বিনোদন ডেস্ক :
বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আম আদমি পার্টির নেতা ও সংসদ সদস্য রাঘব চাড্ডার প্রেমের গুঞ্জন অনেকদিন থেকেই চলছিলো। কিন্তু বলিউড ও রাজনীতির এই নতুন জুটি কিন্তু এ ব্যাপারে একেবারে মুখে কুলুপ এঁটেছে। হাজার প্রশ্ন করলেও, বিয়ে নিয়ে তারা কিন্তু কিছুই বলছেন না। তবে ঘনিষ্ঠমহল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এপ্রিলেই নাকি বাগদান সেরে ফেলেছেন পরিণীতি ও রাঘব। দিল্লিতেই নাকি হবে বাগদানের অনুষ্ঠান।
হ্যাঁ, ঠিক এমনটাই বলেছিলেন পরিণীতি। একটি ছবির প্রচারেই এই মন্তব্য করতে শোনা যায় পরিণীতিকে। তার কথায়, নেতাদের একেবারেই তার পছন্দ নয়। তাই নেতাদের কখনই তিনি বিয়ে করবেন না। এই ভিডিও ভাইরাল হতেই উঠছে প্রশ্ন। তাহলে কী মন বদলে গেল পরিণীতির! সে উত্তরও অধরা।
পরিণীতি-রাঘবের সম্পর্ক নিয়ে গুঞ্জন-ফিসফাস শুরু হয় রেস্তরাঁ-কাণ্ড থেকে। মুম্বাইয়ের এক অভিজাত রেস্তরাঁয় প্রথমে দুজনকে একসঙ্গে ডিনার করতে দেখা যায়। তারপরই আবার আরেক রেস্তরাঁয় লাঞ্চের জন্য যান দুজন। এতেই প্রেমের জল্পনা জোরালো হয়।
হিন্দুস্তান টাইমসের তথ্য অনুযায়ী, বাগদান অনুষ্ঠানের জন্য এরই মধ্যে দিল্লিতে পৌঁছেছেন পরিণীতি। এদিকে রাঘব চাড্ডাকে দিল্লি এয়ারপোর্টে পরিণীতিকে পিক আপ করতে দেখা গেছে।
জানা যায় তাদের দুজনই বাগদানের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। আগামী সপ্তাহে দিল্লিতে বাগদান সারবেন পরিণীতি-রাঘব।
এছাড়া সূত্রের বরাতে আরও জানা গেছে, বাগদান অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য ও কাছের কিছু বন্ধু উপস্থিত থাকবেন। এদিকে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসও এখন ভারতে। ধারণা করা হচ্ছে পরিণীতির বাগদানে অংশ নেওয়ার পরিকল্পনা করেই ভারতে এসেছেন তারা।