চট্টগ্রাম জেলা প্রতিনিধি :
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আরকান সড়কে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজন হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বোয়ালখালীর মীরপাড়ার জালাল আহমদের ছেলে মো. সেলিম (৪৫), মীরসরাইয়ের জোরারগঞ্জের মো. আদিলের স্ত্রী অঞ্জনা আকতার (৩৫), পটিয়া খরনখাইন ৩ নম্বর ওয়ার্ড বৈদ্য বাড়ির বলরাম দে এর ছেলে বাবুল দে (৬০)। নিহত অপর দুইজনের নাম জানা যায়নি।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বোয়ালখালীর হাওলাপুরী দরবার শরিফে বুধবার উরস শরিফ অনুষ্ঠিত হয়। সেখানে আসা লোকজন সকালে বাসে করে ফিরে যাওয়ার সময় উপজেলার রায়খালী ব্রিজ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এ ঘটনায় পাঁচ জন মারা গেছেন বলে নিশ্চিত হয়েছি। আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে নিহতদের তাৎক্ষণিক পরিচয় কিংবা নাম-ঠিকানা পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিক বলেন, বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় আহত দুজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনকে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত আরেকজনকে হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।