Dhaka শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

গ্যালারিতে বসে ফাইনালে মিয়ামির হার দেখলেন মেসি

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:৪৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
  • ২০২ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

লিওনেল মেসি যোগ দেওয়ার পর ইন্টার মিয়ামি তাদের ক্লাব ইতিহাসে প্রথম ট্রফি জয় করতে সক্ষম হয়েছিলো। লিগস কাপ জয় করেছিলো তারা। ওই ম্যাচে গোল করেছিলেন মেসি। কিন্তু প্রাণভোমরাকে ছাড়া এই দলটা যে বিবর্ণ তার প্রমাণ আবারও মিললো মাঠে।

এবার সুযোগ ছিল দ্বিতীয় ট্রফি জয়ের; কিন্তু এবার আর হলো না। ইউএস ওপেন কাপের ফাইনালে হিউস্টন ডায়নামোর কাছে মঙ্গলবার রাতে ২-১ গোলে হারতে হল ইন্টার মিয়ামিকে। চোটের কারণে এই ফাইনালে খেলতে পারেননি মেসি। গ্যালারিতে বসে দলের হারের সাক্ষী হতে হলো তাকে।

মেসির চোট নিয়ে আলোচনা কয়েকদিন ধরেই। কোচ মার্টিনোও বলেছিলেন, সাতবারের ব্যালন ডি’অর জয়ীকে নিয়ে ম্যাচের আগে সিদ্ধান্ত নেওয়া হবে। পরে ডিআরবি পিএনকে স্টেডিয়ামে মিয়ামি মাঠে নামতেই দেখা গেলো দলের তালিকায় মেসির নাম নেই। মেসির সাবেক বার্সেলোনা সতীর্থ জর্ডি আলবাও বাইরে ছিলেন চোটের কারণে। তবে দুই সতীর্থ মিয়ামির পরাজয় দেখেছেন স্ট্যান্ডে বসে।

ঘরের মাঠে আরও একটি ট্রফি জয়ের আশা করেছিলেন মিয়ামির সমর্থকরা। মেসির পাশাপাশি দলে ছিলেন না জর্দি আলবাও। ফলে শুরু থেকেই কিছুটা দুর্বল ছিল মিয়ামি। এরই ফায়দা নিলো হিউস্টন। ২৪ মিনিটের মাথায় পাল্টা আক্রমণ থেকে গোল করে এগিয়ে যায় তারা। গোল করেন গ্রিফিন ডোরসি। ৯ মিনিট পরে ব্যবধান বাড়ান আমিনে বাসি। পেনাল্টি থেকে গোল করেন তিনি।

ম্যাচের শেষ দিকে জোসেফ মার্টিনেজের গোলে ব্যবধান কমায় মিয়ামি। শেষ দিকে হিউস্টনের গোলে বারবার আক্রমণ করলেও সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। ১-২ ব্যবধানে হেরেই মাঠ ছাড়তে হয় ডেভিড বেকহ্যামের ক্লাবকে।

ম্যাচের প্রথমার্ধেই অবশ্য ৩-০ গোলে এগিয়ে যেতে পারত ডায়নামো। ১৭ মিনিটেই মায়ামির জালে বল পাঠিয়েছিলেন কুইনোনেস। কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল করে দেন রেফারি।

দ্বিতীয়ার্ধে মেসির দলের কোচ জেরার্ডো মার্টিনো একের পর এক খেলোয়াড় পরিবর্তন করেন। তাতে ডায়নামোর আক্রমণের গতি কিছুটা কমে আসে। আক্রমণের ধারও বাড়ে মিয়ামির। কিন্তু একটি গোল শোধ করা ছাড়া আর কিছুই করতে পারেনি।

মিয়ামিতে যোগ দেওয়ার পর থেকে ক্লাবের চেহারা বদলে দিয়েছেন মেসি। প্রথম ম্যাচ থেকেই গোল পাচ্ছেন তিনি। শুধু গোল করা নয়, গোল করানোতেই সবার আগে মেসি। তাকে পাশে পেয়ে দলের বাকি ফুটবলারদের মধ্যেও বাড়তি তাগিদ দেখা গেছে। যার ফলে দাপট দেখিয়ে লিগস কাপ জয় করে তারা; কিন্তু মেজর সকার লিগে এখনও নিচের দিকে রয়েছে মিয়ামি। মেসিকে ছাড়াই লিগের প্লে-অফ খেলতে হবে তাদের।

এদিকে মিয়ামির জার্সি পরে মাঠে নামতে না পারলেও এ দিন স্টেডিয়ামেই উপস্থিত ছিলেন মেসি। মিয়ামির ফাইনাল দেখতে এদিন মাঠে উপস্থিত ছিলেন ব্যাকহামের সাবেক সতীর্থ জিদান এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ড্রেসিং রুমে এ দিন মেসি, ব্যাকহাম এবং জিদান এক সঙ্গে ছবিও তুলেছেন।

আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাই খেলার পর থেকে মেসি পায়ের ইনজুরিতে ভুগছেন। আসা-যাওয়ার মাঝে ছিলেন তিনি। ১৬ সেপ্টেম্বর আটলান্টা ইউনাইটেডের কাছে হেরে যাওয়া ম্যাচটিতেও তিনি ছিলেন না। ২০ সেপ্টেম্বর টরোন্টোর বিপক্ষে খেলার চেষ্টা করেছিলেন। কিন্তু প্রায় ৩০ মিনিট খেলার পর উঠিয়ে নেওয়া হয় তাকে। ওই ম্যাচটা ৪-০ গোলে জিতেছে মিয়ামি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

