স্পোর্টস ডেস্ক :
চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথম দল হিসেবে দুই শতাধিক রানের সংগ্রহ পায় রংপুর রাইডার্স। ফলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সামনে পড়ে পাহাড় ডিঙ্গানোর চ্যালেঞ্জ। তবে ব্যাটিংয়ের পর বল হাতেও ভেলকি দেখান রাইডার্সরা। এতে ৫৩ রানের জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখলো নুরুল হাসান সোহানের দল।
শনিবার (১০ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২১১ রান সংগ্রহ করে রংপুর। জবাবে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে চট্টগ্রাম ১৫৮ রানে থেমে যায়। তাতে ৫৩ রানের জয় পায় রংপুর। এই জয়ে ৮ ম্যাচের মধ্যে ৬ জয় তুলে নিয়েছে তারা।
২১২ রানের বড় টার্গেট তাড়ায় শুরুটা আদর্শ হয়নি চট্টগ্রামের। রংপুরকে প্রথম ব্রেকথ্রু এনে দেন সাকিব। ইনিংসের তৃতীয় ওভারে তার শিকার জশ ব্রাউন। ৯ বলে ১০ রান করেছেন তিনি। এরপর চট্টগ্রামের আরেক ওপেনার সৈকত আলী একপ্রান্ত আগলে রাখলেও বাকিরা কেউই ইনিংস বড় করতে পারেননি। ১৯তম ওভারে রান আউট হয়ে ফেরার আগে ৪৫ বলে ১ বাউন্ডারি ও ৬ ছক্কায় ৬৩ রান করেন সৈকত।
এর আগে দ্রুত সাজঘরে ফিরেছেন টম ব্রুস। প্রথমবার বিপিএলে খেলতে নামা ইমরান তাহিরের বলে এলবিডব্লিউ হওয়ার আগে ১৩ বলে ২ বাউন্ডারিতে ১৪ রান করেছেন তিনি। এরপর কার্টিস ক্যাম্ফারের ২১ বলে ২৪ রান ও শুভাগত হোম ১২ বলে ৩০ চট্টগ্রামের হারের ব্যবধানই কমাতে পেরেছে কেবল। রংপুরের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন সাকিব ও জিমি নিশাম। ইমরান তাহিরের শিকার একটি উইকেট।
টস জিতে রংপুরের অধিনায়ক সোহানের ব্যাটিংয়ের সিদ্ধান্তকে দারুণ শুরু দিয়ে স্বাগত জানিয়েছেন হেনড্রিকস ও রনি তালুকদার। ওপেনিং জুটিতে দুজনে স্কোরে জমা করেন ৪১ বলে ৬১ রান। সপ্তম ওভারে রনিকে ফিরিয়ে চট্টগ্রামকে ব্রেকথ্রু এনে দেন বাঁহাতি স্পিনার নিহাদুজ্জামান। ১৭ বলে ২৪ রান করেছেন রনি।
দ্বিতীয় উইকেটে রানের গতি আরও বাড়াতে থাকে রংপুর। সাকিবকে সঙ্গে নিয়ে ৩২ বলে ৬০ রানের আরেকটি দারুণ জুটি গড়েছেন হেনড্রিকস। ১৩তম ওভারে বিধ্বংসী হয়ে ওঠা এই দুই ব্যাটারকে ফেরান সালাউদ্দিন শাকিল। সাকিব ১৬ বলে ২৭ ও হেনড্রিকস ৫টি চার ও ৩টি ছক্কায় করেছেন ৫৮ রান।
চতুর্থ উইকেটে তাণ্ডব চালিয়ে নিশাম-সোহান তোলেন ৪৬ বলে ৮৯ রান। সোহান ২১ বলে ৩১ ও নিশাম ৫টি চার ও ৩টি ছক্কায় ২৬ বলে ৫১ রান করেছেন। তাতে রংপুরের সংগ্রহ হয় ৩ উইকেটে ২১১। বিপিএলে শেষ চার নিশ্চিত করার পথটা মসৃণ করে রাখল রংপুর। ৮ ম্যাচ খেলে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তারা।