স্পোর্টস ডেস্ক :
অস্ট্রেলিয়ার ফাইনাল খেলার স্বপ্ন ভেঙে গিয়েছিল আগেই। এবার তৃতীয় হওয়ার সান্ত্বনার পুরস্কারও পায়নি দলটি। ফিফা নারী বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সুইডেনের কাছে ২-০ গোলে হেরেছে অস্ট্রেলিয়ার মেয়েরা।
ফিফা র্যাঙ্কিংয়ের তিন নম্বরে থাকা সুইডেন এ নিয়ে চারবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলে চারবারই তৃতীয় হয়ে বিশ্বকাপ শেষ করেছে। এর আগে ১৯৯১, ২০১১ ও ২০১৯ আসরে তৃতীয় হয়েছিল তারা।
সুইডেন এবারের আগেই সেমিফাইনাল খেলেছে মোট চারবার। ২০০৩ আসরে ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেনি। এবার ফাইনালে ওঠার লড়াইয়ে প্রতিপক্ষ ছিল স্পেন। কিন্তু প্রথমবার শেষ চারে ওঠা দলটির কাছে ২-১ গোলে হেরে যায় তারা। অপর সেমিফাইনালে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। এই ম্যাচে স্বাগতিকেরা হেরে যায় ৩-১ গোলে।
ফাইনালের স্বপ্নভঙ্গ হওয়া দুই দল আজ নেমেছিল তৃতীয় স্থানের জন্য। সুইডেনের খেলায় আধিপত্য ছিল স্পষ্ট। ম্যাচের ৩০ মিনিটে ফ্রিডোলিনা রোলফোর পেনাল্টিতে এগিয়ে যায় সুইডেন। ৬২ মিনিটে পরের গোলটি করেন অধিনায়ক কোসোভারে অ্যাসলানি।
সুইডেনের দুই গোলের বিপরীতে অস্ট্রেলিয়ার প্রাপ্তি কয়েকটি ভালো আক্রমণ। এর মধ্যে প্রথমার্ধের যোগ করা সময়ের ৬ এবং ম্যাচের ৭০ মিনিটে স্যাম কারের দুটি সম্ভাবনাময়ী গোলের শট সুইডিশ গোলরক্ষক মুসোভিচ দারুণ দক্ষতায় রুখে দিলে গোলহীনই থাকতে হয় অস্ট্রেলিয়াকে।
টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে তৃতীয় হলো সুইডেন। ২০১৯ সালে তারা ২-১ গোলে হারিয়েছিল ইংল্যান্ডকে। এবার ইংল্যান্ড উঠে গেছে ফাইনালে। আর সুইডিশরা সেমিফাইনালে স্পেনের কাছে হেরেছে। তবে বিশ্বকাপে এটাই সুইডেনের সেরা ফল নয়। ২০০৩ সালে তারা রানার্সআপ হয়েছিল।
আরেকটি পরাজয়ে বিশ্বকাপ থেকে হতাশাজনক বিদায় হলো অস্ট্রেলিয়ার। তারপরও কিন্তু তারা টুর্নামেন্টে সেরা সাফল্য পেলো। এর আগে কখনও কোয়ার্টার ফাইনাল পার করতে পারেনি তারা।
ম্যাচে ৫৪ শতাংশ বল দখলে রেখেছিল সুইডেন, আর অস্ট্রেলিয়ার ৪৬ শতাংশ।
বিশ্বকাপ শিরোপার লড়াইয়ে রোববার (২০ আগস্ট) স্পেনের মুখোমুখি হবে ইংল্যান্ড।