চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জ জেলায় বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১৬ জনের পরিবারের পাশে দাঁড়ালো বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। তাদের পরিবারের অনুকূলে মঞ্জুরিকৃত ৮০ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে। প্রত্যেক পরিবারের পেয়েছেন ৫ লক্ষ টাকার চেক। সড়ক পরিবহন আইন-২০১৮ ও বিধিমালা-২০২২ অনুয়ায়ী ট্রাস্টি বোর্ডের সহায়তায় এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই চেক বিতরণ করেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।
বিআরটিএ চেয়ারম্যান বলেন, সরকার ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পাশে দ্রুত সহায়তা পৌঁছে দিতে বদ্ধপরিকর। আগে অনেকেই এই সহায়তার বিষয়ে জানতেন না যে সরকার এ ধরনের সহায়তা দেয়। তবে এখন তা জনসচেতনতা বাড়াতে প্রচারণাও বাড়ানো হয়েছে।
বিআরটিএ’র সেবা নিয়ে তিনি বলেন, বর্তমানে সংস্থাটি একদিনেই গাড়ির মালিকানা পরিবর্তন ও ফিটনেস পরীক্ষা সম্পন্ন করছে। সব কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে আসায় জনসাধারণ এখন আগের তুলনায় দ্রুত সেবা পাচ্ছে; এত কমেছে হয়রানি।
অতিরিক্ত জেলা প্রশাসক নাকিব হোসেন তরফদারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. আনিছুর রহমান, মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সাইদুর রহমান, সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু প্রমুখ।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, বিআরটিএ প্রতিনিধি, বাস-মালিক সমিতি ও মটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।