Dhaka রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা পাকিস্তানের

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:০৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩
  • ১৯১ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

এশিয়া কাপে খেলার সময় কাঁধে চোট পেয়েছিলেন নাসিম শাহ। ফর্মে থাকা ডানহাতি এই পেসারকে হারানো পাকিস্তানের জন্য বড় ধাক্কা। তাই তাকে ছাড়াই বিশ্বকাপে দল সাজাতে হয়েছে দলটিকে।

আগামী অক্টোবরে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেন পিসিবির প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক। যেখানে চমক বলতে গেলে শুধু হাসান আলী। গত এক বছর কোনো ওয়ানডে খেলেননি ডানহাতি এই পেসার। লিস্ট ‘এ’ ক্রিকেটও খেলেছেন সেই গত ডিসেম্বরে। তবে তার অভিজ্ঞতার ওপর আস্থা রেখেছেন ইনজামাম। তাই বিশ্বকাপের দলে ৬০ ওয়ানডেতে ৯১ উইকেট নেওয়া ডানহাতি পেসারকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করেছেন তিনি।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন পিসিবির প্রধান নির্বাচক ইনজামাম-উল হক। বিশ্বকাপে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন নিয়মিত অধিনায়ক বাবর আজম। আর সহ-অধিনায়ক হিসেবে শাদাব খানকে রাখা হয়েছে। এর আগে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) অধিনায়ক ও সহ-অধিনায়কের সঙ্গে বৈঠকে দল ঘোষণার কথা জানায় তারা।

এশিয়া কাপে সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচে চোট পাওয়া নাসিম শাহ পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন। তাঁর সুস্থ হতে ৬-৮ সপ্তাহ সময় লাগবে বলে জানা গেছে। তার পরিবর্তে লম্বা সময় পর জাতীয় দলে ফিরেছেন আরেক পেসার হাসান আলী।

গুঞ্জন ছিল দলে জায়গা হারাচ্ছেন শাদাব খান। তবে সেটা বাতাসে উড়ে গেছে। শাদাব দলেতো আছেনই, একই সঙ্গে সহ অধিনায়কের দায়িত্বেও বহাল আছেন।

তবে এশিয়া কাপে পাকিস্তান দলে থাকা ফাহিম আশরাফের জায়গা হয়নি বিশ্বকাপ স্কোয়াডে। তাঁর বদলে নেয়া হয়েছে লেগ স্পিনার উসামা মীর। ফলে বিশ্বকাপে শাদাব খান, মোহাম্মদ নওয়াজ এবং উসামাকে নিয়ে শক্তিশালী একটি স্পিন আক্রমণই গড়তে পারবে বাবর আজমের দল। আর পেস আক্রমণে শাহিন আফ্রিদি এবং হারিস, হাসানদের সঙ্গী হবেন মহাম্মদ ওয়াসিম জুনিয়র।

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড-

বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, ইমাম উল হক, আবদুল্লাহ শফিক, ইফতিখার আহমেদ, শাদাব খান (সহ-অধিনায়ক), মোহাম্মদ নাওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সালমান আলী আগা, ওসামা মীর, সৌদ শাকিল, হাসান আলী।

রিজার্ভ ক্রিকেটার-

মোহাম্মদ হারিস, আবরার আহমাদ, জামান খান।

জনপ্রিয় খবর

আবহাওয়া

দেশে মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার : ইসি সচিব

চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা পাকিস্তানের

প্রকাশের সময় : ০৪:০৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

এশিয়া কাপে খেলার সময় কাঁধে চোট পেয়েছিলেন নাসিম শাহ। ফর্মে থাকা ডানহাতি এই পেসারকে হারানো পাকিস্তানের জন্য বড় ধাক্কা। তাই তাকে ছাড়াই বিশ্বকাপে দল সাজাতে হয়েছে দলটিকে।

আগামী অক্টোবরে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেন পিসিবির প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক। যেখানে চমক বলতে গেলে শুধু হাসান আলী। গত এক বছর কোনো ওয়ানডে খেলেননি ডানহাতি এই পেসার। লিস্ট ‘এ’ ক্রিকেটও খেলেছেন সেই গত ডিসেম্বরে। তবে তার অভিজ্ঞতার ওপর আস্থা রেখেছেন ইনজামাম। তাই বিশ্বকাপের দলে ৬০ ওয়ানডেতে ৯১ উইকেট নেওয়া ডানহাতি পেসারকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করেছেন তিনি।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন পিসিবির প্রধান নির্বাচক ইনজামাম-উল হক। বিশ্বকাপে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন নিয়মিত অধিনায়ক বাবর আজম। আর সহ-অধিনায়ক হিসেবে শাদাব খানকে রাখা হয়েছে। এর আগে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) অধিনায়ক ও সহ-অধিনায়কের সঙ্গে বৈঠকে দল ঘোষণার কথা জানায় তারা।

এশিয়া কাপে সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচে চোট পাওয়া নাসিম শাহ পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন। তাঁর সুস্থ হতে ৬-৮ সপ্তাহ সময় লাগবে বলে জানা গেছে। তার পরিবর্তে লম্বা সময় পর জাতীয় দলে ফিরেছেন আরেক পেসার হাসান আলী।

গুঞ্জন ছিল দলে জায়গা হারাচ্ছেন শাদাব খান। তবে সেটা বাতাসে উড়ে গেছে। শাদাব দলেতো আছেনই, একই সঙ্গে সহ অধিনায়কের দায়িত্বেও বহাল আছেন।

তবে এশিয়া কাপে পাকিস্তান দলে থাকা ফাহিম আশরাফের জায়গা হয়নি বিশ্বকাপ স্কোয়াডে। তাঁর বদলে নেয়া হয়েছে লেগ স্পিনার উসামা মীর। ফলে বিশ্বকাপে শাদাব খান, মোহাম্মদ নওয়াজ এবং উসামাকে নিয়ে শক্তিশালী একটি স্পিন আক্রমণই গড়তে পারবে বাবর আজমের দল। আর পেস আক্রমণে শাহিন আফ্রিদি এবং হারিস, হাসানদের সঙ্গী হবেন মহাম্মদ ওয়াসিম জুনিয়র।

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড-

বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, ইমাম উল হক, আবদুল্লাহ শফিক, ইফতিখার আহমেদ, শাদাব খান (সহ-অধিনায়ক), মোহাম্মদ নাওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সালমান আলী আগা, ওসামা মীর, সৌদ শাকিল, হাসান আলী।

রিজার্ভ ক্রিকেটার-

মোহাম্মদ হারিস, আবরার আহমাদ, জামান খান।