Dhaka মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

চাটখিলে মোহাম্মদপুর-বাবুপুর সড়কের ব্রিজটির বেহাল দশা

নিজস্ব প্রতিবেদক : 

নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মোহাম্মদপুর-বাবুপুর সড়কের সংকরপুর খালের উপর অবস্থিত ব্রিজটির বেহাল দশা। স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্রছাত্রী, পথচারী ও ব্যবসায়ীদের মালামাল পারাপারের একমাত্র মাধ্যম এই ব্রিজটি। ব্রিজটি দিয়ে প্রতিনিয়ত শত শত যানবাহন ও স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্রছাত্রীরা পারাপার হচ্ছে।

প্রতিনিয়ত যানবাহন চলাচলে দুর্ঘটনার শিকার হচ্ছে এবং রাত-বিরাতে কোনো লোক অসুস্থ হলে তাকে দ্রুত হাসপাতালে নেয়া ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তাই এ ব্রিজটি দ্রুত সংস্কার না হলে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে।

মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান বাহালুল জানান, ব্রিজটি সংস্কার খুবই জরুরি এবং এ ব্রিজটি মোহাম্মদপুর এলাকাবাসী পারাপার হওয়ার একমাত্র মাধ্যম। ব্রিজটি সংস্কারের জন্য বিভাগীয় দপ্তরে যোগাযোগ করেছি।

ব্রিজটি সংস্কারের ব্যাপারে চাটখিল উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রাহাত আলী পাটোয়ারী জানান, আমি এই ব্রিজটি জরুরিভিত্তিতে সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংস্কার না হওয়ায় খানাখন্দে চলাচলে অনুপযোগী, দুর্ভোগ শিক্ষক-শিক্ষার্থীদের

চাটখিলে মোহাম্মদপুর-বাবুপুর সড়কের ব্রিজটির বেহাল দশা

প্রকাশের সময় : ০৩:৩৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মোহাম্মদপুর-বাবুপুর সড়কের সংকরপুর খালের উপর অবস্থিত ব্রিজটির বেহাল দশা। স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্রছাত্রী, পথচারী ও ব্যবসায়ীদের মালামাল পারাপারের একমাত্র মাধ্যম এই ব্রিজটি। ব্রিজটি দিয়ে প্রতিনিয়ত শত শত যানবাহন ও স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্রছাত্রীরা পারাপার হচ্ছে।

প্রতিনিয়ত যানবাহন চলাচলে দুর্ঘটনার শিকার হচ্ছে এবং রাত-বিরাতে কোনো লোক অসুস্থ হলে তাকে দ্রুত হাসপাতালে নেয়া ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তাই এ ব্রিজটি দ্রুত সংস্কার না হলে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে।

মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান বাহালুল জানান, ব্রিজটি সংস্কার খুবই জরুরি এবং এ ব্রিজটি মোহাম্মদপুর এলাকাবাসী পারাপার হওয়ার একমাত্র মাধ্যম। ব্রিজটি সংস্কারের জন্য বিভাগীয় দপ্তরে যোগাযোগ করেছি।

ব্রিজটি সংস্কারের ব্যাপারে চাটখিল উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রাহাত আলী পাটোয়ারী জানান, আমি এই ব্রিজটি জরুরিভিত্তিতে সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।