Dhaka রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

চতুর্থবারের মতো মা হলেন অভিনেত্রী গ্যাল গ্যাডট

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:৫৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪
  • ১৯৭ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

চতুর্থবারের মতো মা হলেন ‘ওয়ান্ডার ওম্যান’খ্যাত অভিনেত্রী গ্যাল গ্যাডট।

বুধবার (৬ মার্চ) এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এ তারকা। সামাজিক মাধ্যমে খবরটি নিজেই জানিয়েছেন।

ইনস্টাগ্রামে নবজাতকের ছবি প্রকাশ করেছেন গ্যাল গ্যাডট। হাসপাতালের বিছানা থেকে প্রকাশ করা ওই ছবির সঙ্গে লিখেছেন, ‘‘আমার মিষ্টি মেয়ে, স্বাগতম। বাচ্চা নেওয়াটা সহজ ছিল না, অবশেষে সেটি আমরা পেরেছি। ওরি, তুমি আমাদের জীবনে এত আলো নিয়ে এসেছ, তোমার নামের মাঝেই আমাদের বেঁচে থাকা। হিব্রুতে ওরি অর্থ ‘আমার আলো’। আমাদের হৃদয় কৃতজ্ঞতায় পূর্ণ। হাউজ অব গার্লসে স্বাগতম… বাবাও খুব খুশি।’’

এদিকে অভিনেত্রীর মা হওয়ার খবর শুনে রীতিমতো অভাক তার ভকতরা। কেননা এর আগে কখনও এ বিষয়ে ভকোনো আভাস দেননি এ তারকা। তাই মন্তব্যের ঘরে অনেকেই প্রকাশ করেছেন বিস্ময়।

২০০৮ সালে জ্যারন ভারসানোকে বিয়ে করেন গ্যাল গ্যাডট। ২০১১ সালে এই দম্পতির প্রথম সন্তান অ্যালমার জন্ম হয়। ২০১৭ সালে তাদের দ্বিতীয় মেয়ে মায়া পৃথিবীতে আসে। ২০২১ সালে জন্ম হয় তৃতীয় কন্যা ড্যানিয়েলার।

এই অভিনেত্রীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘হার্ট অব স্টোন’। গত বছরের ১১ আগস্ট মুক্তি পায় এটি। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘স্নো হোয়াইট’ সিনেমা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সীমানা পুননির্ধারণে পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষভাবে কাজের চেষ্টা করা হয়েছে : সিইসি

চতুর্থবারের মতো মা হলেন অভিনেত্রী গ্যাল গ্যাডট

প্রকাশের সময় : ০৩:৫৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪

বিনোদন ডেস্ক : 

চতুর্থবারের মতো মা হলেন ‘ওয়ান্ডার ওম্যান’খ্যাত অভিনেত্রী গ্যাল গ্যাডট।

বুধবার (৬ মার্চ) এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এ তারকা। সামাজিক মাধ্যমে খবরটি নিজেই জানিয়েছেন।

ইনস্টাগ্রামে নবজাতকের ছবি প্রকাশ করেছেন গ্যাল গ্যাডট। হাসপাতালের বিছানা থেকে প্রকাশ করা ওই ছবির সঙ্গে লিখেছেন, ‘‘আমার মিষ্টি মেয়ে, স্বাগতম। বাচ্চা নেওয়াটা সহজ ছিল না, অবশেষে সেটি আমরা পেরেছি। ওরি, তুমি আমাদের জীবনে এত আলো নিয়ে এসেছ, তোমার নামের মাঝেই আমাদের বেঁচে থাকা। হিব্রুতে ওরি অর্থ ‘আমার আলো’। আমাদের হৃদয় কৃতজ্ঞতায় পূর্ণ। হাউজ অব গার্লসে স্বাগতম… বাবাও খুব খুশি।’’

এদিকে অভিনেত্রীর মা হওয়ার খবর শুনে রীতিমতো অভাক তার ভকতরা। কেননা এর আগে কখনও এ বিষয়ে ভকোনো আভাস দেননি এ তারকা। তাই মন্তব্যের ঘরে অনেকেই প্রকাশ করেছেন বিস্ময়।

২০০৮ সালে জ্যারন ভারসানোকে বিয়ে করেন গ্যাল গ্যাডট। ২০১১ সালে এই দম্পতির প্রথম সন্তান অ্যালমার জন্ম হয়। ২০১৭ সালে তাদের দ্বিতীয় মেয়ে মায়া পৃথিবীতে আসে। ২০২১ সালে জন্ম হয় তৃতীয় কন্যা ড্যানিয়েলার।

এই অভিনেত্রীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘হার্ট অব স্টোন’। গত বছরের ১১ আগস্ট মুক্তি পায় এটি। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘স্নো হোয়াইট’ সিনেমা।