Dhaka রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

চলচ্চিত্র শুধু দুই ঈদের জন্য নয়, আসেন খেলি : ওমর সানী

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:২২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩
  • ১৯৩ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

ঈদে মুক্তিপ্রাপ্ত পাঁচ সিনেমার মধ্যে তিনটি সিনেমা আলোচনায় রয়েছে প্রেক্ষাগৃহে অগ্রিম টিকেট পেতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে দর্শকদের। এ বিষয়টি অনেকে বাংলা সিনেমার সাফল্য হিসেবে দেখলেও সন্তুষ্ট হতে পারছেন না ওমর সানী।

এ বিষয়ে পুরনো সময়কে মনে করে সারা বছরই সিনেমার এমন চিত্র দেখার ইচ্ছে পোষণ করলেন ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেতা।

বুধবার (১২ জুলাই) দিনগত রাতে ফেসবুকে ওমর সানী লিখেছেন, ‘ঈদ গেছে এবার আসেন ১২ মাস খেলি যেভাবে খেলতেন আমাদের সিনিয়র। তারপর চম্পা, রুবেল, নাঈম, শাবনাজ, মান্না, দিতি, ওমর সানী, বাপ্পারাজ, সালমান শাহ, মৌসুমী, শাবনূর, অরুণা বিশ্বাস, শাহনাজ, পপি, পূর্ণিমা, আমিন খান, অমিত হাসান, শাকিল খান, রিয়াজ, ফেরদৌস, রেসি, আলেকজান্ডার ব্রো, মুনমুন, মিশা সওদাগর, ডিপজল ও হুমায়ুন ফরিদী এইভাবে সারা বছর আমাদের সিনেমা চলত।

দুই ঈদের সিনেমার মতো সারাবছর সিনেমা হলে দর্শক দেখতে চান তিনি। এ বিষয়ে তিনি বললেন, এক ঈদেই স্টার, মেগাস্টার, সুপারস্টার- এগুলো ভাব নিয়েন না, সারা বছর দেখান। চলচ্চিত্র সারা বছরের, দুই ঈদের জন্য চলচ্চিত্র নয়। আসেন খেলি।

নুর হোসেন বলাইয়ের ‘এই নিয়ে সংসার’ সিনেমার মাধ্যমে ১৯৯২ সালে অভিষেক হয়েছিল ওমর সানীর। মৌসুমীর বিপরীতে প্রথমবার অভিনয় করেন ১৯৯৪ সালে। দিলীপ বিশ্বাসের ‘দোলা’ সিনেমায় দেখা যায় তাদের। খলনায়ক হিসেবেও সফলতা পেয়েছেন এই অভিনেতা। ২০০৩ সালে ‘ওরা দালাল’ সিনেমায় দেখা যায় তাকে।

পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে এবার ঈদে। এগুলো হলো, ‘প্রিয়তমা’, ‘সুড়ঙ্গ’, ‘প্রহেলিকা’, ‘ক্যাসিনো’, ‘লাল শাড়ি’। এরমধ্যে দর্শক চাহিদায় এগিয়ে আছে ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’।

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

চলচ্চিত্র শুধু দুই ঈদের জন্য নয়, আসেন খেলি : ওমর সানী

প্রকাশের সময় : ০৪:২২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩

বিনোদন ডেস্ক : 

ঈদে মুক্তিপ্রাপ্ত পাঁচ সিনেমার মধ্যে তিনটি সিনেমা আলোচনায় রয়েছে প্রেক্ষাগৃহে অগ্রিম টিকেট পেতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে দর্শকদের। এ বিষয়টি অনেকে বাংলা সিনেমার সাফল্য হিসেবে দেখলেও সন্তুষ্ট হতে পারছেন না ওমর সানী।

এ বিষয়ে পুরনো সময়কে মনে করে সারা বছরই সিনেমার এমন চিত্র দেখার ইচ্ছে পোষণ করলেন ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেতা।

বুধবার (১২ জুলাই) দিনগত রাতে ফেসবুকে ওমর সানী লিখেছেন, ‘ঈদ গেছে এবার আসেন ১২ মাস খেলি যেভাবে খেলতেন আমাদের সিনিয়র। তারপর চম্পা, রুবেল, নাঈম, শাবনাজ, মান্না, দিতি, ওমর সানী, বাপ্পারাজ, সালমান শাহ, মৌসুমী, শাবনূর, অরুণা বিশ্বাস, শাহনাজ, পপি, পূর্ণিমা, আমিন খান, অমিত হাসান, শাকিল খান, রিয়াজ, ফেরদৌস, রেসি, আলেকজান্ডার ব্রো, মুনমুন, মিশা সওদাগর, ডিপজল ও হুমায়ুন ফরিদী এইভাবে সারা বছর আমাদের সিনেমা চলত।

দুই ঈদের সিনেমার মতো সারাবছর সিনেমা হলে দর্শক দেখতে চান তিনি। এ বিষয়ে তিনি বললেন, এক ঈদেই স্টার, মেগাস্টার, সুপারস্টার- এগুলো ভাব নিয়েন না, সারা বছর দেখান। চলচ্চিত্র সারা বছরের, দুই ঈদের জন্য চলচ্চিত্র নয়। আসেন খেলি।

নুর হোসেন বলাইয়ের ‘এই নিয়ে সংসার’ সিনেমার মাধ্যমে ১৯৯২ সালে অভিষেক হয়েছিল ওমর সানীর। মৌসুমীর বিপরীতে প্রথমবার অভিনয় করেন ১৯৯৪ সালে। দিলীপ বিশ্বাসের ‘দোলা’ সিনেমায় দেখা যায় তাদের। খলনায়ক হিসেবেও সফলতা পেয়েছেন এই অভিনেতা। ২০০৩ সালে ‘ওরা দালাল’ সিনেমায় দেখা যায় তাকে।

পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে এবার ঈদে। এগুলো হলো, ‘প্রিয়তমা’, ‘সুড়ঙ্গ’, ‘প্রহেলিকা’, ‘ক্যাসিনো’, ‘লাল শাড়ি’। এরমধ্যে দর্শক চাহিদায় এগিয়ে আছে ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’।