Dhaka শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

গ্রেফতার হতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

আন্তর্জাতিক ডেস্ক : 

ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হতে পারে। এমন দাবিই করেছে আম আদমি পার্টির (এএপি) নেতারা। মূলত দিল্লির ক্ষমতাসীন নেতাদের এমন দাবির পরই চাঞ্চল্য ছড়িয়েছে।

তবে কেজরিওয়ালের অভিযোগ, আসন্ন লোকসভা নির্বাচনের প্রচারে বাধা দিতেই তার বিরুদ্ধে টানা সমন জারি করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আজ তার বাড়িতে অভিযান চালানোর পর গ্রেপ্তার করা হতে পারে বলে রাজ্যটির ক্ষমতাসীন আম আদমি পার্টির নেতারা অভিযোগ করেছেন।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) কেজরিওয়াল অভিযোগ করে বলেন, মদ নীতিকে কাজে লাগিয়ে শুল্ক ফাঁকি দেওয়ার বিষয়টি জনগণ প্রায় দুই বছর ধরে শুনছে। এ অভিযোগে দুই বছরে বিজেপির সংস্থাগুলো অনেককে জেরা করেছে। অনেকের বাসায় তল্লাশি চালিয়েছে। অনেককে গ্রেপ্তার করেছে। কিন্তু এখন পর্যন্ত এক পয়সারও দুর্নীতি খুঁজে পায়নি ইডি।

কেজরিওয়ালের প্রশ্ন, দুর্নীতি যদি হয়েই থাকে তাহলে এত কোটি কোটি রুপি কোথায় গেল? এত অর্থ কী তাহলে হাওয়ায় মিলিয়ে গেল?

বুধবার এএপি নেত্রী অতিশী মারলেনার শঙ্কা প্রকাশ করে বলেন, কেজরিওয়ালকে আগামীকাল (বৃহস্পতিবার) ভোরে গ্রেপ্তার করার পরিকল্পনা করছে আইনশৃঙ্খলা বাহিনী। সেই অনুযায়ী বন্দোবস্তও করা হচ্ছে। কেজরিওয়াল গ্রেপ্তার হতে পারেন, এমন আশঙ্কায় এএপির শীর্ষনেতারা পার্টি অফিসে জড়ো হওয়া শুরু করেছেন। পাশাপাশি তাদের আশঙ্কা সত্যি কী হলে পরবর্তী দিনগুলোতে কী কী করা হবে, সেই পরিকল্পনাও তৈরি রাখছেন তারা।

বৃহস্পতিবার সকাল থেকেই দিল্লিতে (এএপি) পার্টিপ্রধানের বাড়ির পথে বাড়তি তৎপরতা দেখা গেছে। কেজরিওয়ালের বাসভবনগামী সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তাও অনেকটা বাড়ানো হয়েছে।

মূলত বুধবার ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের। দিল্লির আবগারি নীতি দুর্নীতি নিয়ে জিজ্ঞাসাবাদের জন্যই ওই সমন পাঠানো হয়েছিল তাকে।

কিন্তু গত দুইবারের মতো এবারও তিনি সমন এড়িয়ে যান। তদন্তে সহযোগিতার আশ্বাস দিলেও, ইডির পাঠানো সমন বেআইনি বলে দাবি করেন তিনি। আর এরপরই গুঞ্জন ওঠে, তাকে গ্রেপ্তার করা হতে পারে।

২২ ডিসেম্বর কেজরিওয়ালকে সমন পাঠিয়ে বুধবার নিজেদের দপ্তরে ডেকে পাঠিয়েছিল ইডি। তবে সেদিন সকালেই কেজরিওয়াল জানিয়ে দেন, তিনি ইডির মুখোমুখি হচ্ছেন না।

এর আগে গত বছরের ২ নভেম্বর এবং ২১ ডিসেম্বরও ডেকে পাঠানো হয়েছিল কেজরিওয়ালকে। তিনি সেই দুই তলবের একটিতেও সাড়া দেননি।

এর মধ্যে ২১ ডিসেম্বর কেজরিওয়াল তার যোগাভ্যাসের অনুশীলনের জন্য যেতে পারেননি বলে জানিয়েছিলেন আম আদমি পার্টির নেতা সৌরভ ভরদ্বাজ। তার আগেও নভেম্বরে ইডির সমনে সাড়া না দিয়ে মধ্যপ্রদেশে প্রচারের কাজে চলে গিয়েছিলেন কেজরিওয়াল। দল থেকে বলা হয়েছিল রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে ডেকে পাঠানো হচ্ছে। শুধু তা-ই নয়, কেজরিওয়ালকে ইডি যে সমন পাঠাচ্ছে, তা আইনত বৈধ নয় বলেও দাবি করেছিল দলটি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

