নিজস্ব প্রতিবেদক :
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নামে সিএনজিচালিত অটোরিকশা থেকে চাঁদা আদায় বন্ধের দাবিতে রাজধানীর পোস্তগোলা ব্রিজ অবরোধ করে আন্দোলন করছেন চালকরা। এতে পোস্তগোলা ব্রিজ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। যার কারণে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টা থেকে কয়েকশ চালক জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।
জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নামে প্রত্যেক অটোরিকশা থেকে ৬০ টাকা করে চাঁদা নেওয়া হচ্ছে। চালকরা এটি দিতে রাজি নন। এর প্রতিবাদে চালকরা একত্র হয়ে পোস্তগোলা ব্রিজ বন্ধ করেন। ফলে ঢাকা থেকে পোস্তগোলা ব্রিজ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
জানতে চাইলে শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ব্রিজে টোল দেওয়ার জন্য সিটি টোল নামে একটি প্রতিষ্ঠানকে নতুন করে ইজারা দেয় সিটি করপোরেশন। তবে সিএনজিচালকরা টোল না দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে। বিষয়টি সিটি করপোরেশনকে জানানো হয়েছে। সিটি করপোরেশন বিষয়টি নিয়ে আজ রাতে চালকদের সঙ্গে বসবে।
তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে চালকদের সঙ্গে কথা বলে সড়ক স্বাভাবিক করেছে। এখন সড়ক অবরোধ নেই।