গ্যালারিতে বসে ফাইনালে মিয়ামির হার দেখলেন মেসি

প্রকাশের সময় : ০৩:৪৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

লিওনেল মেসি যোগ দেওয়ার পর ইন্টার মিয়ামি তাদের ক্লাব ইতিহাসে প্রথম ট্রফি জয় করতে সক্ষম হয়েছিলো। লিগস কাপ জয় করেছিলো তারা। ওই ম্যাচে গোল করেছিলেন মেসি। কিন্তু প্রাণভোমরাকে ছাড়া এই দলটা যে বিবর্ণ তার প্রমাণ আবারও মিললো মাঠে।

এবার সুযোগ ছিল দ্বিতীয় ট্রফি জয়ের; কিন্তু এবার আর হলো না। ইউএস ওপেন কাপের ফাইনালে হিউস্টন ডায়নামোর কাছে মঙ্গলবার রাতে ২-১ গোলে হারতে হল ইন্টার মিয়ামিকে। চোটের কারণে এই ফাইনালে খেলতে পারেননি মেসি। গ্যালারিতে বসে দলের হারের সাক্ষী হতে হলো তাকে।

মেসির চোট নিয়ে আলোচনা কয়েকদিন ধরেই। কোচ মার্টিনোও বলেছিলেন, সাতবারের ব্যালন ডি’অর জয়ীকে নিয়ে ম্যাচের আগে সিদ্ধান্ত নেওয়া হবে। পরে ডিআরবি পিএনকে স্টেডিয়ামে মিয়ামি মাঠে নামতেই দেখা গেলো দলের তালিকায় মেসির নাম নেই। মেসির সাবেক বার্সেলোনা সতীর্থ জর্ডি আলবাও বাইরে ছিলেন চোটের কারণে। তবে দুই সতীর্থ মিয়ামির পরাজয় দেখেছেন স্ট্যান্ডে বসে।

ঘরের মাঠে আরও একটি ট্রফি জয়ের আশা করেছিলেন মিয়ামির সমর্থকরা। মেসির পাশাপাশি দলে ছিলেন না জর্দি আলবাও। ফলে শুরু থেকেই কিছুটা দুর্বল ছিল মিয়ামি। এরই ফায়দা নিলো হিউস্টন। ২৪ মিনিটের মাথায় পাল্টা আক্রমণ থেকে গোল করে এগিয়ে যায় তারা। গোল করেন গ্রিফিন ডোরসি। ৯ মিনিট পরে ব্যবধান বাড়ান আমিনে বাসি। পেনাল্টি থেকে গোল করেন তিনি।

ম্যাচের শেষ দিকে জোসেফ মার্টিনেজের গোলে ব্যবধান কমায় মিয়ামি। শেষ দিকে হিউস্টনের গোলে বারবার আক্রমণ করলেও সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। ১-২ ব্যবধানে হেরেই মাঠ ছাড়তে হয় ডেভিড বেকহ্যামের ক্লাবকে।

ম্যাচের প্রথমার্ধেই অবশ্য ৩-০ গোলে এগিয়ে যেতে পারত ডায়নামো। ১৭ মিনিটেই মায়ামির জালে বল পাঠিয়েছিলেন কুইনোনেস। কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল করে দেন রেফারি।

দ্বিতীয়ার্ধে মেসির দলের কোচ জেরার্ডো মার্টিনো একের পর এক খেলোয়াড় পরিবর্তন করেন। তাতে ডায়নামোর আক্রমণের গতি কিছুটা কমে আসে। আক্রমণের ধারও বাড়ে মিয়ামির। কিন্তু একটি গোল শোধ করা ছাড়া আর কিছুই করতে পারেনি।

মিয়ামিতে যোগ দেওয়ার পর থেকে ক্লাবের চেহারা বদলে দিয়েছেন মেসি। প্রথম ম্যাচ থেকেই গোল পাচ্ছেন তিনি। শুধু গোল করা নয়, গোল করানোতেই সবার আগে মেসি। তাকে পাশে পেয়ে দলের বাকি ফুটবলারদের মধ্যেও বাড়তি তাগিদ দেখা গেছে। যার ফলে দাপট দেখিয়ে লিগস কাপ জয় করে তারা; কিন্তু মেজর সকার লিগে এখনও নিচের দিকে রয়েছে মিয়ামি। মেসিকে ছাড়াই লিগের প্লে-অফ খেলতে হবে তাদের।

এদিকে মিয়ামির জার্সি পরে মাঠে নামতে না পারলেও এ দিন স্টেডিয়ামেই উপস্থিত ছিলেন মেসি। মিয়ামির ফাইনাল দেখতে এদিন মাঠে উপস্থিত ছিলেন ব্যাকহামের সাবেক সতীর্থ জিদান এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ড্রেসিং রুমে এ দিন মেসি, ব্যাকহাম এবং জিদান এক সঙ্গে ছবিও তুলেছেন।

আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাই খেলার পর থেকে মেসি পায়ের ইনজুরিতে ভুগছেন। আসা-যাওয়ার মাঝে ছিলেন তিনি। ১৬ সেপ্টেম্বর আটলান্টা ইউনাইটেডের কাছে হেরে যাওয়া ম্যাচটিতেও তিনি ছিলেন না। ২০ সেপ্টেম্বর টরোন্টোর বিপক্ষে খেলার চেষ্টা করেছিলেন। কিন্তু প্রায় ৩০ মিনিট খেলার পর উঠিয়ে নেওয়া হয় তাকে। ওই ম্যাচটা ৪-০ গোলে জিতেছে মিয়ামি।