Dhaka শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদাবাজি ও জমি দখল মামলায় সাবেক এমপি দবিরুল কারাগারে

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : 

চাঁদাবাজি ও জমির জবর দখল মামলায় ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি আলহাজ্ব মো. দবিরুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিশেষ আদালতের বিচারক রহিমা খাতুন এ আদেশ দেন।

বুধবার (২ অক্টোবর) মধ্যরাতে তাকে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেনের বাসা থেকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফেরদৌস হাসান।

তিনি জানান, ব্যবসায়ী হাবিবুর রহমান বাবলুর দায়ের করা চাঁদাবাজি ও ভূমি জবর দখলের একটি মামলায় তাকে গ্রেফতার করে আদালতে তোলা হয়। এ সময় আমরা তার জামিন চাইলে, বিজ্ঞ আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশ জানায়, গত ৩ সেপ্টেম্বর স্থানীয় ব্যবসায়ী হাবিবুর রহমান বাবলু বাদী হয়ে ১০ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ এনে দবিরুল ইসলামকে প্রধান আসামি করে ২৮ জনের নাম উল্লেখ করে আদালতে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় সাবেক এ এমপিকে বুধবার রাত ২টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেনের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ১১ সেপ্টেম্বর ঢাকার নিকুঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় দবিরুল ইসলামের ছেলে সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজনকে।

দবিরুল ইসলাম ১৯৮৬ সালে প্রথম এমপি নির্বাচিত হন। এরপর থেকে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ পর্যন্ত তিনি ঠাকুরগাঁও-২ আসনে টানা সাত বার এমপি হন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আমতলী-তালতলী আঞ্চলিক সড়ক বেহাল, দুর্ভোগে স্থানীয়রা

চাঁদাবাজি ও জমি দখল মামলায় সাবেক এমপি দবিরুল কারাগারে

প্রকাশের সময় : ০৩:৫৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : 

চাঁদাবাজি ও জমির জবর দখল মামলায় ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি আলহাজ্ব মো. দবিরুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিশেষ আদালতের বিচারক রহিমা খাতুন এ আদেশ দেন।

বুধবার (২ অক্টোবর) মধ্যরাতে তাকে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেনের বাসা থেকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফেরদৌস হাসান।

তিনি জানান, ব্যবসায়ী হাবিবুর রহমান বাবলুর দায়ের করা চাঁদাবাজি ও ভূমি জবর দখলের একটি মামলায় তাকে গ্রেফতার করে আদালতে তোলা হয়। এ সময় আমরা তার জামিন চাইলে, বিজ্ঞ আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশ জানায়, গত ৩ সেপ্টেম্বর স্থানীয় ব্যবসায়ী হাবিবুর রহমান বাবলু বাদী হয়ে ১০ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ এনে দবিরুল ইসলামকে প্রধান আসামি করে ২৮ জনের নাম উল্লেখ করে আদালতে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় সাবেক এ এমপিকে বুধবার রাত ২টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেনের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ১১ সেপ্টেম্বর ঢাকার নিকুঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় দবিরুল ইসলামের ছেলে সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজনকে।

দবিরুল ইসলাম ১৯৮৬ সালে প্রথম এমপি নির্বাচিত হন। এরপর থেকে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ পর্যন্ত তিনি ঠাকুরগাঁও-২ আসনে টানা সাত বার এমপি হন।