উপদেষ্টা পরিষদের ভেতরেও মাহফুজকে অদপস্ত ও হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে : নাহিদ ইসলাম

গ্রেফতার হতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

প্রকাশের সময় : ০১:৫১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : 

ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হতে পারে। এমন দাবিই করেছে আম আদমি পার্টির (এএপি) নেতারা। মূলত দিল্লির ক্ষমতাসীন নেতাদের এমন দাবির পরই চাঞ্চল্য ছড়িয়েছে।

তবে কেজরিওয়ালের অভিযোগ, আসন্ন লোকসভা নির্বাচনের প্রচারে বাধা দিতেই তার বিরুদ্ধে টানা সমন জারি করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আজ তার বাড়িতে অভিযান চালানোর পর গ্রেপ্তার করা হতে পারে বলে রাজ্যটির ক্ষমতাসীন আম আদমি পার্টির নেতারা অভিযোগ করেছেন।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) কেজরিওয়াল অভিযোগ করে বলেন, মদ নীতিকে কাজে লাগিয়ে শুল্ক ফাঁকি দেওয়ার বিষয়টি জনগণ প্রায় দুই বছর ধরে শুনছে। এ অভিযোগে দুই বছরে বিজেপির সংস্থাগুলো অনেককে জেরা করেছে। অনেকের বাসায় তল্লাশি চালিয়েছে। অনেককে গ্রেপ্তার করেছে। কিন্তু এখন পর্যন্ত এক পয়সারও দুর্নীতি খুঁজে পায়নি ইডি।

কেজরিওয়ালের প্রশ্ন, দুর্নীতি যদি হয়েই থাকে তাহলে এত কোটি কোটি রুপি কোথায় গেল? এত অর্থ কী তাহলে হাওয়ায় মিলিয়ে গেল?

বুধবার এএপি নেত্রী অতিশী মারলেনার শঙ্কা প্রকাশ করে বলেন, কেজরিওয়ালকে আগামীকাল (বৃহস্পতিবার) ভোরে গ্রেপ্তার করার পরিকল্পনা করছে আইনশৃঙ্খলা বাহিনী। সেই অনুযায়ী বন্দোবস্তও করা হচ্ছে। কেজরিওয়াল গ্রেপ্তার হতে পারেন, এমন আশঙ্কায় এএপির শীর্ষনেতারা পার্টি অফিসে জড়ো হওয়া শুরু করেছেন। পাশাপাশি তাদের আশঙ্কা সত্যি কী হলে পরবর্তী দিনগুলোতে কী কী করা হবে, সেই পরিকল্পনাও তৈরি রাখছেন তারা।

বৃহস্পতিবার সকাল থেকেই দিল্লিতে (এএপি) পার্টিপ্রধানের বাড়ির পথে বাড়তি তৎপরতা দেখা গেছে। কেজরিওয়ালের বাসভবনগামী সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তাও অনেকটা বাড়ানো হয়েছে।

মূলত বুধবার ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের। দিল্লির আবগারি নীতি দুর্নীতি নিয়ে জিজ্ঞাসাবাদের জন্যই ওই সমন পাঠানো হয়েছিল তাকে।

কিন্তু গত দুইবারের মতো এবারও তিনি সমন এড়িয়ে যান। তদন্তে সহযোগিতার আশ্বাস দিলেও, ইডির পাঠানো সমন বেআইনি বলে দাবি করেন তিনি। আর এরপরই গুঞ্জন ওঠে, তাকে গ্রেপ্তার করা হতে পারে।

২২ ডিসেম্বর কেজরিওয়ালকে সমন পাঠিয়ে বুধবার নিজেদের দপ্তরে ডেকে পাঠিয়েছিল ইডি। তবে সেদিন সকালেই কেজরিওয়াল জানিয়ে দেন, তিনি ইডির মুখোমুখি হচ্ছেন না।

এর আগে গত বছরের ২ নভেম্বর এবং ২১ ডিসেম্বরও ডেকে পাঠানো হয়েছিল কেজরিওয়ালকে। তিনি সেই দুই তলবের একটিতেও সাড়া দেননি।

এর মধ্যে ২১ ডিসেম্বর কেজরিওয়াল তার যোগাভ্যাসের অনুশীলনের জন্য যেতে পারেননি বলে জানিয়েছিলেন আম আদমি পার্টির নেতা সৌরভ ভরদ্বাজ। তার আগেও নভেম্বরে ইডির সমনে সাড়া না দিয়ে মধ্যপ্রদেশে প্রচারের কাজে চলে গিয়েছিলেন কেজরিওয়াল। দল থেকে বলা হয়েছিল রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে ডেকে পাঠানো হচ্ছে। শুধু তা-ই নয়, কেজরিওয়ালকে ইডি যে সমন পাঠাচ্ছে, তা আইনত বৈধ নয় বলেও দাবি করেছিল দলটি।