Dhaka বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামের সার্কিট হাউজে জিয়াউর রহমান হত্যার সাথে আওয়ামী লীগ জড়িত : ফারুক

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৬:২৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • ১৮৭ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

চট্টগ্রামের সার্কিট হাউজে জিয়াউর রহমান হত্যার সাথে আওয়ামী লীগ জড়িত মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে না।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ এর উদ্যোগে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিব্রতকর বক্তব্যের প্রতিবাদে নাগরিক সমাবেশ তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই আওয়ামী লীগ গত ১৫-১৬ বছরে দেশের মানুষের উপর নির্মমভাবে গুম-খুন, অত্যাচার-নির্যাতন চালিয়েছে। গত জুলাই-আগস্টে ছাত্র- জনতার গণআন্দোলনে গণহত্যা চালিয়েছে। এ দেশে আওয়ামী লীগ আর কখনো সোজা হয়ে দাঁড়াতে পারবে না। জনগণ তাদেরকে আর কোনো সুযোগ দিবে না।

জয়নুল আবদীন ফারুক বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয়ের কয়েকদিন আগে সম্পদ লুণ্ঠনের জন্য ভারতের সৈনিকরা বাংলাদেশের প্রবেশ করেছিল। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর এর বিজয় বাংলাদেশের জনগণের। এ দেশের সাধারণ মানুষ যুদ্ধ করে জীবন দিয়ে বিজয় লাভ করেছে। আমরা না খেয়ে ত্রিপুরা, মেঘালয় অবস্থান করে বাংলাদেশে এসে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি।

তিনি বলেন, ভারত বাংলাদেশে গণতন্ত্র চায় না। ভারত যদি গণতন্ত্র চাইতো, তাহলে ২০১৪ সালের নির্বাচনে শেখ হাসিনা কখনো ক্ষমতায় আসতে পারতো না। মমতা, প্রিয়াঙ্কা তাদেরও তলে তলে ব্যথা, আপনারা কেন মোদিকে সমর্থন করেন? শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান, যদি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক এটা চান।

তিনি আরও বলেন, শেখ হাসিনা এই দেশকে যেভাবে শোষণ করা শুরু করেছিল, তার ফলশ্রুতিতে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে তার পতন হয়। তিনি পালাতে বাধ্য হন। অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ড. মুহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণ করেন।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে সাবেক এই বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ড. ইউনূস আপনাকে আমরা এখনো বিশ্বাস করি। বিশ্বাসের ঘরে আগুন লাগানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে। সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। ড. ইউনূসকে বলব, আপনি নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করুন। দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হলে একটি নির্বাচিত সরকার গঠন করা জরুরি।

তিনি বলেন, আদালতকে ধন্যবাদ তারা জানতে চেয়েছেন কীভাবে ওবায়দুল কাদের দেশত্যাগ করেছে। যারা আয়নাঘর বানিয়েছে, মানুষকে নির্যাতন করেছে- তারা কীভাবে দেশ ত্যাগ করে।

সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান, বিএনপি দলীয় সাবেক মহিলা এমপি নুর আফরোজ জ্যোতি প্রমুখ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চলতি বর্ষা যশোরের বিভিন্ন সড়ক-মহাসড়ক চলাচলের অযোগ্য, দুর্ভোগে পথচারীরা

চট্টগ্রামের সার্কিট হাউজে জিয়াউর রহমান হত্যার সাথে আওয়ামী লীগ জড়িত : ফারুক

প্রকাশের সময় : ০৬:২৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

চট্টগ্রামের সার্কিট হাউজে জিয়াউর রহমান হত্যার সাথে আওয়ামী লীগ জড়িত মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে না।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ এর উদ্যোগে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিব্রতকর বক্তব্যের প্রতিবাদে নাগরিক সমাবেশ তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই আওয়ামী লীগ গত ১৫-১৬ বছরে দেশের মানুষের উপর নির্মমভাবে গুম-খুন, অত্যাচার-নির্যাতন চালিয়েছে। গত জুলাই-আগস্টে ছাত্র- জনতার গণআন্দোলনে গণহত্যা চালিয়েছে। এ দেশে আওয়ামী লীগ আর কখনো সোজা হয়ে দাঁড়াতে পারবে না। জনগণ তাদেরকে আর কোনো সুযোগ দিবে না।

জয়নুল আবদীন ফারুক বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয়ের কয়েকদিন আগে সম্পদ লুণ্ঠনের জন্য ভারতের সৈনিকরা বাংলাদেশের প্রবেশ করেছিল। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর এর বিজয় বাংলাদেশের জনগণের। এ দেশের সাধারণ মানুষ যুদ্ধ করে জীবন দিয়ে বিজয় লাভ করেছে। আমরা না খেয়ে ত্রিপুরা, মেঘালয় অবস্থান করে বাংলাদেশে এসে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি।

তিনি বলেন, ভারত বাংলাদেশে গণতন্ত্র চায় না। ভারত যদি গণতন্ত্র চাইতো, তাহলে ২০১৪ সালের নির্বাচনে শেখ হাসিনা কখনো ক্ষমতায় আসতে পারতো না। মমতা, প্রিয়াঙ্কা তাদেরও তলে তলে ব্যথা, আপনারা কেন মোদিকে সমর্থন করেন? শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান, যদি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক এটা চান।

তিনি আরও বলেন, শেখ হাসিনা এই দেশকে যেভাবে শোষণ করা শুরু করেছিল, তার ফলশ্রুতিতে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে তার পতন হয়। তিনি পালাতে বাধ্য হন। অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ড. মুহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণ করেন।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে সাবেক এই বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ড. ইউনূস আপনাকে আমরা এখনো বিশ্বাস করি। বিশ্বাসের ঘরে আগুন লাগানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে। সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। ড. ইউনূসকে বলব, আপনি নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করুন। দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হলে একটি নির্বাচিত সরকার গঠন করা জরুরি।

তিনি বলেন, আদালতকে ধন্যবাদ তারা জানতে চেয়েছেন কীভাবে ওবায়দুল কাদের দেশত্যাগ করেছে। যারা আয়নাঘর বানিয়েছে, মানুষকে নির্যাতন করেছে- তারা কীভাবে দেশ ত্যাগ করে।

সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান, বিএনপি দলীয় সাবেক মহিলা এমপি নুর আফরোজ জ্যোতি প্রমুখ।