চট্টগ্রাম জেলা প্রতিনিধি :
চট্টগ্রামে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী বহনকারী একটি বাসের সঙ্গে হানিফ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৮ শিক্ষার্থী আহত হয়েছেন।
বুধবার (৬ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার শান্তিরহাট ভেল্লাপাড়া এলাকার চট্টগ্রামমুখী লেইনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত ২০ জনকে বিজিসি ট্রাস্ট মেডিক্যাল কলেজে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া ৮ জনকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডা. সাদিয়া সুলতানা জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন মাহফুজ আলম (৩৪), মো. ইলিয়াস (৪২), মো. মন্তাজ (৩২), শাহ আলম (৩৫), আলী আহমেদ (৭০), রাজিব দে (৩৪), মহিউদ্দিন (৪০) ও অমিত দে (২০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীবাহী বাসটি বেপরোয়া গতিতে রাস্তায় মোড় নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রামগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুই বাসের অন্তত ২৮ যাত্রী আহত হন।
বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার সালাউদ্দিন শাহরিয়ার বলেন, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজে ভর্তি হওয়া আহতদের কারও অবস্থা গুরুতর নয়।
এ বিষয়ে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাদিয়া সুলতানা বলেন, আহতদের মধ্যে ৮ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে ৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকি ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
পটিয়া হাইওয়ে পুলিশের এসআই আলাউদ্দিন বলেন, দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহতদের উদ্ধার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, দুর্ঘটনার শিকার বাসটি পটিয়া থেকে চট্টগ্রাম নগরে যাচ্ছিল। আরেকটি বাসের ধাক্কায় এটি রাস্তার পাশে পড়ে যায়। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।