Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে ড্রোন নির্মাতা আশির উদ্দিনের পাশে তারেক রহমান

চট্টগ্রাম জেলা প্রতিনিধি : 

চট্টগ্রামের বাঁশখালীতে ব্যক্তিগত উদ্যোগে ‘ড্রোন নির্মাতা’ মোহাম্মদ আশির উদ্দিনের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

সোমবার (১৬ জুন) চট্টগ্রামের বাশঁখালীর পুইছড়িতে মোহাম্মদ আশির উদ্দিনের বাড়িতে যান ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভর নেতৃত্বে উক্ত প্রতিনিধি দলটি মোহাম্মদ আশির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন।

এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তার প্রতি শুভেচ্ছা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন।

এদিকে, বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী কারিগরি সহযোগিতা হিসেবে তারেক রহমান-এর পক্ষ থেকে মোহাম্মদ আশির উদ্দিনের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। পাশাপাশি তার আরও বেশি দক্ষতা অর্জনের জন্য সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন।

বাঁশখালী উপজেলার পুইছড়ি ইউনিয়নের দক্ষিণ পুইছড়ি ছমদআলী সিকদারপাড়া এলাকার মো. শাহাব উদ্দিনের ছেলে ড্রোন নির্মাতা মো. আশির উদ্দিন।

তিনি বলেন, ‘ইতিপূর্বে আমি ৭টি ড্রোন তৈরি করে সফলভাবে আকাশে উড়িয়েছি। প্রত্যেকটা ড্রোনে প্রাথমিকপর্যায়ে ৩০ কিলোমিটার রেঞ্জ দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘২০১৫ সালে বাড়ির কাছে অবস্থিত বাঁশখালী পুইছড়ি ইজ্জতিয়া উচ্চবিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৮ সালে মাস্টার নজির আহমদ কলেজ থেকে এইচএসসি পাশ করার পর চট্টগ্রাম নগরীর সামশুন্নাহার পলিটেকনিকে ভর্তি হই। পরিবারের দেওয়া বিভিন্ন সময়ের হাত খরচের টাকা বাঁচিয়ে নানা ধরনের ইলেকট্রনিক জিনিসপত্র নিয়ে আকাশে উড়ানোসহ বিমান বানানোর স্বপ্ন দেখি। ২০১৭ সালে প্রথম বিমান তৈরি করি। বিগত বছরে আমার তৈরি বিমান আকাশে উড়াতে দেখে এলাকার লোকজন ও বন্ধুরা সকলে আমাকে আরও বেশি উৎসাহিত করে। এরপর একে একে বেশ কিছু ড্রোন তৈরি করতে সক্ষম হই।’

মোহাম্মদ আশির উদ্দিনের সাথে সাক্ষাৎকালে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন- বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি।

এছাড়া আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক ইদ্রিস মিয়া, সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক আলী আব্বাস, যুগ্ম আহবায়ক মিসকাতুল ইসলাম পাপ্পা, সদস্য জহিরুল ইসলাম আলমগীর, বাশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসেনী, সাবেক যুগ্ম আহবায়ক লেয়াকত আলী, সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, সাবেক ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান আশিক এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মীরা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চট্টগ্রামে ড্রোন নির্মাতা আশির উদ্দিনের পাশে তারেক রহমান

প্রকাশের সময় : ০৪:০৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫

চট্টগ্রাম জেলা প্রতিনিধি : 

চট্টগ্রামের বাঁশখালীতে ব্যক্তিগত উদ্যোগে ‘ড্রোন নির্মাতা’ মোহাম্মদ আশির উদ্দিনের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

সোমবার (১৬ জুন) চট্টগ্রামের বাশঁখালীর পুইছড়িতে মোহাম্মদ আশির উদ্দিনের বাড়িতে যান ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভর নেতৃত্বে উক্ত প্রতিনিধি দলটি মোহাম্মদ আশির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন।

এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তার প্রতি শুভেচ্ছা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন।

এদিকে, বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী কারিগরি সহযোগিতা হিসেবে তারেক রহমান-এর পক্ষ থেকে মোহাম্মদ আশির উদ্দিনের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। পাশাপাশি তার আরও বেশি দক্ষতা অর্জনের জন্য সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন।

বাঁশখালী উপজেলার পুইছড়ি ইউনিয়নের দক্ষিণ পুইছড়ি ছমদআলী সিকদারপাড়া এলাকার মো. শাহাব উদ্দিনের ছেলে ড্রোন নির্মাতা মো. আশির উদ্দিন।

তিনি বলেন, ‘ইতিপূর্বে আমি ৭টি ড্রোন তৈরি করে সফলভাবে আকাশে উড়িয়েছি। প্রত্যেকটা ড্রোনে প্রাথমিকপর্যায়ে ৩০ কিলোমিটার রেঞ্জ দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘২০১৫ সালে বাড়ির কাছে অবস্থিত বাঁশখালী পুইছড়ি ইজ্জতিয়া উচ্চবিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৮ সালে মাস্টার নজির আহমদ কলেজ থেকে এইচএসসি পাশ করার পর চট্টগ্রাম নগরীর সামশুন্নাহার পলিটেকনিকে ভর্তি হই। পরিবারের দেওয়া বিভিন্ন সময়ের হাত খরচের টাকা বাঁচিয়ে নানা ধরনের ইলেকট্রনিক জিনিসপত্র নিয়ে আকাশে উড়ানোসহ বিমান বানানোর স্বপ্ন দেখি। ২০১৭ সালে প্রথম বিমান তৈরি করি। বিগত বছরে আমার তৈরি বিমান আকাশে উড়াতে দেখে এলাকার লোকজন ও বন্ধুরা সকলে আমাকে আরও বেশি উৎসাহিত করে। এরপর একে একে বেশ কিছু ড্রোন তৈরি করতে সক্ষম হই।’

মোহাম্মদ আশির উদ্দিনের সাথে সাক্ষাৎকালে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন- বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি।

এছাড়া আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক ইদ্রিস মিয়া, সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক আলী আব্বাস, যুগ্ম আহবায়ক মিসকাতুল ইসলাম পাপ্পা, সদস্য জহিরুল ইসলাম আলমগীর, বাশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসেনী, সাবেক যুগ্ম আহবায়ক লেয়াকত আলী, সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, সাবেক ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান আশিক এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মীরা।