Dhaka রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে লরির নিচে প্রাইভেটকার অলৌকিকভাবে বাঁচলেন ৪ যাত্রী

চট্টগ্রাম জেলা প্রতিনিধি : 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট এলাকায় লরির নিচে ঢুকে গেছে একটি প্রাইভেটকার। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। আহত হয়েছেন গাড়িচালক। তবে অলৌকিকভাবে বেঁচে গেছেন চার যাত্রী অক্ষত অবস্থায় রয়েছেন। খবর পেয়ে প্রাইভেটকারটি উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শনিবার (৫ আগস্ট) সকাল ১০টার দিকে ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে ঢাকামুখী লেইনে এ দুর্ঘটনা ঘটে।

এসময় প্রাইভেট কারে থাকা লোকজন গগনবিদারী চিৎকার শুরু করে এবং আশেপাশের অনেক লোকজন জড়ো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং পুলিশ এসে ঘণ্টাখানেকের চেষ্টায় বেলা ১১টার দিকে ক্রেন দিয়ে লরি এবং কনটেইনারটি সরিয়ে নেয়।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকারটি উদ্ধার করে। তার আগেই আহত চালককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বিবরণ দিয়ে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, চট্টগ্রাম বন্দরমুখী লরিটি ফৌজদারহাট এলাকায় থেমে থাকা অবস্থায় একইদিক থেকে আসা প্রাইভেটকারটি বেপরোয়া গতিতে লরির পেছন দিকে ঢুকে যায়। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় প্রাইভেটকার চালক আহত হন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আশিক উল্লাহ বলেন, সকাল ৯টার দিকে প্রাইভেটকার চালককে হাসপাতালে আনা হয়। তার নাম মো. সোহেল। তাকে ক্যাজুয়াল্টি বিভাগে ভর্তি করা হয়েছে।

বারো আউলিয়া হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, ভয়াবহ এ দুর্ঘটনায় প্রাইভেট কারে থাকা চার যাত্রী প্রাণে বেঁচে গেছেন। দুর্ঘটনাকবলিত প্রাইভেট কার ও লরি জব্দ করা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নানক-তাপসসহ পলাতক ২৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চট্টগ্রামে লরির নিচে প্রাইভেটকার অলৌকিকভাবে বাঁচলেন ৪ যাত্রী

প্রকাশের সময় : ০১:০০:২৫ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩

চট্টগ্রাম জেলা প্রতিনিধি : 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট এলাকায় লরির নিচে ঢুকে গেছে একটি প্রাইভেটকার। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। আহত হয়েছেন গাড়িচালক। তবে অলৌকিকভাবে বেঁচে গেছেন চার যাত্রী অক্ষত অবস্থায় রয়েছেন। খবর পেয়ে প্রাইভেটকারটি উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শনিবার (৫ আগস্ট) সকাল ১০টার দিকে ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে ঢাকামুখী লেইনে এ দুর্ঘটনা ঘটে।

এসময় প্রাইভেট কারে থাকা লোকজন গগনবিদারী চিৎকার শুরু করে এবং আশেপাশের অনেক লোকজন জড়ো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং পুলিশ এসে ঘণ্টাখানেকের চেষ্টায় বেলা ১১টার দিকে ক্রেন দিয়ে লরি এবং কনটেইনারটি সরিয়ে নেয়।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকারটি উদ্ধার করে। তার আগেই আহত চালককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বিবরণ দিয়ে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, চট্টগ্রাম বন্দরমুখী লরিটি ফৌজদারহাট এলাকায় থেমে থাকা অবস্থায় একইদিক থেকে আসা প্রাইভেটকারটি বেপরোয়া গতিতে লরির পেছন দিকে ঢুকে যায়। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় প্রাইভেটকার চালক আহত হন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আশিক উল্লাহ বলেন, সকাল ৯টার দিকে প্রাইভেটকার চালককে হাসপাতালে আনা হয়। তার নাম মো. সোহেল। তাকে ক্যাজুয়াল্টি বিভাগে ভর্তি করা হয়েছে।

বারো আউলিয়া হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, ভয়াবহ এ দুর্ঘটনায় প্রাইভেট কারে থাকা চার যাত্রী প্রাণে বেঁচে গেছেন। দুর্ঘটনাকবলিত প্রাইভেট কার ও লরি জব্দ করা হয়েছে।