চট্টগ্রাম জেলা প্রতিনিধি :
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল থেকে রোগী বাগানোর সঙ্গে জড়িত চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাতে হাসপাতালের গাইনি ওয়ার্ডের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বোরহান উদ্দিন (২৪) এবং সুজন দাস (৩৮)।
গ্রেফতার বোরহান উদ্দিনের গ্রামের বাড়ি কক্সবাজারের রামু উপজেলার রাজারপুল এলাকায়। তার বাবার নাম জিয়াবুল হোসেন। এছাড়া সুজন দাসের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার নিশ্চিন্তপুর এলাকায়। তার বাবার নাম মিলন দাস।
পুলিশ জানিয়েছে, আটক দুজন বিভিন্ন বেসরকারি হাসপাতালে রোগী ভাগিয়ে নিয়ে যাওয়া, বেসরকারি হাসপাতালে রোগীদের পরীক্ষা করতে বাধ্য করা এবং নির্দিষ্ট ফার্মেসি থেকে ওষুধ কিনতে বাধ্য করাসহ নানা কার্যক্রমে জড়িত।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নুরুল আলম আশেক বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালটিতে চট্টগ্রামসহ পাশ্ববর্তী জেলাগুলো থেকেও রোগী আসে। এখানে গরীম-মধ্যবিত্ত রোগী বেশি। তাদের দালালদের হাতে পড়ে ক্ষতিগ্রস্ত হতে হয়। বিভিন্ন বেসরকারি হাসপাতালে রোগী ভাগিয়ে নিয়ে যাওয়া, বেসরকারি হাসপাতালে রোগীদের পরীক্ষা করতে বাধ্য করা এবং নির্দিষ্ট ফার্মেসি থেকে ওষুধ কিনতে বাধ্য করাসহ নানা কার্যক্রমে জড়িত।
বৃহস্পতিবার রাতে এ ধরনের কাজে জড়িত দুইজনকে গাইনি ওয়ার্ডের সামনে থেকে আটক করে পুলিশ। পরে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।