Dhaka মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ঘরমুখী মানুষের চাপ বাড়ছে ঘাটে, ঈদ যাত্রা শুরু

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৫:২৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২
  • ২৪২ জন দেখেছেন

পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে যাত্রী ও যানবাহনের সংখ্যা কমেছে। তবে ঈদ উপলক্ষে মানুষ ঘরে ফিরতে শুরু করায় বুধবার (৬ জুলাই) সকাল থেকে এখানে যানবাহনের চাপ বাড়ছে।

বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত দেখা গেছে, বিভিন্ন পরিবহনের বাসে করে ঘাট এলাকায় আসছেন ঈদে ঘরমুখো যাত্রীরা। এ ছাড়া বিভিন্ন ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের করেও যাত্রীরা ঘাটে আসছেন। তবে এসব যানবাহনের সংখ্যা গত ঈদের তুলনায় সীমিত।

লঞ্চের যাত্রীও তুলনামূলক কম। বৃহস্পতিবার থেকে লঞ্চের যাত্রী বাড়বে বলে লঞ্চ পরিচালনা কমিটির সদস্যরা ধারণা করছেন।

পণ্যবাহী গাড়ির চাপও ঘাট এলাকায় দেখা যায়নি। পাটুরিয়ায় দুটি ট্রাক টার্মিনালে অর্ধশত পণ্যবাহী গাড়ি রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, ‘পদ্মা সেতু দেশের জন্য আশীর্বাদস্বরূপ। এই সেতু চালু হওয়ার পর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যাত্রী ও যানবাহনের চাপ কমেছে।’

বর্তমানে এই নৌরুটে ২১টি ফেরির মধ্যে ১৮টি দিয়ে যাত্রী ও যানবাহন পার করা হচ্ছে। বাকি তিনটি ফেরি স্থানীয় ভাসমান কারখানায় মেরামতে রয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ঘরমুখী মানুষের চাপ বাড়ছে ঘাটে, ঈদ যাত্রা শুরু

প্রকাশের সময় : ০৫:২৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২

পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে যাত্রী ও যানবাহনের সংখ্যা কমেছে। তবে ঈদ উপলক্ষে মানুষ ঘরে ফিরতে শুরু করায় বুধবার (৬ জুলাই) সকাল থেকে এখানে যানবাহনের চাপ বাড়ছে।

বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত দেখা গেছে, বিভিন্ন পরিবহনের বাসে করে ঘাট এলাকায় আসছেন ঈদে ঘরমুখো যাত্রীরা। এ ছাড়া বিভিন্ন ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের করেও যাত্রীরা ঘাটে আসছেন। তবে এসব যানবাহনের সংখ্যা গত ঈদের তুলনায় সীমিত।

লঞ্চের যাত্রীও তুলনামূলক কম। বৃহস্পতিবার থেকে লঞ্চের যাত্রী বাড়বে বলে লঞ্চ পরিচালনা কমিটির সদস্যরা ধারণা করছেন।

পণ্যবাহী গাড়ির চাপও ঘাট এলাকায় দেখা যায়নি। পাটুরিয়ায় দুটি ট্রাক টার্মিনালে অর্ধশত পণ্যবাহী গাড়ি রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, ‘পদ্মা সেতু দেশের জন্য আশীর্বাদস্বরূপ। এই সেতু চালু হওয়ার পর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যাত্রী ও যানবাহনের চাপ কমেছে।’

বর্তমানে এই নৌরুটে ২১টি ফেরির মধ্যে ১৮টি দিয়ে যাত্রী ও যানবাহন পার করা হচ্ছে। বাকি তিনটি ফেরি স্থানীয় ভাসমান কারখানায় মেরামতে রয়েছে।