Dhaka শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

চতুর্থবার ফ্রান্সের বর্ষসেরা এমবাপ্পে

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:৫৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
  • ১৯৯ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

চলতি মৌসুমের শুরুতে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে পাড়ি দিয়েছেন কিলিয়ান এমবাপে। প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) নিজের শেষ মৌসুমেও দারুণ পারফরম্যান্স উপহার দেন তিনি। এবার সেটির স্বীকৃতি পেলেন ফরাসি তারকা। ফ্রান্সের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড।

শনিবার (১৪ ডিসেম্বর) ২০২৩-২৪ মৌসুমের জন্য সেরা হিসেবে এমবাপের নাম ঘোষণা করা হয়। এই নিয়ে টানা দ্বিতীয় এবং সব মিলিয়ে চতুর্থবারের মতো ফরাসি সাময়িকীর এই পুরস্কার জিতলেন তিনি। এর আগে ২০১৮, ২০১৯ সালের এবং ২০২২-২৩ মৌসুমের পারফরম্যান্সের জন্য পুরস্কারটি জিতেছিলেন ২৫ বছর বয়সী ফরোয়ার্ড।

বর্ষসেরা খেলোয়াড় নির্বাচনে এই ভোটের আয়োজন করে লেকিপে। যেখানে বেনজেমা ও এনগোলো কান্তের ভোট পাননি এমবাপ্পে। প্রতিবেদনে আরও বলা হয়, এমবাপ্পের সঙ্গে একসময় জাতীয় দলে খেলেছেন বেনজেমা। সাবেক চেলসি মিডফিল্ডার কান্তে তো এখনও খেলে যাচ্ছেন। তবে তারা এমবাপ্পেকে বর্ষসেরা ফুটবলারের নির্বাচনে ভোটে দেননি।

আল-ইত্তিহাদ তারকা বেনজেমা ভোট দিয়েছেন এদুয়ার্দো কামাভিঙ্গা, ব্র্যাডলি বারকোলা ও ওয়ারেন জাইরে-এমরিকে। একইভাবে কান্তের ভোটও পাননি এমবাপ্পে। এই মিডফিল্ডার ভোট দেন উইলিয়াম সালিবা, জুলস কুন্দে ও কামাভিঙ্গাকে। তবে তাদের পক্ষে না পেলেও সম্মিলিত ভোটে রিয়াল ফরোয়ার্ডই নিজ দেশের সেরা হয়েছেন।

১৯৫৯ সাল থেকে বর্ষসেরার এই পুরস্কার দিয়ে আসছে ফ্রান্স ফুটবল। শুরুতে শুধু ফ্রান্সে খেলা ফরাসি ফুটবলারদের পুরস্কারটি দেওয়ার রীতি থাকলেও ১৯৯৬ সাল থেকে ফ্রান্সের বাইরে খেলা ফরাসি ফুটবলারদেরও পুরস্কারের জন্য বিবেচনা করা হয়। আগে খেলোয়াড়দের পঞ্জিকাবর্ষের পারফরম্যান্সের হিসাব ধরা হলেও, ২০২৩ সালে নিয়মে পরিবর্তন এনে গোটা একটি মৌসুমকে বিবেচনায় নেওয়া হচ্ছে।

পিএসজিতে ২০২৩-২৪ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি করেন ৫২ গোল। সেবার তিনি ষষ্ঠবারের মতো জেতেন লিগ আঁ শিরোপা, ফরাসি কাপ জয়ের স্বাদও পান। ভোটে এমবাপের পেছনে থেকে দ্বিতীয় হয়েছেন আর্সেনাল ডিফেন্ডার উইলিয়াম সালিবা। এসি মিলান গোলরক্ষক মাইক মিয়াঁ হয়েছেন তৃতীয়। এমবাপের বর্তমান ক্লাবের দুই সতীর্থ এদুয়ার্দো কামাভিঙ্গা চতুর্থ ও অহেলিয়া চুয়ামেনি পঞ্চম হয়েছেন।

পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষে গত গ্রীষ্মে ‘ফ্রি এজেন্ট’ হিসেবে রিয়াল মাদ্রিদে যোগ দেন এমবাপে। এই মৌসুমে স্পেন ও ইউরোপ চ্যাম্পিয়নদের হয়ে এখন পর্যন্ত ২২ ম্যাচে ১২টি গোল ও ২টি অ্যাসিস্ট করেছেন তিনি।

গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে আতালান্তার বিপক্ষে ৩-২ গোলে জেতা ম্যাচে ঊরুতে চোট পাওয়ায় শনিবার লা লিগায় রায়ো ভাইয়েকানোর বিপক্ষে খেলতে পারবেন না এমবাপে। আগামী বুধবার কাতারের দোহায় ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালেও তার খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে নামতে ভোটারদের প্রতি আহ্বান সিইসির

