Dhaka বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গ্রেফতার ও আটকে আন্দোলন দমানো যাবে না : মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক : 

গ্রেফতার ও আটকে আন্দোলন দমানো যাবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বুধবার (১৮ অক্টোবর) বিকেলে ফ্যাসিস্ট সরকারের পদত্যাগের এক দফা দাবিতে নয়াপল্টনে বিএনপি আয়োজিত জনসমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মামলা না থাকলেও বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। কোনো কিছু করেই আর লাভ নেই, কেননা বিএনপির সঙ্গে শুধু বিএনপির নেতাকর্মীরা না, আছে পুরো দেশের জনগণ।

মির্জা আব্বাস বলেন, পুলিশ ও আদালত নিয়ে সরকার অহংকারের মধ্যে রয়েছে। অহংকার চিরদিন টিকে থাকে না। তাই বলব বেশি বাড়াবাড়ি করবেন না।

তিনি বলেন, সরকারের পদত্যাগের দাবিতে অনেক সমাবেশে করেছি। সমাবেশের আগে নেতা-কর্মীদের আটক করা হয়। তাতে সমাবেশ বন্ধ করতে পারেনি। সরকারের এই ধরনের কাজে কোনো লাভ নেই।

কোনো হুমকি এখন আর কাজে আসবে না উল্লেখ করে তিনি বলেন, ওবায়দুল কাদের বলেছেন ১৮ তারিখ বসে যাবো! আমরা কি বলেছি আমরা বসবো? আমাদের বসাবসির কোনো কর্মসূচি নাই। আমাদের আন্দোলনের কর্মসূচি আসছে। শাপলা চত্বরের মতো অবস্থা করবেন বলেছেন, কিন্তু শাপলা চত্বরের ওরা, আর আমরা এক না। আমরা তিন তিনবার ক্ষমতায় ছিলাম।

সরকারের পায়ের নিচে আর মাটি নেই উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, আমরা তো বহু সভা করেছি, এবং সভার আগেই আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। কয়েকদিন আগে এ্যানীকে, গতকালও অসংখ্য কর্মীকে আটক করা হয়েছে। কারাগার ভরে গেছে বিএনপির নেতাকর্মী দিয়ে। তবে গ্রেফতার ও আটকে আমাদের আন্দোলন দমে নাই। কারণ আমাদের নেতাকর্মীরা বুঝে গিয়েছে যে এই সরকারের পায়ের নিচে আর মাটি নাই।

তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে তিনি বলেন, তিনি মাকে দেখতে আসেন না কেন এই প্রশ্ন যে করেন, আসবে কীভাবে? তার বিরুদ্ধেতো মামলা দিয়ে রেখেছেন।

তিনি সরকারকে বিদায় করে আবারও ভোটাধিকার প্রয়োগের পরিবেশ সৃষ্টি করা হবে বলে জানান।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

কুড়িগ্রামে সেতুর অভাবে চরম দুর্ভোগে ৩০ গ্রামের মানুষ

গ্রেফতার ও আটকে আন্দোলন দমানো যাবে না : মির্জা আব্বাস

প্রকাশের সময় : ০৬:২৮:০৮ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

গ্রেফতার ও আটকে আন্দোলন দমানো যাবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বুধবার (১৮ অক্টোবর) বিকেলে ফ্যাসিস্ট সরকারের পদত্যাগের এক দফা দাবিতে নয়াপল্টনে বিএনপি আয়োজিত জনসমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মামলা না থাকলেও বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। কোনো কিছু করেই আর লাভ নেই, কেননা বিএনপির সঙ্গে শুধু বিএনপির নেতাকর্মীরা না, আছে পুরো দেশের জনগণ।

মির্জা আব্বাস বলেন, পুলিশ ও আদালত নিয়ে সরকার অহংকারের মধ্যে রয়েছে। অহংকার চিরদিন টিকে থাকে না। তাই বলব বেশি বাড়াবাড়ি করবেন না।

তিনি বলেন, সরকারের পদত্যাগের দাবিতে অনেক সমাবেশে করেছি। সমাবেশের আগে নেতা-কর্মীদের আটক করা হয়। তাতে সমাবেশ বন্ধ করতে পারেনি। সরকারের এই ধরনের কাজে কোনো লাভ নেই।

কোনো হুমকি এখন আর কাজে আসবে না উল্লেখ করে তিনি বলেন, ওবায়দুল কাদের বলেছেন ১৮ তারিখ বসে যাবো! আমরা কি বলেছি আমরা বসবো? আমাদের বসাবসির কোনো কর্মসূচি নাই। আমাদের আন্দোলনের কর্মসূচি আসছে। শাপলা চত্বরের মতো অবস্থা করবেন বলেছেন, কিন্তু শাপলা চত্বরের ওরা, আর আমরা এক না। আমরা তিন তিনবার ক্ষমতায় ছিলাম।

সরকারের পায়ের নিচে আর মাটি নেই উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, আমরা তো বহু সভা করেছি, এবং সভার আগেই আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। কয়েকদিন আগে এ্যানীকে, গতকালও অসংখ্য কর্মীকে আটক করা হয়েছে। কারাগার ভরে গেছে বিএনপির নেতাকর্মী দিয়ে। তবে গ্রেফতার ও আটকে আমাদের আন্দোলন দমে নাই। কারণ আমাদের নেতাকর্মীরা বুঝে গিয়েছে যে এই সরকারের পায়ের নিচে আর মাটি নাই।

তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে তিনি বলেন, তিনি মাকে দেখতে আসেন না কেন এই প্রশ্ন যে করেন, আসবে কীভাবে? তার বিরুদ্ধেতো মামলা দিয়ে রেখেছেন।

তিনি সরকারকে বিদায় করে আবারও ভোটাধিকার প্রয়োগের পরিবেশ সৃষ্টি করা হবে বলে জানান।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।