এ এক ভয়ঙ্কর ঘটনা। ঘুড়ির টানে আকাশে উড়ে গেল তিন বছরের শিশু। আর নিচে দাঁড়িয়ে শত শত মানুষ নির্বাক হয়ে চেয়ে দেখলো সেই দৃশ্য।
আকাশে ঘুড়ি উড়লে উপস্থিত দর্শকদের খুশির শেষ থাকে না। তবে, কোনো ঘুড়ির টানে নাটাই ধরে থাকা মানুষটি উড়ে উঠলে তো সবাই অবাক হওয়ারই কথা।
সে রকমই ভয়ঙ্কর এক ঘটনা ঘটেছে। মাত্র তিন বছরের শিশু ঘুড়ির টানে আকাশে উড়ে উঠেছে। আর উপস্থিত জনতা দৃশ্যটি অবাক হয়ে চেয়ে দেখা ছাড়া তাৎক্ষণিকভাবে কিছুই করতে পারেনি।
আরও পড়ুন : চিড়িয়াখানা বন্ধ : গেট থেকে ফিরে যাচ্ছেন দর্শনার্থীরা
রবিবার (৩০ আগস্ট) ঘটনাটি ঘটেছে তাইওয়ানের উপকূলবর্তী এলাকা নানলিয়াওয়ে ঘুড়ি উৎসবের সময়। উপস্থিত জনতা সেই ঘটনার ভিডিও ধারণ করেছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে ভিডিওটি।
ভিডিওতে দেখা যায়, প্রাপ্তবয়স্ক অনেকেই সেই ঘুড়িটি নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করেন। তবে কিছু সময় ধরে ওই শিশু ঘুড়ির লেজ ধরে উড়ে থাকে।
স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, শেষ পর্যন্ত শিশুটি স্বাভাবিক অবস্থায় মাটিতে নামতে পেরেছে। তার শারীরিক কোনো ক্ষতি হয়নি।
ঘুড়ির কারণে এর আগেও বহু জায়গায় বিপজ্জনক ঘটনা ঘটেছে। গত বছর চীনের এক ব্যক্তির হাতের তিনটি আঙুল কেটে পড়ে গেছে ঘুড়ির সুতা লেগে। হঠাৎ বাতাসের গতি বেড়ে যাওয়ার কারণে, নিজের ঘুড়ি শক্ত করে ধরে রাখতে চেয়েছিলেন ওই ব্যক্তি।
সূত্র : দ্য ওয়েস্ট
 
																			 
										 যোগাযোগ ডেস্ক
																যোগাযোগ ডেস্ক								 

























