Dhaka রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ঘুমের মধ্যে মারা গেলেন মার্কিন অভিনেতা জর্জ ওয়েন্ডেট

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:৪৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • ২৫২ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

মার্কিন যুক্তরাষ্ট্রের খ্যাতিমান অভিনেতা জর্জ ওয়েন্ড মারা গেছেন। মঙ্গলবার (২০ মে) ভোরে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় মৃত্যু হয়েছে তার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে নিশ্চিত করেছে তথ্যটি।

মৃত্যুকালে জর্জের বয়স হয়েছিল ৭৬ বছর। ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হলিউড অভিনেতা ও প্রযোজক কেলসি গ্রামার বলেন, ‘আমি মনে করি শোক একটি ব্যক্তিগত বিষয়। জর্জ ওয়েন্ডকে অনেক পছন্দ করতাম আমি। শুধু আমি নয়, লাখো লাখো মানুষের প্রিয় ছিলেন তিনি।’

জনপ্রিয় টেলিভিশন শো ‘চিয়ার্স’-এ ‘নর্ম পিটারসন’র চরিত্রে অভিনয় খ্যাতির চুড়ায় পৌঁছে যান। অভিনেতার এক প্রতিনিধি গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি একজন সদালাপি মানুষ ছিলেন। যারা তাকে চেনেন, তাদের সবার প্রিয় ও বিশ্বস্ত ছিলেন। তাকে আজীবন স্মরণ করব আমরা।

১৯৮২ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত চলা চিয়ার্সের ২৭৫টি পর্বেই ‘নর্ম পিটারসন’ চরিত্রে অভিনয় করেছেন জর্জ ওয়েন্ড। একটি কমেডি সিরিজে দুর্দান্ত অভিনয়ের জন্য টানা ছয়টি এমি মনোনয়ন অর্জন করেছিলেন তিনি। ক্যারিয়ারে ‘ড্রিমস্কেপ’, ‘ফরএভার ইয়ং’ ও ‘গুং হো’র মতো কয়েকটি সিনেমায় অভিনয় করতে দেখা গেছে তাকে। এছাড়া ১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত মাইকেল জ্যাকসনের ‘ব্ল্যাক অর হোয়াইট’ মিউজিক ভিডিওতে ম্যাকাওয়ে কুলকিন অভিনীত একটি ছেলের বাবার চরিত্রে অভিনয় করেছিলেন।

এ অভিনেতা ব্যক্তিজীবনে সহ-অভিনেত্রী বার্নাডেট বার্কেটের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ ছিলেন। দাম্পত্যজীবনে তিন সন্তান তাদের। জর্জ ওয়েন্ড কৌতুকাভিনেতা জেসন সুদেকিসের চাচা ছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশে-অনলাইনে পরে থাকতে হবে : তারেককে ইঙ্গিত করে পাটওয়ারী

ঘুমের মধ্যে মারা গেলেন মার্কিন অভিনেতা জর্জ ওয়েন্ডেট

প্রকাশের সময় : ১২:৪৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

বিনোদন ডেস্ক : 

মার্কিন যুক্তরাষ্ট্রের খ্যাতিমান অভিনেতা জর্জ ওয়েন্ড মারা গেছেন। মঙ্গলবার (২০ মে) ভোরে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় মৃত্যু হয়েছে তার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে নিশ্চিত করেছে তথ্যটি।

মৃত্যুকালে জর্জের বয়স হয়েছিল ৭৬ বছর। ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হলিউড অভিনেতা ও প্রযোজক কেলসি গ্রামার বলেন, ‘আমি মনে করি শোক একটি ব্যক্তিগত বিষয়। জর্জ ওয়েন্ডকে অনেক পছন্দ করতাম আমি। শুধু আমি নয়, লাখো লাখো মানুষের প্রিয় ছিলেন তিনি।’

জনপ্রিয় টেলিভিশন শো ‘চিয়ার্স’-এ ‘নর্ম পিটারসন’র চরিত্রে অভিনয় খ্যাতির চুড়ায় পৌঁছে যান। অভিনেতার এক প্রতিনিধি গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি একজন সদালাপি মানুষ ছিলেন। যারা তাকে চেনেন, তাদের সবার প্রিয় ও বিশ্বস্ত ছিলেন। তাকে আজীবন স্মরণ করব আমরা।

১৯৮২ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত চলা চিয়ার্সের ২৭৫টি পর্বেই ‘নর্ম পিটারসন’ চরিত্রে অভিনয় করেছেন জর্জ ওয়েন্ড। একটি কমেডি সিরিজে দুর্দান্ত অভিনয়ের জন্য টানা ছয়টি এমি মনোনয়ন অর্জন করেছিলেন তিনি। ক্যারিয়ারে ‘ড্রিমস্কেপ’, ‘ফরএভার ইয়ং’ ও ‘গুং হো’র মতো কয়েকটি সিনেমায় অভিনয় করতে দেখা গেছে তাকে। এছাড়া ১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত মাইকেল জ্যাকসনের ‘ব্ল্যাক অর হোয়াইট’ মিউজিক ভিডিওতে ম্যাকাওয়ে কুলকিন অভিনীত একটি ছেলের বাবার চরিত্রে অভিনয় করেছিলেন।

এ অভিনেতা ব্যক্তিজীবনে সহ-অভিনেত্রী বার্নাডেট বার্কেটের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ ছিলেন। দাম্পত্যজীবনে তিন সন্তান তাদের। জর্জ ওয়েন্ড কৌতুকাভিনেতা জেসন সুদেকিসের চাচা ছিলেন।