Dhaka রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যালয়ের ছাদে ৩ ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : 

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৫ নং ওয়ার্ডের নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় (টাউন হাইস্কুল) এর পুরাতন ভবনের ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে পৌর এলাকার টাউন হাই স্কুলের ছাদ থেকে এসব ককটেল উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

ককটেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রইস উদ্দীন।

তিনি বলেন, গোপন সংবাদ এর ভিত্তিতে জানতে পারি নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় (টাউন হাইস্কুল) এর পুরাতন ভবনের ছাদে ককটেল পড়ে আছে। পরে তিনটি ককটেল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

রইস উদ্দীন বলেন, ধারণা করা হচ্ছে নাশকতার উদ্দেশ্যে কোনো দুষ্কৃতকারীরা ককটেলগুলো নিরাপদ স্থান ভেবে স্কুলের ছাদে রাখে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তদন্ত করে ককটেল রাখা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার জেলা নির্বাচন অফিসের পেছনে আম বাগান থেকে দুটি ও গত রোববার পৌরসভার ভেতরে ড্রেন থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি ককটেল উদ্ধার করে পুলিশ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংস্কারের ভবিষ্যৎ পরবর্তী সংসদের হাতে ছেড়ে দেব না : নাহিদ ইসলাম

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যালয়ের ছাদে ৩ ককটেল উদ্ধার

প্রকাশের সময় : ১০:৩৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : 

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৫ নং ওয়ার্ডের নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় (টাউন হাইস্কুল) এর পুরাতন ভবনের ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে পৌর এলাকার টাউন হাই স্কুলের ছাদ থেকে এসব ককটেল উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

ককটেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রইস উদ্দীন।

তিনি বলেন, গোপন সংবাদ এর ভিত্তিতে জানতে পারি নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় (টাউন হাইস্কুল) এর পুরাতন ভবনের ছাদে ককটেল পড়ে আছে। পরে তিনটি ককটেল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

রইস উদ্দীন বলেন, ধারণা করা হচ্ছে নাশকতার উদ্দেশ্যে কোনো দুষ্কৃতকারীরা ককটেলগুলো নিরাপদ স্থান ভেবে স্কুলের ছাদে রাখে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তদন্ত করে ককটেল রাখা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার জেলা নির্বাচন অফিসের পেছনে আম বাগান থেকে দুটি ও গত রোববার পৌরসভার ভেতরে ড্রেন থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি ককটেল উদ্ধার করে পুলিশ।