয়েছিল। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলেছেন।
সাক্ষাৎ শেষে বেড়িয়ে এ্যাড. গাজী কামরুল ইসলাম সজল সাংবাদিকদর বলেছেন, বরিশাল-১ আসনে কাউকে গ্রীণ সিগন্যাল দেওয়া হয়নি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবাইকে ঐক্যবদ্ধ থেকে মাঠে কাজ করার কথা বলেছেন। তিনি ঐক্যের প্রতি বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন।
কিন্তু ১ নভেস্বর বিভিন্ন ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালাচ্ছেন সাবেক এমপি এম. জহির উদ্দিন স্বপনকে বরিশাল-১ আসনে মনোনয়ন দেয়া হয়েছে। এতে অন্য নেতাকর্মীদের মাঝে হতাশা দেখা দেয়। এব্যাপারে ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান বলেন, কেন্দ্র থেকে কাউকে এখনও মনোনয়ন বা গ্রীণ সিগন্যাল দেওয়া হয়নি। কোন কোন ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে মনোনয়ন নিয়ে দলীয় নেতাকর্মীদের বিভ্রান্ত করছেন।
এঘটনার পর ১ নভেম্বর রাতে বিএনপি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন-মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, কিছু কুচক্রিমহল সামাজিক যোগাযোগ মাধ্যমে মনোনয়ন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।
এ ব্যাপারে এম. জহির উদ্দিন স্বপন সমর্থিত উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না সাংবাদিকদের বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বরিশাল-১ আসনে মনোনয়ন প্রাপ্তির সংবাদ দেখতে পেয়ে আমি বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে কোন সত্যতা পাইনি।
এ ব্যাপারে আকন কুদ্দুসুর রহমান সমর্থিত উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন লাল্টু জানান, যে পর্যন্ত কেন্দ্র থেকে মনোনয়ন প্রদানের কোন সংবাদ না আসবে সে পর্যন্ত আমরা কোন কিছুই বিশ্বাস করিনা। এধরণের সংবাদে দলীয় নেতাকর্মীরা দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন।
এ ব্যাপারে ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান’র সমর্থিত উপজেলা বিএনপি’র যুগ্ন-আহ্বায়ক মো. মাহাবুবল ইসলাম বলেন, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বরিশাল-১ আসন নিয়ে সংবাদ দেখা গেছে তা মিথ্যা ও ভিত্তিহীন। কেন্দ্রীয় বিএনপি’র সিনিয়র যুগ্ন-মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মিথ্যা দাবি করছে।
এ ব্যাপারে এ্যাড. গাজী কামরুল ইসলাম সজল সমর্থিত উপজেলা যুবদল সদস্য সচিব সাইফুল ইসলাম শিপন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মনোনয়ন প্রাপ্তির খবর মিথ্যা। এ ধরণের কোন সংবাদ মিডিয়ায় দেখিনি।
অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে 























