বিনোদন ডেস্ক :
দেশজুড়ে বইছে দ্বাদশ জাতীয় নির্বাচনী হাওয়া। তারকাদের মধ্যে এ নির্বাচনের প্রার্থী হয়েছিলেন অনেকেই। কেউ বাদ পড়েছেন দল থেকে আবার বাতিল হয়েছে কারো মনোনয়ন পত্র। এরই মধ্যে এল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের খবর। আগামী বছরের ফেব্রুয়ারির ৮ তারিখের মধ্যে এই সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানালেন নিপুণ আক্তার।
রোববার (০৩ ডিসেম্বর) দুপুরে বিএফডিসিতে অবস্থিত শিল্পী সমিতির অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি।
তিনি বলেন, বর্তমান কমিটির মেয়াদ প্রায় শেষের দিকে। জাতীয় নির্বাচনের কারণে এখন কোনও নির্বাচনের তপশিল ঘোষণা করা যাবে না। তাই জাতীয় নির্বাচনের পর ফেব্রুয়ারির ৮ তারিখের মধ্যে শিল্পী সমিতির আসন্ন নির্বাচনের তপশিল ঘোষণা করা হবে।
নিজের প্যানেলের বিষয়ে বলেন, গতবারও আমার প্যানেলে চমক ছিল। এরপর চমকের পর চমক দেখেই যাচ্ছেন। সামনে নির্বাচনেও চমক নিয়েই প্যানেল ঘোষণা করব।
এর আগে ২০২২ সালের ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে সভাপতি নির্বাচিত হন ইলিয়াস কাঞ্চন।
শিল্পী সমিতির বর্তমান কার্যকরী সদস্য ফেরদৌস আহমেদ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন। তিনি নির্বাচন করবেন ঢাকা-১০ আসন থেকে। এজন্য তাকে সংবর্ধনা দেওয়া হবে বলেও জানান নিপুণ।
তিনি জানান, আগামী ১৬ ডিসেম্বর চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে ফেরদৌস ভাইকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানে চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট ১৮ সংগঠনের নেতাকর্মীরাসহ সবাই উপস্থিত থাকবেন।