জামালপুর জেলা প্রতিনিধি :
সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, শেখ হাসিনাকে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী বানাবে বাংলাদেশ আওয়ামী লীগ। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সঠিক সময়েই হবে এবং আবারও বিপুল ভোটে নৌকার বিজয় সুনিশ্চিত হবে।
রোববার (৫ নভেম্বর) দুপুরে জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপি ও জামায়তের ডাকা হরতাল-অবরোধ এবং পুলিশ হত্যার প্রতিবাদে শান্তি সমাবেশ শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
মুরাদ হাসান বলেন, দেশে হরতাল অবরোধের নামে হত্যা ,জ্বালাও পোড়াও ভাঙচুর করে কোনো লাভ নেই। অপরাজনীতি করে শেখ হাসিনার উন্নয়নের ধারা বন্ধ করা যাবে না।
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, অবরোধের নামে এখানে গুন্ডামি মাস্তানি চলবে না, ভাঙচুর চলবে না, আগুন সন্ত্রাস চলবে না, জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হলে তোমাদের রাজনীতির কবর রচনা করা হবে।
তিনি বলেন, এখানে অবরোধের নামে সন্ত্রাস সহিংসতা, আগুন দেওয়া, হত্যা, ধ্বংস ও ভাঙচুরের চেষ্টা করা হলে তোমাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। বিএনপির-জামায়তের ডাকা হরতাল অবরোধ সরিষাবাড়ী মানুষ মেনে নেয়নি, মেনে নেবে না। আমরা তাদের আগুন সন্ত্রাসকে প্রতিহত করতে রাজপথে ছিলাম, রাজপথে আছি এবং আমরা রাজপথে থাকব।
সমাবেশে সরিষাবাড়ী উপজেলা যুবলীগের সভাপতি একেএম আশরাফুল আলমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট মতিউর রহমান তালুকদার স্মৃতি সংসদের সভাপতি আজমত আলী মাস্টার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জেলী আক্তার, জেলা পরিষদের সদস্য খোরশেদ আলম ভিপি, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লুলু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনি প্রমুখ।