চতুর্থবার ফ্রান্সের বর্ষসেরা এমবাপ্পে

প্রকাশের সময় : ১০:৫৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

চলতি মৌসুমের শুরুতে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে পাড়ি দিয়েছেন কিলিয়ান এমবাপে। প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) নিজের শেষ মৌসুমেও দারুণ পারফরম্যান্স উপহার দেন তিনি। এবার সেটির স্বীকৃতি পেলেন ফরাসি তারকা। ফ্রান্সের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড।

শনিবার (১৪ ডিসেম্বর) ২০২৩-২৪ মৌসুমের জন্য সেরা হিসেবে এমবাপের নাম ঘোষণা করা হয়। এই নিয়ে টানা দ্বিতীয় এবং সব মিলিয়ে চতুর্থবারের মতো ফরাসি সাময়িকীর এই পুরস্কার জিতলেন তিনি। এর আগে ২০১৮, ২০১৯ সালের এবং ২০২২-২৩ মৌসুমের পারফরম্যান্সের জন্য পুরস্কারটি জিতেছিলেন ২৫ বছর বয়সী ফরোয়ার্ড।

বর্ষসেরা খেলোয়াড় নির্বাচনে এই ভোটের আয়োজন করে লেকিপে। যেখানে বেনজেমা ও এনগোলো কান্তের ভোট পাননি এমবাপ্পে। প্রতিবেদনে আরও বলা হয়, এমবাপ্পের সঙ্গে একসময় জাতীয় দলে খেলেছেন বেনজেমা। সাবেক চেলসি মিডফিল্ডার কান্তে তো এখনও খেলে যাচ্ছেন। তবে তারা এমবাপ্পেকে বর্ষসেরা ফুটবলারের নির্বাচনে ভোটে দেননি।

আল-ইত্তিহাদ তারকা বেনজেমা ভোট দিয়েছেন এদুয়ার্দো কামাভিঙ্গা, ব্র্যাডলি বারকোলা ও ওয়ারেন জাইরে-এমরিকে। একইভাবে কান্তের ভোটও পাননি এমবাপ্পে। এই মিডফিল্ডার ভোট দেন উইলিয়াম সালিবা, জুলস কুন্দে ও কামাভিঙ্গাকে। তবে তাদের পক্ষে না পেলেও সম্মিলিত ভোটে রিয়াল ফরোয়ার্ডই নিজ দেশের সেরা হয়েছেন।

১৯৫৯ সাল থেকে বর্ষসেরার এই পুরস্কার দিয়ে আসছে ফ্রান্স ফুটবল। শুরুতে শুধু ফ্রান্সে খেলা ফরাসি ফুটবলারদের পুরস্কারটি দেওয়ার রীতি থাকলেও ১৯৯৬ সাল থেকে ফ্রান্সের বাইরে খেলা ফরাসি ফুটবলারদেরও পুরস্কারের জন্য বিবেচনা করা হয়। আগে খেলোয়াড়দের পঞ্জিকাবর্ষের পারফরম্যান্সের হিসাব ধরা হলেও, ২০২৩ সালে নিয়মে পরিবর্তন এনে গোটা একটি মৌসুমকে বিবেচনায় নেওয়া হচ্ছে।

পিএসজিতে ২০২৩-২৪ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি করেন ৫২ গোল। সেবার তিনি ষষ্ঠবারের মতো জেতেন লিগ আঁ শিরোপা, ফরাসি কাপ জয়ের স্বাদও পান। ভোটে এমবাপের পেছনে থেকে দ্বিতীয় হয়েছেন আর্সেনাল ডিফেন্ডার উইলিয়াম সালিবা। এসি মিলান গোলরক্ষক মাইক মিয়াঁ হয়েছেন তৃতীয়। এমবাপের বর্তমান ক্লাবের দুই সতীর্থ এদুয়ার্দো কামাভিঙ্গা চতুর্থ ও অহেলিয়া চুয়ামেনি পঞ্চম হয়েছেন।

পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষে গত গ্রীষ্মে ‘ফ্রি এজেন্ট’ হিসেবে রিয়াল মাদ্রিদে যোগ দেন এমবাপে। এই মৌসুমে স্পেন ও ইউরোপ চ্যাম্পিয়নদের হয়ে এখন পর্যন্ত ২২ ম্যাচে ১২টি গোল ও ২টি অ্যাসিস্ট করেছেন তিনি।

গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে আতালান্তার বিপক্ষে ৩-২ গোলে জেতা ম্যাচে ঊরুতে চোট পাওয়ায় শনিবার লা লিগায় রায়ো ভাইয়েকানোর বিপক্ষে খেলতে পারবেন না এমবাপে। আগামী বুধবার কাতারের দোহায় ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালেও তার খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।