Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

চলন্ত বাস থেকে যাত্রীকে ফেলে দিল হেলপার

ভিক্টর পরিবহনের বাস থেকে যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেয় হেলপার

কথা কাটাকাটির জের ধরে বাসের হেলপার ধাক্কা দিয়ে ফেলে দিল যাত্রীকে। চলন্ত বাস থেকে পড়ে ইউসুফ নামের এক যাত্রী গুরুতর আহত হয়েছে।রাজধানীর রামপুরায় ভিক্টর পরিবহনের বাসে এই ঘটনা ঘটে। গুরুতর আহত যাত্রী ইউসুফকে (৩৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রামপুরা এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় ওই যাত্রীকে প্রথমে রামপুরা বেটার লাইফ হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

তবে আহত ওই যাত্রীর বিস্তারিত পরিচয় জানা যায়নি। তার অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় ভিক্টর পরিবহনের বাসটি আটক করা হয়েছে।

এদিকে ঘটনার পরে বাসের যাত্রীরা হেলপার ও চালককে আটক করলেও স্থানীয় সন্ত্রাসীরা তাদের ছিনিয়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন : ঢাকা-জাফলং বাস সার্ভিস চালু হচ্ছে সোমবার

জানা গেছে, যাত্রী ইউসুফ তাকে রামপুরা বাজারে নামিয়ে দিতে বললে ভিক্টর বাসটির হেলপার জানায় সামনের স্ট্যান্ডে নামাবে। এ নিয়ে ইউসুফ ও হেলপারের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। বাসটি উলন রোডের সামনে গেলে ইউসুফকে মারধর করে হেলপার। এ সময় বাসে থাকা অন্য যাত্রীরা প্রতিবাদ করলে আরেক যাত্রীকেও মারধর করে। একপর্যায়ে ইউসুফকে ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে দেয় হেলপার।

হাতিরঝিল থানার ডিউটি অফিসার এসআই মো. নজরুল ইসলাম বলেন, ওই যাত্রীকে নির্ধারিত স্ট্যান্ডে না নামিয়ে অন্য স্ট্যান্ডে নামতে বলায় ঘটনার সূত্রপাত। কথা কাটাকাটির এক পর্যায়ে ওই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেয় হেলপার।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিক্টর পরিবহনের বাসটি আটক করে। তবে চালক ও হেলপারকে আটক করা যায়নি বলে জানান তিনি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

চলন্ত বাস থেকে যাত্রীকে ফেলে দিল হেলপার

প্রকাশের সময় : ০৫:৪০:১৯ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০

কথা কাটাকাটির জের ধরে বাসের হেলপার ধাক্কা দিয়ে ফেলে দিল যাত্রীকে। চলন্ত বাস থেকে পড়ে ইউসুফ নামের এক যাত্রী গুরুতর আহত হয়েছে।রাজধানীর রামপুরায় ভিক্টর পরিবহনের বাসে এই ঘটনা ঘটে। গুরুতর আহত যাত্রী ইউসুফকে (৩৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রামপুরা এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় ওই যাত্রীকে প্রথমে রামপুরা বেটার লাইফ হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

তবে আহত ওই যাত্রীর বিস্তারিত পরিচয় জানা যায়নি। তার অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় ভিক্টর পরিবহনের বাসটি আটক করা হয়েছে।

এদিকে ঘটনার পরে বাসের যাত্রীরা হেলপার ও চালককে আটক করলেও স্থানীয় সন্ত্রাসীরা তাদের ছিনিয়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন : ঢাকা-জাফলং বাস সার্ভিস চালু হচ্ছে সোমবার

জানা গেছে, যাত্রী ইউসুফ তাকে রামপুরা বাজারে নামিয়ে দিতে বললে ভিক্টর বাসটির হেলপার জানায় সামনের স্ট্যান্ডে নামাবে। এ নিয়ে ইউসুফ ও হেলপারের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। বাসটি উলন রোডের সামনে গেলে ইউসুফকে মারধর করে হেলপার। এ সময় বাসে থাকা অন্য যাত্রীরা প্রতিবাদ করলে আরেক যাত্রীকেও মারধর করে। একপর্যায়ে ইউসুফকে ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে দেয় হেলপার।

হাতিরঝিল থানার ডিউটি অফিসার এসআই মো. নজরুল ইসলাম বলেন, ওই যাত্রীকে নির্ধারিত স্ট্যান্ডে না নামিয়ে অন্য স্ট্যান্ডে নামতে বলায় ঘটনার সূত্রপাত। কথা কাটাকাটির এক পর্যায়ে ওই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেয় হেলপার।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিক্টর পরিবহনের বাসটি আটক করে। তবে চালক ও হেলপারকে আটক করা যায়নি বলে জানান তিনি।