Dhaka বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামের ৫০টি গ্রামে শনিবার কুরবানির ঈদ

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ১০:১২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২
  • ২৫৩ জন দেখেছেন

চাঁদ দেখার উপর নির্ভর করে দেশে কুরবানির ঈদ উদযাপিত হবে আগামী রবিবার (১০ জুলাই)। তবে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শনিবার (৯ জুলাই) চট্টগ্রামের ৫০ গ্রামে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।
সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা অন্যান্য বছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপন করবেন। সকাল ১০টায় দরবার শরীফ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

দরবার শরীফের পীর হযরত মাওলানা মোহাম্মদ আরেফুল হাইয়ের বড় ছেলে মুফতি ড. মাওলানা মোহাম্মদ মকছুদুর রহমান জামাতে ইমামতি করবেন। ইতোমধ্যে ঈদ জামাতের সব প্রস্তুতি সম্পন করেছেন সংশ্লিষ্টরা।

চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে থাকা দরবার শরীফের মুরিদগণ এতে অংশ নেবেন বলে জানিয়েছেন মির্জাখীল দরবার শরীফের মুরিদ নজমুল করিম চৌধুরী দুলাল। ঈদের নামাজের পর পশু কোরবানি দেওয়া হবে।

মির্জাখীল দরবার শরীফ সূত্র জানায়, সাতকানিয়ার মির্জাখীল, এওচিয়ার গাটিয়াডেঙ্গা, খাগরিয়ার মৈশামুড়া, পুরানগড়, মাদার্শা, চরতির সুইপুরা, চন্দনাইশের কাঞ্চননগর, হারালা, বাইনজুরি, কানাই মাদারি, সাতবাড়িয়া, বরকল, দোহাজারী, জামিরজুরি, বাঁশখালীর কালিপুর, চাম্বল, শেখেরখীল, ছনুয়া, আনোয়ারার বরুমছড়া, তৈলারদ্বীপ, লোহাগাড়ার পুটিবিলা, কলাউজান, বড়হাতিয়া, এবং পটিয়া, বোয়ালখালী, হাটহাজারী, সন্দ্বী, রাউজান ও ফটিকছড়ির কয়েকটি গ্রামসহ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামের কিছু সংখ্যক মানুষ শনিবার ঈদুল আজহা উদযাপন করবেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, চতুর্দশ সংসদ নির্বাচন থেকে কার্যকর

চট্টগ্রামের ৫০টি গ্রামে শনিবার কুরবানির ঈদ

প্রকাশের সময় : ১০:১২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২

চাঁদ দেখার উপর নির্ভর করে দেশে কুরবানির ঈদ উদযাপিত হবে আগামী রবিবার (১০ জুলাই)। তবে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শনিবার (৯ জুলাই) চট্টগ্রামের ৫০ গ্রামে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।
সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা অন্যান্য বছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপন করবেন। সকাল ১০টায় দরবার শরীফ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

দরবার শরীফের পীর হযরত মাওলানা মোহাম্মদ আরেফুল হাইয়ের বড় ছেলে মুফতি ড. মাওলানা মোহাম্মদ মকছুদুর রহমান জামাতে ইমামতি করবেন। ইতোমধ্যে ঈদ জামাতের সব প্রস্তুতি সম্পন করেছেন সংশ্লিষ্টরা।

চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে থাকা দরবার শরীফের মুরিদগণ এতে অংশ নেবেন বলে জানিয়েছেন মির্জাখীল দরবার শরীফের মুরিদ নজমুল করিম চৌধুরী দুলাল। ঈদের নামাজের পর পশু কোরবানি দেওয়া হবে।

মির্জাখীল দরবার শরীফ সূত্র জানায়, সাতকানিয়ার মির্জাখীল, এওচিয়ার গাটিয়াডেঙ্গা, খাগরিয়ার মৈশামুড়া, পুরানগড়, মাদার্শা, চরতির সুইপুরা, চন্দনাইশের কাঞ্চননগর, হারালা, বাইনজুরি, কানাই মাদারি, সাতবাড়িয়া, বরকল, দোহাজারী, জামিরজুরি, বাঁশখালীর কালিপুর, চাম্বল, শেখেরখীল, ছনুয়া, আনোয়ারার বরুমছড়া, তৈলারদ্বীপ, লোহাগাড়ার পুটিবিলা, কলাউজান, বড়হাতিয়া, এবং পটিয়া, বোয়ালখালী, হাটহাজারী, সন্দ্বী, রাউজান ও ফটিকছড়ির কয়েকটি গ্রামসহ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামের কিছু সংখ্যক মানুষ শনিবার ঈদুল আজহা উদযাপন করবেন।